Money Making Tips: ১ লাখ টাকা প্রতি মাসে আয় করতে চান? এই বিনিয়োগ পদ্ধতি জেনে নিন

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

(১/৬) প্রায় সকল মানুষই অবসর জীবনটা অনেকেই নিশ্চিন্তে কাটাতে চান। কমবেশি সকলেই চান, হাতে যাতে যথেষ্ট টাকা থাকে, সংসার খরচ এবং অন্যান্য সকল প্রয়োজন মিলিয়ে মাসে প্রায় ১ লক্ষ টাকা সঞ্চয় করতে পারলে বাকি জীবনটা নিশ্চিন্ত। বৃদ্ধ বয়সে আয়েশ করে কাটাতে পারবেন অবসর জীবন। ভেবেছেন এটি কিভাবে সম্ভব? আজকের প্রতিবেদনে সেটিই জানাবো বিস্তারিত।

(৩/৬) ধরুন আপনার বয়স ৪৫ বছর। বর্তমানে আপনি ১.২ কোটি টাকা ফিক্সড ডিপোজিট (Fixed Deposit) করেছেন। তবে আপনি ৪৫ লক্ষ টাকা ইক্যুইটি ফান্ডে বিনিয়োগ করেছেন। ৪২ লক্ষ টাকা অ্যাসিওর্ড ভ্যালুতে অন্যত্র কোনো ইক্যুইটি মাধ্যমে বিনিয়োগ করলেন এবং বাকি অর্থ দিয়ে আপনি ১০ লক্ষ টাকা করে ২ টি LIC পলিসি করেছেন। আপনি নিজের বাড়িতে থাকেন সেহেতু বাড়ি ভাড়ার কোনো ব্যাপার নেই। আপনি ৫ বছর পর চাকরি থেকে অবসর নিতে চান। তাহলে বর্তমানে আপনি মাসে ১ লক্ষ টাকা কিভাবে পাবেন দেখুন?

(৩/৬) ফিনফিক্স রিসার্চ অ্যান্ড অ্যানালিটিক্সের প্রবলীন বাজপেয়ী বলেন, আপনি ভালো সঞ্চয় থাকলেও অবসর গ্রহণের পর সঞ্চয়কে ভালভাবে ব্যবহারের উদ্দেশ্যে চ্যানেলাইজ করা প্রয়োজন। যদি আপনি পোর্টফোলিওতে ১.২ কোটি টাকার ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে ৫০ লাখ টাকা ইক্যুইটি এবং ৬২ লাখ টাকা ইনস্যুরেন্স লিঙ্কড প্রোডাক্ট করে রাখেন।

(৪/৬) তবে বর্তমানে ৬% মুদ্রাস্ফীতির হার অনুযায়ী, ৭% হারে অবসর পরবর্তীকালীন রিটার্ন অনুমান করা হয় তবে ৩.৬ কোটি টাকা পাবেন অবসরকালে। এবার আপনি যদি মিউচুয়াল ফান্ড (Mutual Fund) থেকে মাসিক সিস্টেমেটিক উইথড্রয়াল প্ল্যানের (SIP) দ্বারা টাকা নিতে পারেন তবে ৯% বৃদ্ধিতে আপনার টাকার পরিমাণ হয় ৩ কোটি।

আরও পড়ুন: ATM-এ গিয়ে এই ভুল করছেন না তো? ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিমেষেই ফাঁকা হয়ে যাবে!

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

(৫/৬) আপনি যদি অবসর নিতে চান তবে দীর্ঘমেয়াদী ভিত্তিতে ইক্যুইটি বিনিয়োগ এবং হঠাৎ প্রয়োজনের জন্য ফান্ড প্রস্তুত রাখা প্রয়োজন। সে ভাবে দেখলে ৪ কোটি টাকা যথেষ্ঠ বলা চলে। তবে তার জন্য আপনাকে FD-তে বিনিয়োগ করা অর্থের পরিমাণ কমিয়ে সেখান থেকে ৫০ লক্ষ টাকা হাইব্রিড ফান্ডে বিনিয়োগ করতে হবে।

আরও পড়ুন: অবশেষে ৫,০০০-এর বেশি শূন্যপদে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি, রইলো বিস্তারিত

(৬/৬) তার আপনাকে এর সাথে ১০ লক্ষ টাকা অ্যাক্টিভ ইক্যুইটি ফান্ডে বিনিয়োগ করেন এবং ১০ লাখ টাকা প্যাসিভ ইক্যুইটি ফান্ডে বিনিয়োগ করতে হবে। আপনাকে অবসর গ্রহণের আগে অবধি SIP দিয়ে যেতে হবে। তবে বিনিয়োগ করার পূর্বে অবশ্যই পেশাদার আর্থিক বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ করুন।

গুরুত্বপূর্ণ লিঙ্ক (Important Link)

WhatsApp Group-এ যুক্ত হন👉যুক্ত হন