নগদ ৫০০০ টাকা হাতে পাবেন ছোট্ট ‘এই’ কাজটি করলেই! কী ভাবে পাবেন? জেনে নিন

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

বর্তমানে আপনি যদি একটি ভালো উপার্জন মাধ্যমের সন্ধান করেন তবে আজকের প্রতিবেদনটি আপনার জন্য। প্রত্যেকটি মানুষই কোনো না কোনো কাজে নিযুক্ত হন ভালো পারিশ্রমিকের আশায়। আপনি যদি এই মুহূর্তে কাজ খুঁজে থাকেন তাহলে এই খবরটি আপনার জন্যই।

খুব সহজেই পেয়ে যেতে পারেন ৫০০০ টাকা তার জন্য আপনাকে করতে হবে এই ছোট্ট কাজটি। কিভাবে আপনি এই টাকা পাবেন এবং তার জন্য আপনাকে কি করতে হবে তার সম্পর্কে বিস্তারিত জানতে এই প্রতিবেদনে নজর রাখুন।

 মধ্যপ্রদেশের ইন্দোরের পালাসিয়া এলাকা থেকে এসেছে এই কাজের সুযোগটি।  এখানে মূলত কাজটি হলো পোষ্য তোতা পাখির সন্ধান দিতে হবে। যিনি বা যারা এই পোষ্য তোতা পাখিটির সন্ধান দিতে পারবে তাদের জন্য পুরস্কার স্বরূপ ঘোষণা করা হয়েছে ৫০০০ টাকা

 বিভিন্ন জায়গায় জায়গায় লাগানো হচ্ছে পোস্টার যাতে খুব শীঘ্রই সন্ধান মেলে ওই তোতা পাখির। পাখিটির ছবিসহ বিস্তারিত বিবরণ লেখা রয়েছে ওই পোস্টার গুলিতে। এমনকি যে ব্যক্তি এই তোতা পাখির সন্ধান দিতে পারবে তার জন্য পুরস্কার স্বরূপ রয়েছে নগদ ৫০০০ টাকা

আরও পড়ুন: CAA Rules: দেশজুড়ে কার্যকর হল CAA! এর কারণ কী? কারা আবেদন করতে পারবেন?

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

 আমরা এতদিন শুনে এসেছি কোন ব্যক্তি হারিয়ে গেলে যে ওই ব্যক্তির সন্ধান দিতে পারবে সাধারণত তাকেই পুরস্কৃত করা হয়। এই একই পদ্ধতি অবলম্বন করে উক্ত এলাকার একটি পরিবার রাস্তার মোড়ে মোড়ে পোস্টার লাগিয়ে খুঁজে চলেছেন তাদের পোষ্য পাখিটিকে

এমনকি পোস্টারে ঘোষণা করেছেন পুরস্কার মূল্যও। ওই পরিবারের তরফ থেকে জানানো হয়েছে যদি কোন সহৃদয় ব্যক্তি ওই পাখিটির সন্ধান পান তাহলে সে যেন সত্তর ওই পরিবারের সঙ্গে যোগাযোগ করেন।

আরও পড়ুন: নগদ ৫০০০ টাকা হাতে পাবেন ছোট্ট ‘এই’ কাজটি করলেই! কী ভাবে পাবেন? জেনে নিন

দেবাশীষ দে, শেখর কলোনিয়া জানান গত ৪ ফেব্রুয়ারি নিখোঁজ হয় তাদের পরিবারের প্রিয় পোষ্য ওই তোতা পাখিটি। তারপর থেকেই নানা জায়গায় সন্ধান চালাতে থাকেন ওই পাখিটির। কিন্তু বিভিন্ন জায়গায় সন্ধান করার পরেও তারা তাদের প্রিয় পোষ্যটিকে এখনো খুঁজে পাননি। তবে সেই পরিবার এতদিন অপেক্ষা করেছিল যে হয়তো তাদের পোষ্য পাখিটি নিজে থেকেই ঘরে ফিরে আসবে। কিন্তু অনেক অপেক্ষার পরেও সে ফিরে না আসায় নিখোঁজের বিজ্ঞাপন দিতে শুরু করে ওই পরিবার।

 গোটা শহরে সারা ফেলে দিয়েছে এই পাখিটির নিখোঁজের খবর। কোন একটি তোতা পাখির বিজ্ঞাপন দেয়া হয়েছে বলে সবাই মনে করছেন। ওই পরিবার কোন জায়গা বাদ দিচ্ছেন না এমনকি সোশ্যাল মিডিয়াতেও চালাচ্ছেন ঐ তোতা পাখিটির। মাত্র চার মাসেরও কম সময় ধরে ওই তোতা পাখিটি পরিবারের সঙ্গে জড়িয়ে ছিল।

আরও পড়ুন: Primary TET: বিরাট আপডেট সামনে এলো প্রাইমারী টেট নিয়ে! বড় সিদ্ধান্ত পর্ষদের

 এই তোতা পাখিটিকে কোন দোকান থেকে কিনে আনেননি তার পরিবার। ওই পরিবার এই তোতা পাখিটিকে খুঁজে পেয়েছিল ইন্দোরের একটি টেনিস কোর্টের কাছে। এই তোতাপাখিটি ছিল পরিবারের সকল সদস্যের কাছে প্রিয় একটি প্রাণী। তাই তারা এত ব্যতিব্যস্ত হয়ে সন্ধান করে চলেছেন ওই পাখিটির। পাখিটি পরিবারের সব সদস্যের কাঁধে ঘুরে বেড়াতো এবং তার ডাকে আনন্দে মাতিয়ে রাখত পুরো পরিবারকে।

 এই তোতা পাখিটিকে ছেড়ে পরিবারের কোন সদস্যের মুখে আর হাসি নেই। আর কিটি কোথায় চলে গেল? সেই চিন্তাতেই পুরো পরিবার মগ্ন হয়ে আছে। কোন একদিন যে পাখিটিকে তারা ফিরে পাবেন এই আশা কোনভাবেই ছাড়তে পারছেন না ওই পরিবার। আপনি পাখিটিকে খুঁজে দিলেই পেয়ে যাবেন ৫০০০ টাকার পুরস্কার। ৫০০০ হাজার টাকা পুরস্কার হিসেবে পাওয়ার জন্য আপনিও খোঁজার চেষ্টা করতে পারেন পাখিটিকে।

আরও পড়ুন: রাজ্যে কো-অপারেটিভ ব্যাংকে চাকরির সুযোগ! আবেদন প্রক্রিয়া সহ বিস্তারিত জেনে নিন

গুরুত্বপূর্ণ লিংক

WhatsApp Group-এ যুক্ত হন👉যুক্ত হন