WB HS Result 2024: উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কীভাবে চেক করবেন? রইল Link সহ বিস্তারিত @wbchse.wb.gov.in

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

WB HS Result 2024: মাধ্যমিকের ফল (Madhyamik Result 2024) প্রকাশ হবার পর এবার আগামী ৮ মে ২০২৪ তারিখে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশিত হবে। ঐদিন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের (WBCHSE) তরফ থেকে বেলা ১ টায় ফল প্রকাশিত হবে। কিন্তু ফল প্রকাশের সঙ্গে সঙ্গে রেজাল্ট দেখা যাবে না। ছাত্রছাত্রীরা রেজাল্ট দেখতে পারবে দুপুর ৩ টেয়। অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে ঐ দিন শুধুমাত্র রেজাল্ট দেখা যাবে মার্কসিট ও সার্টিফিকেট পড়ুয়ারা ১০ তারিখে নিজ নিজ প্রতিষ্ঠান থেকে পেয়ে যাবে।

এবছর উচ্চ মাধ্যমিকের পরীক্ষার ফলাফল (Higher Secondary Result) দেখা যাবে একাধিক ওয়েবসাইটে।  wbresults.nic.in এই ওয়েবসাইট থেকে রেজাল্ট দেখা যাবে ৩ টেয়। রেজাল্ট দেখার জন্য ডকুমেন্টস হিসেবে লাগবে  ছাত্র-ছাত্রীদের রোল নম্বর ও জন্মতারিখ।

অন্যান্য বছরের তুলনায় এই বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা অনেক আগেই নেওয়া হয়েছিল।  ১৬ ফেব্রুয়ারি পরীক্ষা শুরু হওয়ার পর তা শেষ হয়েছিল ২৯ ফেব্রুয়ারি তারিখে। রাজ্যে এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় ৭ লক্ষ ৯০ হাজার। এর আগের বছর এর সংখ্যাটি প্রায় ৬৩ হাজার বেশি ছিল। মোট ২ হাজার ৩৪১টি পরীক্ষাকেন্দ্রে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল।

উচ্চ মাধ্যমিকের রেজাল্ট দেখবেন কীভাবে? (How to Check WB HS Result 2024)

১) রেজাল্ট দেখার জন্য প্রথমে wbchse.wb.gov.in-এই অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।

২) তারপর সেখান থেকে West Bengal HS Result 2024 লিঙ্কে ক্লিক করতে হবে।

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

৩)  ফাঁকা জায়গা গুলিতে পরীক্ষার্থীর রোল নম্বর ও নির্দেশিত তথ্য দিতে হবে।

৪) তথ্যগুলোর সঠিক ভাবে দেওয়া হয়েছে কিনা তা একবার যাচাই করে নিয়ে Submit বাটনে ক্লিক করতে হবে।

৫) এরপরে পড়ুয়ার রেজাল্ট স্ক্রিনে দেখা যাবে। রেজাল্টের পাশে একটি ডাউনলোডের অপশন থাকবে। আপনারা নিজেদের প্রয়োজনে সেটি ডাউনলোডও করে নিতে পারেন অথবা প্রিন্ট করতেও পারেন।

প্রসঙ্গত উল্লেখ্য এ বছর উচ্চমাধ্যমিক পরীক্ষা অনেক সতর্কতার সঙ্গে নেওয়া হয়েছিল যাতে সব রকম কারচুপি এড়ানো যায়।  এর পাশাপাশি প্রশ্নপত্র যাতে ফাঁস না হয়ে যায় তার জন্য একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছিল।

উচ্চ মাধ্যমিকের রেজাল্ট (Higher Secondary Result 2024) প্রকাশের তারিখের সঙ্গে সঙ্গে ২০২৫ সালে উচ্চমাধ্যমিক পরীক্ষা কবে হবে তাও জানিয়ে দেওয়া হয়েছে।  পরের বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ৩ মার্চ তারিখে এবং এই পরীক্ষা শেষ হবে ১৮ মার্চ তারিখে।

পরের বছর উচ্চমাধ্যমিক পরীক্ষার (Higher Secondary Exam 2024) ক্ষেত্রে একাধিক নিয়মের পরিবর্তন করা হবে। সেমিস্টার নিয়মে পরীক্ষা নেওয়া হবে। এতদিন অন্য স্কুলে গিয়ে যেখানে পরীক্ষা দিতে হতো এবার থেকে পরীক্ষা দিতে হবে দুইবার। ২০২৫-২৬ শিক্ষাবর্ষে নতুন এই পদ্ধতি প্রণয়ন করা হচ্ছে।

জাতীয় শিক্ষানীতি অনুযায়ী, পরের বছর থেকে যে নিয়ম চালু হবে তা হল একাদশ ও দ্বাদশ শ্রেণীর পাঠ্যক্রমকে চারটি সেমিস্টারে ভাগ করা হয়েছে। আর এই সেমিস্টার নিয়মে পরীক্ষার্থীদের পরীক্ষা নেওয়া হবে। যারা এ বছর মাধ্যমিক পাস করে একাদশ শ্রেণিতে ভর্তি হবে তারা নতুন পদ্ধতিতে পড়াশোনা করবে।

গুরুত্বপূর্ণ লিংক

👉 আরও Latest চাকরির খবর দেখুন
👉 WhatsApp Group-এ যুক্ত হন