Google Pay: গুগল পে থেকে ঘরে বসেই ১৫,০০০ টাকা পাবেন! পদ্ধতি জেনে নিন
Google Pay Loan: আমাদের জীবনে চলার পথে বিভিন্ন কারণে একাধিক সময় লোনের (Loan) প্রয়োজন পড়ে। তবে লোন পাওয়া তো মুখে কথা নয়। লোন নেওয়ার জন্য নানা রকমের ঝামেলা পোহাতে হয় আমাদের। এবার থেকে বিনা ঝামেলায় পেতে পারবেন লোন। Google Pay-এর তরফ থেকে খুব সহজেই প্রদান করা হচ্ছে লোন। গ্রাহকদের প্রয়োজনের কথা ভেবেই গুগল পের তরফ থেকে এই সুবিধাটি প্রদান করা হচ্ছে।
ছোট ব্যবসার জন্য বা দৈনন্দিন প্রয়োজনে আপনার যদি সল্প পরিমাণে লোনের দরকার হয়, তবে খুব সহজেই ১৫,০০০ টাকা ঋণ (Loan) পেয়ে যাবেন। ব্যাংকের যাওয়া এবং কোনো নথির ঝামেলা ছাড়াই খুব সহজে পেয়ে যাবেন লোন। বাড়িতে বসেই পেয়ে যাবেন লোন। sachet loan-এর খুব সহজ উপায়ে পাবেন ঋণ।
তবে ঋণের জন্য আপনাকে বারবার যেতে হবে না ব্যাংকে। প্রয়োজন অনেক নথিপত্রেরও। খুব সহজেই বাড়িতে বসে পাবেন লোন। প্রতি মাসে EMI-এর মাধ্যমে পরিশোধ করতে পারবেন ঋণের অর্থ। সাধারণ মানুষের কথা স্মরণে রেখেই এই ঋণের পরিষেবা চালু করেছে Google।
স্যাশে লোন কী? (About Google Pay Sachet Loan Loan)
ছোট এবং অনুমোদনপ্রাপ্ত ঋণ ব্যবস্থা হল স্যাশে লোন। এই ঋণের সময়কাল হল ৭ দিন থেকে ১২ মাস অবধি। এক্স মিডিয়া হ্যান্ডেলে গুগল উক্ত ঋণ সম্পর্কিত বিস্তারিত তথ্য একটি পোস্টে জানিয়েছে। Google-এর প্রদত্ত তথ্য অনুসারে, “আমরা প্রায়শই দেখেছি যে, প্রায়শই ছোট অঙ্কের এবং সহজ পরিশোধের বিক্ল্প খোঁজেন।”
আরও পড়ুন👉: HDFC ব্যাঙ্ক থেকে ৫০ লক্ষ টাকার হোম লোন নিলে কত EMI দিতে হবে? হিসেব দেখে নিন
সাধারণ মানুষের প্রয়োজনের কথা স্মরণ রেখেই Google Pay @DMIFinance-এর সঙ্গে যুক্ত হয়ে Sachet Loan ব্যবস্থা চালু করেছে। এর মাধ্যমে সাধারণ মানুষকে ১৫ হাজার টাকা অবধি ঋণ প্রদান করা হবে। খুব সহজেই সাধারণ মানুষ পেয়ে যাবেন এই ঋণ। মাত্র ১১১ টাকা EMI দিয়ে এই ঋণ পরিশোধ করতে পারবেন গ্রাহকরা।
জীবনে চলার পথে যাদের সল্প পরিমাণ টাকার প্রয়োজন হয় বা যারা ক্ষুদ্র ব্যবসা করে জীবিকা নির্বাহ করতে চান তারা চাইলে এই ঋণ (Loan) নিতে পারেন। এই ঋণের পরিষেবা আপনি ICICI, Kotak Mahindra, Federal, এবং HDFC ব্যাঙ্কের মাধ্যমে পেয়ে যাবেন। চুক্তির ভিত্তিতে এই ঋণের পরিষেবা প্রদান করা হয় গ্রাহকদের।
কীভাবে পাবেন এই লোন? (How to Get Loan from Google Pay?)
এই পরিষেবা পেতে নিম্মে উল্লেখিত ধাপগুলি অনুসরণ করুন।
১. প্রথমে আপনার কাছে থাকা ডিভাইসে Google pay for business এই অ্যাপটি ডাউনলোড এবং ইন্সটল করুন।
২. তারপর উক্ত অ্যাপটি ওপেন করে লোন (Loan) অপশনে যান।
৩. তারপর সেখানে থাকা অফার অপশনে ক্লিক করুন এবং আপনি কত টাকা ঋণ নিতে চান সেটি লিখুন।
৪. এর ফলে ইউজারদের ল্যান্ডিং পার্টনারের সাইটে আপনাকে আবার নির্দেশিত করা হবে।
৫. সেখানে KYC সহ কয়েকটি সহজ ধাপ সঠিক ভাবে অতিক্রম করলেই আপনি আপনার প্রয়োজনমতো ঋণ (Loan) পেয়ে যাবেন।
আরও পড়ুন👉: Voter List: নতুন ভোটার তালিকায় বাদ যায়নি তো আপনার নাম? দেখে নিন এই ভাবে
গুরুত্বপূর্ণ লিংক
আরও পড়ুন👉: Breaking News: রাজ্যে ১৫০০ শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি! রইলো আবেদন পদ্ধতি সহ বিস্তারিত