Pan Card: অফলাইনে প্যান কার্ডে নাম পরিবর্তন করতে চান? পদ্ধতি জেনে নিন

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

Pan Card Update: এমন অনেকেই আছেন যারা প্যান কার্ডে (Pan Card) নিজেদের নাম ভুল নিয়ে চিন্তিত। তবে তারা হয়তো জানেন না যে এখন অফলাইনে (Offline) নাম সংশোধন করা হচ্ছে। আপনি যদি প্যান কার্ডটি (Pan Card) অফলাইনে পরিবর্তন করতে চান তাহলে আপনাকে কয়েকটি পদ্ধতি অনুসরণ করতে হবে তাহলে আপনি প্যান কার্ডের সঠিক নাম তুলতে পারবেন।

অফলাইনে প্যান কার্ড ঠিক করবেন কীভাবে?

  • এর জন্য আপনাকে প্রথমে আয়কর বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
  • সেখানে গিয়ে প্যান কার্ড সংশোধন ফর্মটি ডাউনলোড করতে হবে।
  •  ফর্ম সঠিকভাবে পূরণ করা হয়ে গেলে এর সঙ্গে নিজের প্রয়োজনীয় নথিগুলি অ্যাড করতে হবে।
  • এরপর প্রয়োজনীয় নথিপত্রের সঙ্গে ফর্মটি আপনার স্থানীয় কোনো প্যান কার্ড কর্তৃপক্ষ (PCIA) অফিসে জমা করতে হবে।

PCIA বা প্যান কার্ড কর্তৃপক্ষ যদি আপনার প্যান কার্ডে (Pan Card) নাম পরিবর্তনের আবেদন পত্র স্বীকার বা অস্বীকার করে তাহলে ১৫-২০ দিনের মধ্যে জানিয়ে দেবে। আর তারা যদি আপনার আবেদনপত্রের স্বীকৃতি জানায় তাহলে আপনি নতুন একটি প্যান কার্ড (Pan Card) পাবেন যেখানে আপনার নাম বা অন্যান্য তথ্যগুলি সঠিকভাবে লিপিবদ্ধ থাকবে।

প্রয়োজনীয় ডকুমেন্টস

নাম পরিবর্তনের জন্য যেসব প্রয়োজনীয় নথিপত্রগুলি লাগবে সেগুলি হল নিম্নরূপ-

  1. আপনার ভুল প্যান কার্ডটি (Pan Card) যেটা আপনি সংশোধন করতে চান
  2. পরিচয়ের প্রমাণপত্র হিসেবে আধার কার্ড
  3. আপনি যদি বিয়ের পরে প্যান কার্ডটি চেঞ্জ করতে চান তাহলে আপনার বিয়ের শংসাপত্র লাগবে।
  • যদি আপনি ডিভোর্স পেয়ে থাকেন এবং এর পরে আপনার নাম পরিবর্তন করতে চান তাহলে আপনাকে নথিপত্রের সঙ্গে ডিভোর্স সার্টিফিকেট অ্যাড করতে হবে।
  • আপনি যদি আইনত নিজের নাম পরিবর্তন করে থাকেন তাহলে আদালতের আদেশ অ্যাড করতে হবে।

আবেদন ফি

প্যান কার্ডে (Pan Card) নিজের নাম বা অন্যান্য তথ্য পরিবর্তন করতে চাইলে পরিবর্তন ফি হিসেবে ১০০ টাকা লাগবে। যদি আপনি এটি অনলাইনে পরিবর্তন করে থাকেন তাহলে ক্রেডিট কার্ড বা নেট ব্যাংকিং-এর মাধ্যমে এই ফি প্রদান করতে পারবেন। আর অফলাইনে প্রদান করতে চাইলে ডিমান্ড ড্রাফ্টের মাধ্যমে এই ফি প্রদান করতে পারেন।

গুরুত্বপূর্ণ লিঙ্ক (Important Link)

WhatsApp Group-এ যুক্ত হন👉যুক্ত হন

আরও পড়ুন:

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

👉 ৭০০০ জনকে চাকরি দেবে রাজ্য সরকার, কোন কোন দফতরে? জেনে নিন

👉 Business Ideas: চাকরির দ্বিগুণ আয় হবে মাত্র ২০ হাজার টাকায় এই ব্যবসাগুলো শুরু করে, জেনে নিন ব্যবসগুলো

👉 ১০ হাজার টাকা প্রতিমাসে পাবেন! পশ্চিমবঙ্গ সরকারের নয়া প্রকল্পে এভাবে নিন সুবিধা

👉 Bank Holidays: এই সময় টানা ৩দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক! ছুটির লিস্ট দেখে নিন