শীঘ্রই ধনী হতে চান? তবে এই কাজ করলে আসবে অঢেল টাকা

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

How To Become Rich: ভারতের পূর্বাঞ্চলে এমন অনেক জায়গা রয়েছে যেখানে অধিকাংশ মানুষ পেশা হিসেবে সরকারি চাকরিকে বেশি গুরুত্ব দেন। ওই অঞ্চলে মানুষের অর্থনৈতিক অবস্থার উন্নতির মাধ্যম হল সরকারি চাকরি। তবে ওই অঞ্চলের কিছু কৃষক চিরাচরিত ভাবনার পরিবর্তন করতে চলছে। তারা একাধিক ফসল ফলিয়ে নিজেদের ভাগ্য পরিবর্তন করে সল্প সময়ে অধিক মুনাফা অর্জনে সক্ষম হয়েছে।

মউ জেলার ঘোসি তহসিলের পাকদি খুর্দের বাসিন্দা রাধেশ্যাম মৌর্য ৬ বিঘা জমিতে লঙ্কা চাষ করে বেশ মোটা অঙ্কের অর্থ উপার্জন করেন। তাঁর কথা অনুযায়ী, তিনি এই চাষ করে মোট খরচের চেয়ে ১০ গুণ বেশি মুনাফা অর্জন করেছেন।

উক্ত অঞ্চলের কৃষক রাধেশ্যাম মৌর্য বলেন, জমিতে তিনি VNR-505 জাতের লঙ্কা চাষ করেন। সাধারণত এই প্রজাতির লঙ্কার বীজ নভেম্বর-ডিসেম্বর মাসে লাগানো হয়। ওই সময় বীজ প্রস্তুত করে জানুয়ারি মাসে চারা গাছ চাষ করা হয়। চারা গাছ রোপন করার ২ মাস পর গাছে ফুল ফোটে।তারপর যদি বৃষ্টি না হয় তবে সেই গাছ থেকে লঙ্কা তোলা হয়। সব ধরনের মাটিতেই এই প্রজাতির লঙ্কা চাষ করা যায়।

নার্সারীর ভিতরে এই প্রজাতের লঙ্কার বীজ বপন করা সম্ভব। বীজ বপনের একমাস পর তা থেকে চারা গাছ প্রস্তুত হবে। তারপর সেই চারা জমিতে চাষ করা যাবে। সারা বছরই বাজারে লঙ্কার চাহিদা থাকে বেশ। লঙ্কা চাষ করে কৃষকরা অনেক সময় অবধি উপার্জন করতে পারবেন।

আরও পড়ুন👉: West Bengal Job: রাজ্যে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে চাকরির সুযোগ! আজই আবেদন করুন

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

ওই কৃষক রাধেশ্যাম মৌর্য বলেন, লঙ্কা চাষ করতে মোটামুটি খরচ হয় ৮ হাজার থেকে ১০ হাজার টাকা। তবে লঙ্কা চাষ করে মাত্র ৪ মাসে ৮০ হাজার থেকে ৯০ হাজার টাকা উপার্জন করা সম্ভব। তাই সরকারি চাকরির যদি না পান তবে হতাশাগ্রস্থ হওয়ার প্রয়োজন নেই। সবজি চাষ করে উপার্জন করতে পারবেন মোটা অংকের অর্থ।

আরও পড়ুন👉: Vodafone-এর খেলা শেষ! এবার Jio দিচ্ছে আনলিমিটেড ডেটা ও কল! Offer জেনে নিন

ওই কৃষক আরও বলেন, চাষের ক্ষেত্রে প্রয়োজন একটু পরিশ্রমী এবং কর্মঠ হওয়ার তাহলেই আসবে প্রচুর অর্থ। চাষের জমিতে রাসায়নিক সার ব্যবহার না করে গোবর সার ব্যবহার করলে ফসলের ফলন আরও ভালো হবে। একবার লঙ্কা ছাড়া রোপণ করে দীর্ঘ সময় ধরে এর ফলন পাওয়া সম্ভব। তাই এতে লভ্যাংশের পরিমাণ বেশি। বারবার চারাগাছ রোপনের ঝামেলা নেই।

আরও পড়ুন👉: Vitamin For Long Life: এই ৩ ভিটামিন যা আয়ু বাড়ায়, ১০০ বছর বাঁচার গোপন রহস্য এটাই

গুরুত্বপূর্ণ লিংক

WhatsApp Group-এ যুক্ত হন👉যুক্ত হন