৫ হাজারেরও বেশি শূন্যপদে রেলে নিয়োগ চলছে, রইলো আবেদন প্রক্রিয়া

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। ভারতীয় রেল বিভাগের তরফ থেকে নিয়োগ করা হবে ১ লক্ষ ৫০ হাজার কর্মী। ৫ হাজার ৬৯৬ টি শূন্য পদে নিয়োগ করা হবে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট (ALP)। RRB-এর তরফ থেকে গত শুক্রবার দিন অফিসিয়াল ওয়েবসাইটে (indianrailways.gov.in) উক্ত চাকরি সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি (Indian Railway Recruitment 2024) প্রকাশ করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা দ্রুত আবেদন জানাতে পারেন।

শূন্য পদের সংখ্যা (Vacancy Detail):

রেল ভারতীয় রেল (Indian Railways) বিভাগের তরফ থেকে প্রকাশ পাওয়া বিজ্ঞপ্তি অনুসারে, ভারতীয় রেল বিভাগের মধ্যে মধ্য রেল বিভাগে ২৮,০০০-এর অধিক, পূর্ব রেল বিভাগে ৩০,০০০, ইস্ট কোস্ট রেল বিভাগে ১০,০০০, মেট্রো রেল বিভাগে সহস্রাধিক, উত্তর রেল বিভাগে ৩৮,০০০, উত্তর-মধ্য রেল বিভাগে ১৮,০০০, উত্তর-পূর্ব রেল বিভাগে ১৪,০০০, দক্ষিণ রেল বিভাগে ২২,০০০ শূন্যপদ রয়েছে।

এছাড়াও উত্তর-পূর্ব সীমান্ত রেল বিভাগে ১৫,০০০, উত্তর-পশ্চিম রেল বিভাগে ১৫,০০০, দক্ষিণ-মধ্য রেল বিভাগে ১৭,০০০, দক্ষিণ-পূর্ব রেল বিভাগে ১৭,০০০, দক্ষিণ-পশ্চিম রেল বিভাগে ৮,০০০, দক্ষিণ-পূর্ব মধ্য রেল বিভাগে ৬,০০০, পশ্চিম রেল বিভাগে ৩০,০০০, পশ্চিম মধ্য রেল বিভাগে ১১,০০০ ও অন্য বিভাগে ১২,০০০-এর অধিক শূন্য পদ রয়েছে।

আবেদনের সময়সীমা (Last Date of Application):

২০ জানুয়ারি ২০২৪ থেকে উক্ত পদের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা ১৯ ফেব্রুয়ারি ২০২৪ অবধি আবেদন করতে পারবেন।

আরও পড়ুন: Business Idea: ৮০ হাজার টাকা মাসে কামাবেন এই ব্যবসা শুরু করে! ভারতীয় রেল দিচ্ছে দারুণ সুযোগ

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, রেল ব্যবস্থার প্রসার ঘটছে। যে কারণে নিয়োগের হারও বৃদ্ধি করা হবে। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে ‘মেগা রিকুটমেন্ট’ নামক একটি অভিযান নিয়ে আসা হবে। তবে সেই নিয়েগের ক্ষেত্রে চূড়ান্ত নিয়োগপত্র রেল দপ্তরের তরফ থেকেই প্রদান করা হবে।

তিনি আরও বলেন, ‘অ্যাসিস্টেন্ট লোকো পাইলটের (Assistant Loco Pilot) নিয়োগ এই অভিযানের প্রথম ধাপ মাত্র। এরপর টেকনিক্যাল, নন-টেকনিক্যাল সহ গ্রুপ-ডি পরীক্ষার নিয়োগ আসতে চলেছে। শুধু অপেক্ষা মাত্র।’

আবেদন প্রক্রিয়া (Application Process):

রেল বিভাগের (Indian Railways) তরফ থেকে সহকারী লোকো পাইলট (Assistant Loco Pilot) পদে আবেদনের জন্য প্রার্থীদের অতিক্রম করতে হবে বেশ কয়েকটি ধাপ। RRB-এর অফিসিয়াল ওয়েবসাইট (indianrailways.gov.in)-এ দেওয়া লিংকে গিয়ে প্রার্থীরা আবেদন করতে পারবেন। গত ২০ জানুয়ারি থেকে শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া। আবেদন প্রক্রিয়ার বিস্তারিত বিবরণ নিন্মে দেওয়া হল।

১. আগ্রহী প্রার্থী প্রথমে RRB-এর অফিসিয়াল ওয়েবসাইট indianrailways.gov.in-এ যান।

২. উক্ত ওয়েবসাইটের হোম পেজে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি দেওয়া আছে সেখানে ট্যাব করুন।

৩. বিজ্ঞপ্তিতে ক্লিক করার পর আপনার সামনে একটি নতুন পেজ খুলে যাবে। সেখানে রেজিস্ট্রেশন অপশনে যান।

৪. তারপর আপনার সামনে আসবে একটি ফর্ম। সেটি খুব সতর্ক ভাবে পূরণ করুন। এর সাথেই রেজিস্ট্রেশন ফর্মটির দ্বারা নিজের একটি ID এবং Password তৈরি করুন।

৫. উক্ত ID এবং Password ব্যবহার করে রেল নিয়োগ বিজ্ঞপ্তিতে গিয়ে সেখান থেকে সহকারী লোকো পাইলট (Assistant Loco Pilot) পদের জন্য আবেদন করুন।

৬. ফর্মটি পূরণ করে সাবমিট করার পর আপনার সামনে একটি প্রাপ্তি স্বীকার সংক্রান্ত নথি আসবে। শেষে সেটি ডাউনলোড (Download) করে প্রিন্ট আউট (Print Out) করিয়ে নিন।

গুরুত্বপূর্ণ লিঙ্ক (Important Link)

WhatsApp Group-এ যুক্ত হন👉যুক্ত হন