Voter List: নতুন ভোটার তালিকায় বাদ যায়নি তো আপনার নাম? দেখে নিন এই ভাবে

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

Voter List: লোকসভা ভোট আসতে আর খুব বেশি দেরি নাই। ভোটের তোড়জোর (Lok Sabha Election 2024) ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। এবারে প্রকাশিত ভোটার তালিকা অনুযায়ী রাজ্যে মোট ভোটারের সংখ্যা ৭ কোটি ৫২ লক্ষ ৩৭৭ জন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা হল ৩ কোটি ৮২ লক্ষ ৩৬ হাজার ৫০৭ জন, এবং মহিলা ভোটারের সংখ্যা হল ৩ কোটি ৬৯ লক্ষ ৭০ হাজার ৭১ জন২০২৩ সালের নতুন ভোটার সংখ্যা এসে দাঁড়িয়েছে ১৩ লক্ষ ৩৩ হাজার ২৫১ জন

এখন কথা হচ্ছে সদ্য প্রকাশিত ভোটার তালিকায় (Voter List) আপনার নাম রয়েছে কিনা সেটি কিভাবে দেখবেন। কারণ ভোটার তালিকায় (Voter List) নাম না থাকলে আপনি ভোট দিতে পারবেন না। তাই এটি দেখে নেওয়া একান্তই জরুরী। আজ আমরা এই প্রতিবেদনে আপনাদের সেই বিষয় সম্পর্কে জানাবো। ভোটারের তালিকা (Voter List) কিভাবে দেখবেন চলুন জেনে নেওয়া যাক।

ভোটার তালিকা দেখার পদ্ধতি (How to Check Voter List?)

রাজ্যের যে চূড়ান্ত ভোটার তালিকা (Voter List) প্রকাশ করা হয়েছে সেটি জেলা ভিত্তিক থেকে শুরু করে বুথ স্তরেও দেখা যাবে। ভোটার তালিকা (Voter List) দেখার জন্য আপনাকে নিম্নলিখিত কাজ গুলি করতে হবে-

১) এর জন্য প্রথমে আপনাকে ceowestbengal.nic.in-এ যেতে হবে।

আরও পড়ুন👉: IPL 2024: লোকসভা ভোটের জন্য আইপিএল কি বিদেশে হবে? জানিয়ে দিলেন বোর্ড সচিব

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

২) সেখান থেকে হোমপেজে Electoral Roll (Voter List) অংশে ক্লিক করলে জেলার তালিকা (District List) দেখতে পাবেন।

৩) আপনি যে জেলার বাসিন্দা সেখান থেকে ওই জেলাটি সিলেক্ট করতে হবে।

৪) আপনার নির্দিষ্ট জেলা সিলেক্ট হওয়া মাত্র আপনার বিধানসভার নাম ও নম্বর সম্বলিত একটি তালিকা দেখা যাবে।

৫) আপনি যে বিধানসভার অন্তর্গত সেখানে ক্লিক করতে হবে, তাহলে আপনার ভোটগ্রহণ কেন্দ্রের তালিকাটি দেখতে পাবেন।

৬) এই তালিকার পাশে একটি খসড়া ভোটার তালিকা (Draft Roll) ও চূড়ান্ত ভোটার তালিকা (Final Electoral Roll) দেখা যাবে।

 ৭) এরপর সেখান থেকে ফাইনাল রোল অংশে ক্লিক করলে আবার নতুন একটি বক্স দেখা যাবে। নির্দিষ্ট কোডটি সেখানে এন্টার করে ভেরিফাই করতে হবে। এতে আপনার চূড়ান্ত ভোটের তালিকাটি (Voter List) সামনে প্রদর্শিত হবে। সেই তালিকায় আপনার নাম রয়েছে কিনা তা দ্রুত দেখে নিন। এখান থেকে আপনি চাইলে ভোটার তালিকাটি সেভ করে রাখতে পারেন।

আরও পড়ুন👉: Breaking News: রাজ্যে ১৫০০ শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি! রইলো আবেদন পদ্ধতি সহ বিস্তারিত

গুরুত্বপূর্ণ লিংক

WhatsApp Group-এ যুক্ত হন👉যুক্ত হন

আরও পড়ুন👉: বেতন বেড়ে গেল লোকসভা ভোটের আগেই! এরা পাচ্ছেন এই ‘উপহার’