Income Tax Notice: এই নিয়মগুলো না জানলে আপনার বাড়িতেও Income Tax পৌঁছতে পারে
Income Tax Notice: আমাদের মধ্যে কমবেশি সকলেই সেভিংস অ্যাকাউন্ট ব্যবহার করে থাকে। তবে এই অ্যাকাউন্টের যদি সঠিক এবং নির্ধারিত ব্যবহার করে না করা হয় তাহলে পড়তে হতে পারে। সেভিংস অ্যাকাউন্ট (Savings account) এর কয়েকটি অযাচিত ব্যবহারের কারণে আপনার বাড়িতে আয়কর দফতরের আধিকারিকরা চলে যেতে পারে। শুধু তাই নয় আপনাকে গ্রেফতারও করতে পারে।
অনেক সময় এমন হয় যে সাধারণ মানুষ তাদের সেভিংস অ্যাকাউন্টের (Savings Account) থাকা টাকার তুলনায় অনেক বেশি পরিমাণ টাকা লেনদেন করে থাকে। আর এই কারণেই আয়কর দপ্তর থেকে আধিকারিকরা চলে আসে। শুধু তাই নয় ব্যাংকও এই কারণেই গ্রাহকের অ্যাকাউন্ট ব্লক করে দেয়। যা একটি অনেক বড় সমস্যা তবে এই সমস্যা থেকে বাঁচতে গেলে কী করা উচিত? জানতে হলে আজকের এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন। নিম্নে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো।
১. আপনি যদি আপনার একাউন্ট থেকে ১০ লক্ষ টাকার বেশি লেনদেন করতে চান তাহলে এর জন্য আপনাকে আপনার ITR-এ আয়কর বিভাগকে এই তথ্য প্রদান করতে হবে। নচেৎ আয়কর বিভাগ থেকে আপনার বাড়িতে নোটিশ যেতে পারে।
২. ক্রেডিট কার্ডের বিল যদি ১ লক্ষ টাকার বেশি হয় তাহলে সে ক্ষেত্রে নোটিশ পাওয়ার সম্ভাবনা রয়েছে। আর আপনি নগদে সে বিল পরিশোধ করতে চাইলে সমস্যায় পড়বেন।
৩. যদি আপনি কোন বাড়ি কিনতে যান এবং বাড়ি কেনার জন্য ৩০ লক্ষ টাকার বেশি নগদ জমা করেন তাহলে তার জন্য সে টাকার উৎস সম্পর্কে জানতে চাইবে আয়কর দপ্তর।
নিজেকে সুরক্ষিত রাখবেন কীভাবে?
আয়কর দপ্তর কর্তৃক সাধারণত অনলাইন ও অফলাইন এই দুটি মাধ্যমে নোটিশ পাঠানো হয়ে থাকে। আপনার এই নোটিশটি সঠিক কিনা তা একজন CA যাচাই করে বলতে পারবে। যদি তারা কোন প্রমাণ ছাড়া আপনাকে জরিমানা করে তাহলে সে ক্ষেত্রে আপনি আইটিআর ফাইল করতে পারেন। এর সঙ্গে আইকর বিভাগকে আপনার সম্পূর্ণ বিবরণ জানাতে পারেন।
অ্যাকাউন্টে কত টাকা রাখা যাবে?
আপনি যদি একটি সাধারণ সেভিংস অ্যাকাউন্ট (Savings Account) খুলে থাকেন তাহলে সেখানে আপনি যত খুশি টাকা লেনদেন করতে পারেন। এর নির্দিষ্ট কোন সীমা ধার্য করা হয়নি। তবে আপনি যখন ব্যাংকের শাখায় গিয়ে নগদ টাকা লেনদেন করতে যাবেন সেক্ষেত্রে প্রতিটি ব্যাংকে একটি নির্দিষ্ট সীমারেখা তৈরি করা থাকে।
চেক বা অনলাইনের মাধ্যমে আপনি সেভিংস অ্যাকাউন্টে (Savings Account) যত খুশি টাকা জমা করতে পারেন তা হতে পারে ১ হাজার বা ১ কোটি। তবে আপনি যদি ব্যাংক থেকে ১০ লক্ষ বা আর বেশি টাকা তোলেন তবে প্রতিবছর আয়কর বিভাগকে এর জন্য আপনাকে সম্পূর্ণ বিবরণ জানাতে হবে।
- Tech News দেখতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।