New Business Ideas: প্রতিদিন হাজার হাজার টাকা আয় হবে এই পার্ট টাইম ব্যবসা করে!

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

(১/৮) New Business Ideas: ব্যবসা করতে গেলে বেশ ভালো পরিমাণ মূলধনের (Capital) প্রয়োজন। এমনটা অনেকেই ভাবেন। কিন্তু বর্তমানে মোটা অঙ্কের মূলধন ছাড়াও ব্যবসা (Business) করা সম্ভব। সেটি আবার বাড়িতে করতে পারবেন। হবে ভালো উপার্জন।

(২/৮) আপনি যদি চান তবে এই ব্যবসার সাথে সাথে চাকরিও করতে পারেন। কোন ব্যবসায় এত সুবিধা রয়েছে? জানুন বিস্তারিত।

(৩/৮) এই সময়ে সর্বাধিক জনপ্রিয় ভিডিও মাধ্যম হল ইউটিউব (YouTube)। প্রত্যহ কোটি কোটি ইউজার ইউটিউবে ভিডিও দেখেন। ইউটিউবে (YouTube) কনটেন্ট ক্রিয়েট করে লক্ষ লক্ষ টাকা অবধি উপার্জন করেন ইউটিউবাররা (Content Creator)।

(৪/৮) তবে বর্তমানে এমন অনেক ইউটিউবার আছে যারা বেশ সেলিব্রেটি হয়ে উঠেছেন। তাদের ফলোয়ারের সংখ্যা লক্ষাধিক। তাই আপনি যদি ভিডিও প্ল্যাটফর্মে ব্যবসা করতে চান তবে ইউটিউব আপনার জন্য একটি সঠিক মাধ্যম। এই ব্যবসার মাধ্যমে আপনি উপার্জন করতে পারবেন মোটা অঙ্কের অর্থ।

আরও পড়ুন: ১ লক্ষ সিভিক ভলেন্টিয়ার নিয়োগ রাজ্য জুড়ে! বিস্তারিত জেনে নিন আবেদনের আগে (WB Civic Volunteer Recruitment 2024)

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

(৫/৮) তবে এর জন্য আপনি প্রথমে একটি ইউটিউব চ্যানেল (YouTube Channel) খুলুন। এটি খোলা খুবই সহজ। আপনি যদি আপনার ই-মেল আইডি (Email I’d) দিয়ে ইউটিউবে সাইন আপ করেন তবে তৈরি হয়ে যাবে ইউটিউব অ্যাকাউন্ট (YouTube Account)। তারপর যদি সেখানে নির্ধারিত তথ্য দিয়ে কনফার্ম বাটনে ক্লিক করেন তবে তৈরি হয়ে যাবে আপনার ইউটিউব চ্যানেল (YouTube Channel)।

(৬/৮) এরপর আপনার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করতে হবে। সেটাই হল আপনার কনটেন্ট। চ্যানেলে থাকা প্লাস অপশনটিতে ক্লিক করলে আপনার সামনে একটি পেজ খুলে যাবে। তারপর সেখানে আপনার তৈরি ভিডিওটি একটি নাম সহযোগে আপলোড করুন।

আরও পড়ুন: Job Success: এই ১০ টি নিয়ম মেনে চলুন, কর্মক্ষেত্রে সাফল্য আসবেই

(৭/৮) আপনাকে আপনার ইউটিউব চ্যানেলে ভিডিওর সাথেসাথেই রাখতে হবে ভিজ্যুয়াল পোস্টও। তবে স্মরণে রাখবে নিয়মিত ভিডিও আপলোড করার কথা। আপনি চাইলে এক বা দুদিন পর পর ভিডিও আপলোড করতে পারেন। তাহলে সাবস্ক্রাইবারের সংখ্যা বৃদ্ধি পাবে। তবে কেবলমাত্র ভিডিও আপলোড করে উপার্জন করতে পারবেন না। আপনার পোস্ট করা ভিডিওটিতে লাইক এবং ভিভ থাকতে হবে। তার জন্য আপনার চ্যানেলটিকে সকলের কাছে জানান অর্থাৎ প্রচার করুন।

আরও পড়ুন: লঞ্চের পরেই কমে গেল ৮,০০০ টাকারও কম দামে এই ফোন! 6,000mAh Battery কী রয়েছে এই ফোনে?

(৮/৮) আপনার তৈরি ভিডিওটিতে যত বেশি পরিমাণ ভিউ হবে ততই বেশি পরিমাণে উপার্জন করতে পারবেন। তাই আপনাকে সকলের চাহিদা অনুযায়ী ভালো কনটেন্ট তৈরি করে আপলোড করতে হবে। আপনার চ্যানেলে ১০০০ সাবস্ক্রাইবার হওয়ার পর গুগল অ্যাডসেন্সের জন্য আবেদন করতে পারবেন। আবেদন গৃহীত হলে আপনি আপনার ভিডিওতে বিজ্ঞাপন যুক্ত করে উপার্জন করতে পারবেন। আপনার উপার্জনও বৃদ্ধি পাবে।

গুরুত্বপূর্ণ লিংক

WhatsApp গ্রুপে যুক্ত হন👉যুক্ত হন