আর যেতে হবে না ব্যাঙ্ক বা ATM-এ! এবার বাড়িতেই টাকা পৌঁছে যাবে এই ভাবে

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

প্রযুক্তির এখন দিন দিন উন্নতি হচ্ছে। আর সেই সুবাদে পরিশ্রম ও সময় কমছে মানুষের। এখন আর টাকা তোলার জন্য আপনাকে বারবার ব্যাংক (Bank) বা এটিএমে ATM-এও যেতে হবে না। প্রযুক্তির গুনে এইবার এমন একটি পরিষেবা চালু হয়েছে যার সাহায্যে আপনার বাড়িতে নগদ টাকা চলে আসবে। হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন। আধার এটিএম (Aadhaar ATM)-এর সাহায্যে এখন এটিও সম্ভব।

কোনরকম ব্যাংক বা এটিএমে না গিয়ে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কের মাধ্যমে আপনি এই সুবিধাটি পেয়ে যাবেন। পোস্টম্যান আপনার বাড়িতে এসে নগদ টাকা পৌঁছে দেবে। আধার এটিএম-এর সাহায্যে ঘরে বসে টাকা তোলা যায়। তবে অনেকেই হয়তো এই ব্যাপারে কিছুই জানেন না। আজকে আমরা এই প্রতিবেদনের সে ব্যাপারে বিস্তারিত জানাবো চলুন জেনে নেওয়া যাক।

আধার এটিএম (Aadhaar ATM) কী?

আধার এটিএম (ATM) পরিষেবা হলো আধার সক্ষম পেমেন্ট পরিষেবা (AePS)।  ঘরে বসেই টাকা তুলতে পারবেন। AePS ব্যবহার করার জন্য প্রথমে আপনাকে ব্যাংক অ্যাকাউন্ট এর সঙ্গে আধার নম্বর লিঙ্ক করতে হবে। এরপর আধার ATM পরিষেবার গুনে আপনি বায়োমেট্রিক্স ব্যবহার করে এই পরিষেবা পাবেন।

আধার এটিএম থেকে কীভাবে এই পরিষেবা প্রদান করা হয়?

যাদের আধার কার্ডের সঙ্গে ব্যাংক একাউন্টের লিঙ্ক করা হয়েছে, সেসব গ্রাহকদের বায়োমেট্রিক তথ্য দ্বারা তাদের বাড়িতে নগদ টাকা তোলা, ব্যালেন্স অনুসন্ধান, মিনি স্টেটমেন্ট ইত্যাদি ছোট বড় সুবিধাগুলি প্রদান করা হয়। এই সুবিধাগুলি ছাড়া আরও একাধিক সুবিধা গ্রাহকদের দেওয়া হয় তা হল এর মাধ্যমে গ্রাহকরা আধার থেকে আধারের তহবিল স্থানান্তর করতে পারবে। 

আরও পড়ুন👉: Madhyamik Result 2024 Date: মাধ্যমিকের রেজাল্ট 2024 কবে বরোবে? এলো গুরুত্বপূর্ণ তথ্য

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

কীভাবে টাকা তুলবেন?

আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট খোলা রয়েছে সেই ব্যাংকের সঙ্গে আপনার আধার কার্ডটি লিংক করতে হবে। মূলত এই একটি কাজ করা থাকলেই আপনি এই সুবিধার মাধ্যমে নগদ টাকা তুলতে পারবেন। এই পরিষেবার মাধ্যমে যেকোন গ্রাহক ১০,০০০ টাকা পর্যন্ত নগদ অর্থ  লেনদেন করতে পারবে।

ব্যবহার করবেন কীভাবে?

ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক (India Post Payments Bank) মাধ্যমে টাকা তুলতে হলে আপনাকে কোনরকম ফি প্রদান করতে হবে না। তবে এই পরিষেবা গ্রহণ করলে ব্যাঙ্ক আপনাকে ডোর স্টেপ পরিষেবার চার্জ করবে।

আরও পড়ুন👉: Central Railway Recruitment 2024: ৯,০০০-এর বেশি শূন্যপদে রেলে নিয়োগ চলছে,শীঘ্রই আবেদন করুন

কীভাবে পাবেন এই পরিষেবা?

১) এই পরিষেবা পাওয়ার জন্য প্রথমে আপনাকে IPPB-এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।

২) সেখানে গিয়ে ডোর স্টেপ বিকল্পটি নির্বাচন করার পর আপনার নাম, মোবাইল নম্বর সহ প্রয়োজনীয় বিবরণ লিখে সেটি পূরণ করতে হবে।

৩) এরপরে আপনার ব্যাংক অ্যাকাউন্টটি নির্বাচন করার পর I Agree-তে ক্লিক করুন করতে হবে।

৪) কাছে সঠিক ভাবে সম্পন্ন হলে তার কিছুক্ষণ পরেই পোস্টম্যান আপনার বাড়িতে এসে আপনার নির্ধারিত টাকা দিয়ে যাবে।

প্রসঙ্গত উল্লেখ্য, সম্প্রতি ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক (India Post Payments Bank) সোশ্যাল মিডিয়ার এক্স হ্যান্ডেলে (X) একটি বিষয় পোস্ট করে জানিয়েছে যে যদি কারো জরুরী অর্থের প্রয়োজন হয় এবং এমন হয় যে সেক্ষেত্রে ব্যাংকে যাওয়ার সময় নেই তাহলে তারা এই উপায়টি অবলম্বন করতে পারে। IPPB Aadhar ATM (AEPS)-এর মাধ্যমে এখন সকল মানুষ নিজের বাড়িতে বসে টাকা তুলতে পারবে। পোস্টম্যান সকলের বাড়িতে গিয়ে নগদ অর্থ দিয়ে আসবে।

আরও পড়ুন👉: Make Money Online: এই ৯ উপায়ে প্রতি মাসে প্রচুর টাকা ইনকাম করতে পারবেন, রইলো বিস্তারিত

AEPS-এর প্রয়োজনীয় শর্ত

১) AEPS-এর এই সুবিধা পাওয়ার জন্য আপনার অবশ্য একটি ব্যাংক অ্যাকাউন্ট থাকবে এবং সে ব্যাংক অ্যাকাউন্ট আধারের সঙ্গে লিংক থাকবে।

২) এর সঙ্গে সঙ্গে আপনার বায়োমেট্রিক প্রমাণিকরণ সম্পন্ন করতে হবে।

টাকা তোলার জন্য প্রথমে কী করতে হবে?

টাকা তোলার জন্য প্রথমে আপনাকে যে প্রক্রিয়া সম্পন্ন করতে হবে সেটি হল-

১)  প্রথমে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কের ওয়েবসাইটে গিয়ে সেখানে আবেদনের কাজ সম্পন্ন করতে হবে।

২) আপনার আবেদন সঠিকভাবে হয়ে গেলে পোস্টম্যান আপনার বাড়িতে গিয়ে বায়োমেট্রিক মেশিন দ্বারা আপনার আঙ্গুল স্ক্যান করে নিয়ে আসবে। স্ক্যান করার পরে পোস্টম্যান আপনার নির্ধারিত টাকা আপনাকে প্রদান করবে।

৩) তবে এই প্রক্রিয়ার জন্য আপনার আধার কার্ডের প্রয়োজন হবে না আপনার ব্যাংকের বইয়ের সঙ্গে আধার কার্ড লিঙ্ক থাকলেই হবে।

এছাড়াও আধার এটিএম-এর সাহায্য নগদ টাকা তোলা ছাড়াও আরো একাধিক সুবিধা পাওয়া যাচ্ছে।

আরও পড়ুন👉: West Bengal Weather: ১লা বৈশাখ থেকেই তাপমাত্রা বৃদ্ধি হবে! তবে এই জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস

গুরুত্বপূর্ণ লিংক

👉আরও Latest চাকরির খবর দেখুন
👉WhatsApp Group-এ যুক্ত হন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *