Aadhaar Card: আধার কার্ডে এই ভুলগুলি কখনোই করবেন না, নইলে বিপদে পড়বেন!

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

অনেক সময় আমরা আধার কার্ড (Aadhaar Card) নিয়ে অনেক বড়সড়ো ভুল করে ফেলি। আর আধার কার্ডের এই ভুলগুলির কারণে অনেক বড় সমস্যা হয়ে যেতে পারে। অনেক মানুষের আধার কার্ডের সঠিক ব্যবহার সম্পর্কে অবগত নন। আজকে আমরা এই প্রতিবেদনের সেই বিষয়েই জানাবো। চলুন আধার কার্ডের সঠিক ব্যবহার সম্পর্কে অবহিত হওয়া যাক।

আধার কার্ডের বিবরণ

UIDAI (Unique Identification Authority of India) দেশে আধার কার্ড (Aadhaar Card) দিয়ে থাকে। প্রদত্ত আধার কার্ড হল ১২ সংখ্যার একটি অনন্য সনাক্তকরণ নম্বর। এটি ভারতীয় নাগরিকত্বের পরিচয় বহন করে। অর্থাৎ পরিচয় পত্রের নথি হিসেবে এটি ব্যবহৃত হয়।

আধার কার্ড ব্যবহারকারীরা অনলাইন বা অফলাইনের মাধ্যমে তাদের আধার নম্বর ব্যবহার করে পরিচয় সংস্থাপত্র যাচাই করে নিতে পারে। বর্তমানে এই আধার কার্ড হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি নথি। বলতে গেলে প্রায় সব ধরনের অফিশিয়াল কাজের ক্ষেত্রে এটি প্রয়োজন হয়ে থাকে।

আধার কার্ডের (Aadhaar card) সঠিক ব্যবহার কীভাবে করবেন?

১) আধার কার্ড (Adhaar Card) হলো সকল ভারতীয় নাগরিকের পরিচয় পত্র। তাই এই নথিটি আপনি পরিচয় পত্রের কাজে বিভিন্ন জায়গায় ব্যবহার করতে পারেন।

আরও পড়ুন: SBI থেকে ৩০ বছর মেয়াদে ৬০ লাখ টাকা হোম লোন নেবেন? কত EMI দিতে হবে? জানুন

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

২) যেকোনো ব্যক্তি, সে আপনার খুব নিকটতম বন্ধু হলেও তাদের কাছে গুরুত্বপূর্ণ নথিগুলি শেয়ার করার সময় সতর্কতা অবলম্বন করবেন।

৩) আপনি যদি কোন স্থানে নিজের আধার নম্বর শেয়ার করতে না চান তাহলে সেখানে  UIDAI প্রদত্ত একটি ভার্চুয়াল আইডেন্টিফায়ার (VID) দিতে পারেন। এটি আধার নম্বরের পরিবর্তে ব্যবহার করা যায় আর এটি আপনি খুব সহজেই তৈরি করতে পারবেন।

৪) আপনার পূর্বের ৬ মাসের আধার  প্রমাণিকরণের তথ্য পাবেন UIDAI ওয়েবসাইট বা m-Aadhaar অ্যাপে।

৫) আধার কার্ডের (Aadhaar Card) প্রতিটি প্রমাণিকরণ তথ্য সম্পর্কে আপনাকে জানানো হয় UIDAI ইমেলের মাধ্যমে। অতএব আপনার আধার নম্বরের সঙ্গে আপনার ইমেইল আইডি যদি লিংক থাকে তাহলে আপনি এই তথ্যগুলি ইউআইডিআই কর্তৃক পেয়ে যাবেন।

৬) আপনার ফোন নম্বর আধার নম্বরের সঙ্গে সব সময় আপডেট রাখুন কারণ ওটিপি-ভিত্তিক আধার প্রমাণীকরণের বিভিন্ন তথ্য এখান থেকে পেয়ে যাবেন।

৭) বর্তমানে আধার সুরক্ষিত রাখার জন্য  UIDAI লকিংয়ের পাশাপাশি বায়োমেট্রিক লকিংয়ের ব্যবস্থা করেছে। আপনি আপনার সুবিধামত এটি ব্যবহার করে পুনরায় লক করতে পারেন।

৮) তবে আপনার আধারের অপব্যবহার নিয়ে যদি আপনার মনে কোন সন্দেহ থাকে তাহলে টোল-ফ্রি হেল্পলাইন 1947-এ UIDAI-এর সাথে যোগাযোগ করুন বা 24*7। এছাড়াও ইমেইলে যোগাযোগ করতে পারেন help@uidai.gov.in-এ ।

আধার কার্ড সুরক্ষিত রাখার জন্য কোন কোন বিষয়গুলি করবেন না

১) আপনার নিজস্ব আধার চিঠি/পিভিসি কার্ড বা এর কোনপ্রকার ফটোকপি যেখানে-সেখানে ফেলে রাখবেন না।

২) আধার কার্ডের মতো গুরুত্বপূর্ণ তথ্য সোশ্যাল মিডিয়ার কোন সাইটে যেমন টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রাম এসব জায়গায় শেয়ার করবেন না।

৩) আপনার এম-আধার পিন কোনও অপরিচিত বা অন্য কারও সঙ্গে শেয়ার করবেন না।

৪) কারো কাছে আধার সম্পর্কিত কোন প্রকার ওটিপি শেয়ার করবেন না।

গুরুত্বপূর্ণ লিঙ্ক (Important Link)

WhatsApp Group-এ যুক্ত হন👉যুক্ত হন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *