Madhyamik Result 2024: এই ভাবে দেখুন মাধ্যমিক রেজাল্ট ২০২৪, সরাসরি দেখতে পাবেন
দীর্ঘ অপেক্ষার পর অবশেষে মাধ্যমিকের ফলাফল (Madhyamik Result 2024) প্রকাশের তারিখ ঘোষণা করা হয়েছে। ভোট সহ একাধিক কারণে এই বছর পরীক্ষা অনেক এগিয়ে করা হয়েছিল। আর সেই মতো রেজাল্ট খুব তাড়াতাড়ি প্রকাশ করা হচ্ছে। মাধ্যমিক শিক্ষা পর্ষদ (WBBSE) বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে যে আগামী ২ রা মে, ২০২৪ তারিখে মাধ্যমিক রেজাল্ট ২০২৪ (WB Madhyamik Result 2024) প্রকাশ করা হবে।
২রা মে বৃহস্পতিবার রেজাল্ট প্রকাশ করা হবে সকাল ৯ টায়। ঐদিন সাংবাদিক বৈঠকের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে এই বছরের মাধ্যমিকের রেজাল্ট (Madhyamik Result 2024) প্রকাশ করা হবে। তবে রেজাল্ট প্রকাশের সঙ্গে সঙ্গে ছাত্রছাত্রীরা তা দেখতে পারবে না। ৯ টার সময় রেজাল্ট প্রকাশিত হওয়ার পর সকাল ৯ টা বেজে ৪৫ মিনিট থেকে অনলাইনে রেজাল্ট দেখতে পাওয়া যাবে।
একাধিক ওয়েবসাইটের মাধ্যমে এই বছর মাধ্যমিকের রেজাল্ট (Madhyamik Result 2024) দেখা যাবে। নিম্নে সেই ওয়েবসাইট কলের তালিকা দিয়ে দেওয়া হল-
- wbbse.wb.gov.in
- wbresults.nic.in
- wbbse.org
- www.exametc.com
- www.vidyavison.com
- www.indiaresult.com
- www.results.shiksha
- www.results.shiksha
- www.schools9.com
👇সরাসরি মাধ্যমিক রেজাল্ট ২০২৪ দেখুন নিচের Button-এ ক্লিক করে👇(রেজাল্ট পাবলিশ হলেই লিংক অ্যাক্টিভেট হবে, তাই এই পেজটি Bookmark বা Save করে রাখুন)
উপরের যে কোন একটি ওয়েবসাইটে গিয়ে উপযুক্ত তথ্য দ্বারা রেজাল্ট দেখা যাবে। তবে যদি কেউ চাই ওয়েবসাইটে না দেখে মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমেও রেজাল্ট দেখতে পারবে।