আকর্ষণীয় সিভি হলে ভাল চাকরি একদম নিশ্চিত! বায়োডাটায় ভুলেও ‘এসব’ লিখবেন না

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

একটি ভালো চাকরি (Job) পাওয়ার জন্য প্রথমেই প্রয়োজনীয় হয় আপনার বায়োডাটা‘র (CV)। তাই বায়োডাটাটি সর্বদা আকর্ষণীয় হওয়া প্রয়োজন। সেজন্যই বায়োডাটা প্রস্তুতের সময় খেয়াল রাখতে হবে, যাতে কোনো ভুলের কারণে বায়োডাটার (Bio-Data) আকর্ষণ কমে না যায়।

বায়োডাটাটি (CV) আকর্ষণীয় না হওয়ার কারণে ভালো চাকরির সুযোগ হারাতে পারেন আপনি। আজকের এই প্রতিবেদনে জেনে নিন কিভাবে বায়োডাটা প্রস্তুত করলে সেটি আকর্ষণীয় হয়ে উঠবে। আপনি যে কোন কোম্পানিতে চাকরির জন্য গেলে উক্ত কোম্পানির HR প্রথমেই আপনার বায়োডাটাটি দেখবেন। সে জন্য বায়োডাটাটি হতে হবে নির্ভুল।

সচরাচর সকলেই তার বায়োডাটায় (CV) লেখেন সে কতগুলি কোম্পানিতে কোন কোন পোস্টে কর্মরত ছিলেন। কিন্তু বায়োডাটায় (CV) যেটি নিশ্চিতভাবে লিখতে হয় তা হল আপনি যে সমস্ত কোম্পানিগুলোতে কর্মরত ছিলেন সেখান থেকে কি কি অর্জন করেছেন বা শিখেছেন? আপনি যদি আপনার বায়োডাটায় এটি উল্লেখ করেন তবে অন্যদের তুলনায় আপনার বায়োডাটাটি হয়ে উঠবে অনেক বেশি আকর্ষণীয় এবং আপনার চাকরির সম্ভাবনা বৃদ্ধি করবে।

লক্ষ্য রাখতে হবে আপনি যে পদের জন্য চাকরির করতে চান আপনার বায়োডাটাটি যেন সেই প্রোফাইল ভিত্তিক হয়। সেক্ষেত্রে বায়োডাটায় আপনার হবি (Hobby), পার্সোনাল ডিটেলস (Personal Details) হতে হবে প্রয়োজন ভিত্তিক। আপনার বায়োডাটাই এমন কোন তথ্য রাখা যাবে না যেটি আপনি যে পদে চাকরি করতে চান তার সঙ্গে সরাসরি সম্বন্ধযুক্ত নয়।

আরও পড়ুন: Google Pay: প্রতিদিন ২০০০ টাকা গুগল পে থেকে আয় করুন! রইলো সহজ পদ্ধতি

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

এমন অনেকে আছেন যারা নিজেদের ভালো প্রার্থী হিসেবে প্রমাণিত করার জন্য এমন কিছু তথ্য উল্লেখ করেন যেটি সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। অনেকেই বায়োডাটাটি (CV) অনেক বেশি আকর্ষণীয় করে তুলতে তাদের বায়োডাটাতে অদ্ভুত ও তুলনামূলক কঠিন শব্দ প্রয়োগ করেন। এমনটা করা মোটেও বাঞ্ছনীয় নয়।

বায়োডাটাতে (CV) অনেক বেশি ও প্রয়োজন নেই এমন কোনো বিবরণ লেখা উচিত নয়। আপনার বায়োডাটাটি হতে হবে একদম ফ্রেশ। বর্তমানে Canva-এর মতো একাধিক অ্যাপ রয়েছে যার মাধ্যমে আপনি আপনার ইচ্ছামত বায়োডাটা বানিয়ে নিতে পারবেন।

আরও পড়ুন: Google Pay: প্রতিদিন ২০০০ টাকা গুগল পে থেকে আয় করুন! রইলো সহজ পদ্ধতি

তবে আপনার যদি কোন স্পেশাল কোর্সের সার্টিফিকেট থেকে থাকে তবে সেটি CV-তে অবশ্যই উল্লেখ করবেন। আপনার যে বিষয়ে স্পেশালাইজ সেটি অবশ্যই উল্লেখ করবেন।

গুরুত্বপূর্ণ লিংক

WhatsApp Group-এ যুক্ত হন👉যুক্ত হন

আরও পড়ুন: Petrol-Diesel Price: পেট্রোল-ডিজেলের দাম কি কমবে লোকসভা ভোটের আগে? জানালেন পেট্রোলিয়াম মন্ত্রী