১৮ লাখ টাকা পাবেন এই ৫ টাকার নোট থাকলে! পদ্ধতি জেনে নিন

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

5 Rupees Note: আপনার কাছে যদি পুরনো আমলের কোন নোট থাকে তাহলে ভুলেও তা ফেলে দেওয়ার বা অন্য কাউকে দিয়ে দেওয়ার কথা ভাববেন না। বিশেষ করে পুরনো আমলের ৫ টাকার নোট (5 rupee notes) থাকলে তা কখনোই ফেলবেন না। এই নোট আপনাকে কোটিপতি বানিয়ে দেবে। অনেকেই হয়তো জানেন না যে পুরনো আমলের নোটগুলি বর্তমানে বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে।

আপনার কাছে যদি পুরনো নোট (Old Note) বা কয়েন (Coin) বিশেষ করে পুরনো আমলের ৫ টাকার নোট থাকে তাহলে সেই নোট আপনার ভাগ্য বদলে দিতে পারে। বিশেষ করে ব্রিটিশ আমলের যদি কোন নোট থাকে তাহলে সেই নোটগুলি আপনি বাড়িতে বসে এই নোটগুলি লক্ষ টাকা দিয়ে বিক্রি করতে পারবেন।

বর্তমানে অনলাইনে একাধিক ওয়েবসাইট আছে যেখানে পুরনো দিনের নোট চড়া দামে বিক্রি হয়। আজকের এই প্রতিবেদনে আমরা আপনাদের সেই বিষয়ে জানাবো। চলুন জেনে নেওয়া যাক কীভাবে সেই নোটগুলি বিক্রি করা যায়।

পুরনো আমলের ৫ টাকার নোট (5 rupee notes) আপনার কাছে থাকলে আপনি সেটি অনলাইন মাধ্যমে বিক্রি করে লক্ষ টাকা পাবেন। তবে সেই নোটের মধ্যে কয়েকটি বৈশিষ্ট্য থাকতে হবে। বৈশিষ্ট্য গুলি হল নিম্নরূপ-

১) নোটটি পুরো আমলের ৫ টাকার নোট হবে।

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

২) এর প্রতিষ্ঠাকাল হবে ১৯৭০ বা ১৯৮০ সাল।

৩) এই নোটটি সবুজ রঙের ৫ টাকার নোট হবে।

৪) ৫ টাকার এই নোটের উল্টো দিকে ট্রাক্টরেরকৃষকের চাষ করার ছবি  থাকবে।

আরও পড়ুন👉: SC/ST/OBC 2024: অনলাইনে এস সি, এস টি এবং ওবিসি সার্টিফিকেটের জন্য কী ভাবে আবেদন করবেন? রইলো পদ্ধতি

উপরের সমস্ত বৈশিষ্ট্য সহযোগে আপনার কাছে এমন নোট থাকলে আপনি সেটি অনলাইন মাধ্যমে বিক্রি করে টাকা উপার্জন করতে পারবেন। আর বিশেষ করে এই নোটের ক্রমিক সংখ্যা যদি ৭৮৬ হয় তবে সে নোট বিক্রি করে আপনি পাবেন ১৮ লক্ষ টাকা

কীভাবে বিক্রি করবেন?

পুরনো আমলের এই ৫ টাকার নোট বিক্রি করা হয় Quikr, Indiamart.com, CoinBazzar, OLX ইত্যাদি ওয়েবসাইটে। এখানে নোট বিক্রি করতে গেলে আপনাকে প্রথমে এই ওয়েবসাইটে একটি অ্যাকাউন্ট খুলতে হবে এরপর সেখানে নিজেকে একজন বিক্রেতা হিসেবে নিবন্ধন করতে হবে। তারপর আপনার নোটটির একটি ছবি ভালো করে তুলে সেখানে আপলোড করতে হবে যারা আপনার নোটটি পছন্দ করবে তারা বিক্রেতা হিসেবে আপনার সঙ্গে যোগাযোগ করবে।

গুরুত্বপূর্ণ লিংক

👉আরও Latest চাকরির খবর দেখুন
👉WhatsApp Group-এ যুক্ত হন