Business Idea: আপনার ভাগ্য খুলবে এই ব্যবসায়! আপনিও বিপুল টাকার মালিক হয়ে উঠতে পারেন
(১/৬) খুব সহজেই ইনডোর প্ল্যান্ট (Indoor plant) বিক্রি করে হতে পারেন ধনী। স্বল্প দিনে উক্ত গাছের ব্যবসা করে বেশ লাভবান হচ্ছেন ব্যবসায়ীরা। আপনাও যদি একটি ছোটখাটো বাগানের শখ থেকে থাকে। তবে আপনিও ইনডোর প্ল্যান্টের (Indoor plant) ব্যবসা করে উপার্জন করতে পারেন লক্ষাধিক টাকা।
(২/৬) এই সময়ে রাজ্যব্যাপী ইনডোর প্ল্যান্ট (Indoor Plant) বেশ জনপ্রিয় এবং চাহিদাও রয়েছে প্রচুর। রাজ্যজুড়ে বিভিন্ন নার্সারিতে ভিন্ন ভিন্ন প্রকারের ইনডোর প্ল্যান রয়েছে। বর্তমানে ইনডোর প্ল্যান্টের দাম ১০০ টাকা থেকে শুরু করে আপনি ৭০০ টাকা ও ৮০০ টাকাতেও বিক্রি করতে পারবেন। ইনডোর প্ল্যান্টের চাহিদা ক্রমবর্ধমান হারে বেড়ে চলেছে।
(৩/৬) বর্তমানে একাধিক মানুষ বাড়ি এবং অফিসের সৌন্দর্য বাড়াতে ইনডোর প্ল্যান্টের (Indoor plant) ব্যবহার করেন। যারা গাছকে ভালোবাসে তারা একাধিক গাছ নিয়ে বাগানের তৈরি করে বাড়ি বা অফিসের শোভা বৃদ্ধি করে। বর্তমানে এই শোভা বৃদ্ধিকারী প্রাকৃতিক সম্পদ অর্থাৎ গাছ ব্যবসার পথ উন্মুক্ত করে দিয়েছে। অধিকাংশ মানুষকে আকৃষ্ট করে গাছের এই প্রাকৃতিক সৌন্দর্য।
(৪/৬) তবে অনেক গাছ পরিচর্যা বা বাগান পরিচর্যা খরচ সাপেক্ষ ব্যাপার। তাই সেই খরচের পরিমাণ জোগাতে সল্প পরিমাণে করে গাছ বিক্রি করুন। ধীরে ধীরে এটি জনপ্রিয় হয়ে উঠবে। একাধিক মানুষ নার্সারি থেকে গাছ নিয়ে এসে পরিচর্যা করে। আপনি যদি চান তবে অনলাইন ইনডোর প্ল্যান্টের (Indoor Plant) ব্যবসা করে উপার্জন করতে পারেন।
আরও পড়ুন: কলকাতা হাইকোর্টে কর্মী নিয়োগ চলছে, আবেদন পদ্ধতি জেনে নিন (Calcutta High Court Recruitment 2024)
(৫/৬) উক্ত বিষয় সম্পর্কে ব্যবসায়ী উমা প্রসাদ বোস বলেন, অসংখ্য ইনডোর প্লান্ট (Indoor Plant) রয়েছে তবে তাদের মধ্যে এগলানোমা প্ল্যান্ট আপনার জনপ্রিয়তা সর্বাধিক বৃদ্ধি করতে সক্ষম। তিনি আরো বলেন যে, ছয় বছর আগে বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করতে থাইল্যান্ড থেকে চার ধরনের ইনডোর প্ল্যান্ট এনে তার থেকে চারা তৈরি করেছিলেন তিনি।
আরও পড়ুন: জীবনে সফল হতে গেলে এই ৫ অভ্যাস অবশ্যই মেনে চলতে হবে
(৬/৬) এই গাছগুলি সৌন্দর্য মানুষকে মুগ্ধ করে। শুধুমাত্র সাধারণ মানুষ নয় নার্সারীর প্রাতিষ্ঠানিক অধিকর্তারাও এই গাছের সৌন্দর্যে মুগ্ধ হয়। এর ফলে এই গাছের চাহিদা বহুগুণ বৃদ্ধি পায়।
আরও পড়ুন: Holi 2024: হোলিতে সামান্য এই কাজ করলেই হাতে টাকা আসবে, নিয়ম জেনে নিন