এই ছোট্ট কাজটি করলেই লক্ষ্মীর ভাণ্ডারে হু হু করে টাকা ঢুকবে! উপায় জানাল রাজ্য সরকার

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

(১/৫) সামনে এলো লক্ষ্মীর ভাণ্ডার (Lakshmir Bhandar) সংক্রান্ত বড় খবর। আপনি যদি হয়ে থাকেন পশ্চিমবঙ্গের (West Bengal) একজন মহিলা অধিবাসী। আপনি যদি লক্ষীর ভান্ডার প্রকল্পের আয়তভুক্ত হয়ে থাকেন বা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নতুন করে আবেদন করবেন বলে ভেবে থাকেন তবে আজকের এই প্রতিবেদনটি আপনার জন্য ।

(২/৫) এমনও একাধিক অভিযোগ শোনা যাচ্ছে, অনেকের ব্যাংক অ্যাকাউন্টে (Bank Account) লক্ষ্মীর ভাণ্ডার (Lakshmir Bhandar)-এর টাকা আসছে না। রাজ্যবাসীর কথা মাথায় রেখেই একাধিক প্রকল্প নিয়ে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তবে এগুলির মধ্যে সবথেকে জনপ্রিয় প্রকল্প হল লক্ষ্মীর ভাণ্ডার (Lakshmir Bhandar)।

(৩/৫) প্রায় ২ বছর ধরে রাজ্য সরকারের (State Government) তরফ থেকে চালু করা হয়েছে এই লক্ষ্মীর ভাণ্ডার (Lakshmir Bhandar) প্রকল্প। বাংলার মহিলা যাতে আত্মনির্ভর হতে পারে সেজন্য তাদের ব্যাংক অ্যাকাউন্টে ৫০০, ১,০০০ টাকা করে প্রদান করছেন পশ্চিমবঙ্গ সরকার (Government Of West Bengal)। তবে এবার সামনে এলো লক্ষ্মীর ভান্ডার নিয়ে বড় তথ্য।

(৪/৫) বর্তমানে একাধিক মহিলা এমন অভিযোগ তুলেছেন যে তাদের ব্যাংক অ্যাকাউন্টে (Bank Account) ঢুকছেনা লক্ষ্মীর ভান্ডারের (Lakshmir Bhandar) টাকা। যদিও আপনি পড়েন একই সম্যসায় তবে জেনে নিন কি করবেন? গত ডিসেম্বর মাসেই অনুষ্ঠিত হয়েছিল দুয়ারে শিবির। সেই শিবিরে বহু মহিলারাই নতুন লক্ষ্মীর ভান্ডারে (Lakshmir Bhandar) আওতাভুক্ত হওয়ার জন্য আবেদন করেছেন। আবেদন করেও নাকি তারা পাচ্ছেন না সমস্যার সমাধান। তাই এবার তারা দাবি জানালেন প্রশাসনের কাছে।

(৫/৫) প্রশাসনের তরফ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে যে দ্রুত যে সমস্ত মহিলারা টাকা পাচ্ছেন না তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে। আপনি যদি লক্ষীর ভান্ডারের (Lakshmir Bhandar) প্রকল্পে নতুন আয়তভুক্ত হয়ে থাকেন তবে কবে থেকে টাকা পাবেন সেটি জেনে নিন।

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

১. প্রথমে socialsecurity.wb.gov.in- ওয়েবসাইটে যান।

২. তারপর Track Applicant Status অপশনে যান।

৩. তারপর আপনার সামনে খুলে যাবে একটি নতুন পেজ। সেখানে আপনি Application Id বসান। আপনি যখন লক্ষী ভান্ডার প্রকল্পে আবেদন করেছিলেন তখন আপনার ফর্মটিতে দেওয়া মোবাইল নাম্বারের লক্ষ্মীর ভান্ডারের আইডি নাম্বারটি (Lakshmir Bhandar Application Id)পাঠানো হয়েছিল। আপনার ফর্ম যদি অনলাইন এন্ট্রি হয় তবে এটি আপনাকে পাঠানো হয়।

৪. Application Id ছাড়াও রেজিস্টার মোবাইল নাম্বার বা আধার কার্ড নম্বর (Aadhar Card) এবং স্বাস্থ্য সাথী কার্ডের নম্বর দিয়ে আপনি Laxmi Bhandar payment Status জানতে পারবেন। তবে এক্ষেত্রে আপনাকে যেকোনো একটি নম্বর বসিয়ে ক্যাপচ কোড যাচাই করতে হবে।

৫. এরপর লক্ষীর ভান্ডার (Lakshmir Bhandar) সংক্রান্ত যাবতীয় তথ্য পেয়ে যাবেন আপনি। আপনি যদি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নতুন আওতাভুক্ত হয়ে তবে বাড়ি বসেই জানতে পারবেন আপনার কবে ঢুকবে অনুদানের টাকা।

গুরুত্বপূর্ণ লিঙ্ক (Important Link)

WhatsApp Group-এ যুক্ত হন👉যুক্ত হন