ICDS Recruitment 2024: ১,৯০০ শূন্যপদে কর্মী অঙ্গনওয়াড়িতে নিয়োগ চলছে, বিস্তারিত জানুন

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

(১/৪) ICDS Recruitment 2024: চাকরি প্রার্থীদের জন্য সুখবর। অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নিয়োগ করা হবে ১,৯০০ জন মহিলা কর্মী। উত্তর চব্বিশ পরগনা (North 24 Parganas) জেলার প্রশাসন তরফ থেকে অঙ্গনওয়ারী কেন্দ্রের শিক্ষাগত পরিকাঠামো উন্নতির জন্য বিশেষ নজর দেওয়া হচ্ছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সহায়িকা (Anganwadi Recruitment) এবং কর্মী (ICDS Recruitment 2024)পদে নিয়োগ করা হবে।

(২/৪) জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, দুটি পদ মিলিয়ে মোট ১৯০০ শূন্যপদে মহিলা কর্মী নিয়োগ করা হবে। তার মধ্যে ১,৬০০ শূন্যপদে নিয়োগ করা হবে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীর। আর ৩০০ শূন্যপদে নিয়োগ করা হবে সহায়িকা কর্মী। জেলা প্রশাসনের তরফ থেকে দ্রুত চালু হবে নিয়োগ প্রক্রিয়া।

(৩/৪) জেলা প্রশাসনের তরফ থেকে ২৯ জানুয়ারি নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হবে বলে জানা গেছে। বিজ্ঞপ্তি প্রকাশের পর ২৫ দিন অবধি আবেদন করতে পারবেন প্রার্থীরা। গ্রাম (Village) এবং শহর (City) দুটি স্তরেই করা হবে নিয়োগ। উক্ত কমিটির চেয়ারম্যান হলেন জেলাপ্রশাসক। রাজ্য সরকারের তরফ থেকে উক্ত চাকরির জন্য একটি পোর্টাল খোলা হয়েছে স্বচ্ছ ভাবে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য।

(৪/৪) অঙ্গনওয়াড়ি কর্মী (Anganwadi Worker) এবং সহায়িকা পদে আবেদন করার জন্য আপনাকে ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস (HS) হতে হবে। পূর্বে উক্ত পদে আবেদনের জন্য বয়সের সীমা ছিল ১৮ বছর থেকে ৪৫ বছর অবধি। কিন্তু বর্তমানে বয়সের সীমা পরিবর্তন করা হয়েছে। নতুন নিয়ম অনুসারে উক্ত পদের জন্য আবেদন করার ক্ষেত্রে প্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে।

আরও পড়ুন: মাধ্যমিক পাশেই ৫,৬৯৬ শূন্যপদে ভারতীয় রেলে নিয়োগ চলছে, কোন কোন পদে নিয়োগ হবে?(Indian Railway Recruitment 2024)

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

গুরুত্বপূর্ণ লিঙ্ক (Important Link)

WhatsApp Group-এ যুক্ত হন👉যুক্ত হন

আরও পড়ুন: IRCTC: কনফার্ম টিকিট না থাকলেও এক ক্লিকে মিলতে পারে সিট! কীভাবে জানুন