Holi 2024: হোলিতে সামান্য এই কাজ করলেই হাতে টাকা আসবে, নিয়ম জেনে নিন
বসন্ত উৎসব মানে নানা রঙের সম্ভার। দোলের দিন বিভিন্ন প্রকার রং এবং একাধিক কালারের আবির দিয়ে চারিদিক যেন রঙিন হয়ে ওঠে। দোল পূর্ণিমার দিনে বাংলার ঘরে ঘরে হয় রাধা কৃষ্ণের পূজা। তাই হিন্দু ধর্মে দোলযাত্রার (Dolyatra 2024) আলাদাই মাহাত্ম্য রয়েছে। এই দিন পালিত হয় হোলি। দেশব্যাপী মানুষ মেতে ওঠে নানা রঙের সম্ভারে।
চলতি বছর অর্থাৎ ২০২৪ সালের দোলযাত্রা (Dolyatra 2024) অনুষ্ঠিত হবে ২৫ মার্চ তারিখে। সেদিন প্রকৃতি যেন নানা রঙে রঙিন হয়ে ওঠে। প্রায় সকল বয়সী মানুষ এই রঙের উৎসবে মেতে ওঠেন।
এই দোলযাত্রার পূর্বে আগের দিন পালিত হয় এক বিশেষ নিয়ম বা প্রথা। প্রচলিত এই প্রথার নাম হোলিকা দহন বা ন্যাড়া পোড়া। প্রচলিত নিয়ম অনুসারে ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় এই দোল পূর্ণিমা উৎসব। এবছর এই উৎসব পালিত হবে ২৫ মার্চ অর্থাৎ সোমবার দিন। ফাল্গুন মাসের এই পূর্ণিমা তিথি শুরু হবে ২৪ মার্চ রবিবার সকাল ৯টা ২৬ মিনিটে এবং এই তিথি শেষ হবে সোমবার দিন। তাই স্বাভাবিকভাবেই ২৪ মার্চ রবিবার পালিত হবে হোলিকা দহন বা ন্যাড়া পোড়া প্রথা।
এই প্রথার প্রচলিত রয়েছে দেশব্যাপী। তবে পশ্চিমবাংলায় এই প্রথাটি পরিচিত ন্যাড়া পোড়া নামে। মানুষের বিশ্বাস যে, এই রীতি পালনের মাধ্যমে অশুভ শক্তির বিনাশ এবং শুভ শক্তির আগমন ঘটানো সম্ভব। পুরাণ অনুসারে, রং দিয়ে এই হোলি উৎসবের সূচনা করেন ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধা দেবী। তারপর থেকে দেশব্যাপী পালিত হয় এই উৎসব। তাই হিন্দু ধর্মালম্বী মানুষদের কাছে হোলি বা দোলযাত্রা হল একটি শুভ উৎসব। তাই মানুষ বিশ্বাস করেন যে, এই পুণ্য তিথিতে ভক্তি ভরে শ্রীকৃষ্ণ ও রাধা দেবীর আরাধনা করলে তাদের সন্তুষ্টি লাভ করা যায়।
আরও পড়ুন: Lakh’ এর বদলে ‘Lac’ লিখলে আপনার চেক কি বাতিল হয়ে যাবে? জেনে নিন
দোলযাত্রার দিনে এই কয়েকটি নিয়ম পালন করলেই অনেক সমস্যার সমাধান হবে। জেনে নিন কি এই নিয়ম।
১. চাকুরীজীবী এবং ব্যবসায়ী মানুষরা হোলিকা দহন বা ন্যাড়া পোড়ার দিন বাড়িতে প্রবেশদ্বারের সামনে প্রদীপ জ্বালিয়ে রাখুন।
২. মেঝেতে সামান্য আবির দিয়ে তার ওপর দুমুখী প্রদীপে সরষের তেল দিয়ে প্রদীপ জ্বালিয়ে রাখতে পারেন।
৩. এই প্রদীপ জ্বালানোর সময় অর্থে লাভের কামনা বা প্রার্থনা করুন।
৪. এই নিয়ম মেনে চললে আপনার জীবনের অর্থাভাব দূর হবে এবং পরিবার সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে।