Investment: মাত্র ১০০০ টাকা বিনিয়োগ, ১১৫ মাসেই হবে দ্বিগুণ! এই স্কিম সম্পর্কে জেনে নিন
(১/৫) অর্থ সঞ্চয় করা সোজা নয়, অনেক ক্যালকুলেশন মাধ্যমেই ভালো পরিমাণ অর্থ সঞ্চয় করা সম্ভব। কোন ক্ষেত্রে বিনিয়োগ করলে বেশি লাভজনক হবে? সেই হিসাব করেই বিনিয়োগ করা উচিৎ। অধিকাংশ মানুষ ভালো রিটার্নের আশায় বিনিয়োগ করেন। এবার কেন্দ্রীয় সরকারের (Government of India) তরফ থেকে চালু হতে চলেছে এমন একটি প্রকল্প যার মাধ্যমে আপনি পাবেন নিশ্চিত রিটার্ন। তাও আবার দ্বিগুণ হারে।
(২/৫) কিষান বিকাশ পত্র প্রকল্পে আপনি ১০ বছরের জন্য বিনিয়োগ করতে পারবেন। আপনি মাত্র ১০০০ টাকা থেকে এই প্রকল্পে বিনিয়োগ করতে পারবেন। তবে আপনি আপনার সক্ষমতা অনুসারে নিজের খুশি মত সর্বোচ্চ বিনিয়োগ করতে পারবেন। উক্ত প্রকল্পে পাবেন নিশ্চিন্ত অর্থ ফেরতের সুবিধা।
(৩/৫) আপনি যদি এই কিষান বিকাশ পত্র প্রকল্পের বিনিয়োগ করতে চান তবে আপনাকে ন্যূনতম ১৮ বছর বয়সী হতে হবে। এই প্রকল্পের আওতায় আপনি সিঙ্গেল অথবা যৌথ অ্যাকাউন্টও খুলতে পারেন। আপনি যদি চান তবে আপনার নাবালক শিশুর সাথে যৌথভাবে অ্যাকাউন্ট খুলতে পারেন। আপনি যদি এই স্কিমে বিনিয়োগ করতে চান তবে আপনাকে ১০০০ টাকা, ৫০০০ টাকা, ১০,০০০ টাকা এবং ৫০,০০০ টাকার শংসাপত্র কিনতে হবে।
(৪/৫) আপনি যদি একজন ভারতীয় নাগরিক হয়ে থাকেন তবে যে কোন পোস্ট অফিস বা বড় ব্যাংক থেকে এই কিষান বিকাশ পত্র কিনতে পারবেন। সংশাপত্রটি কেনার সময় আপনি আপনার পছন্দমত কাউকে নমিনি করতে পারেন। আপনি যদি কিষান বিকাশ পত্র প্রকল্পটি আওতায় বিনিয়োগ করার সময় নমিনি না নির্বাচন করেন তবে মেয়াদ শেষে আপনি একজন নমিনি বেছে নিতে পারবেন।
আরও পড়ুন: Business Idea: আপনার ভাগ্য খুলবে এই ব্যবসায়! আপনিও বিপুল টাকার মালিক হয়ে উঠতে পারেন
(৫/৫) কেন্দ্রীয় সরকারের (Central Government of India) তরফ থেকে চালু হওয়া এই প্রকল্পটি মূলত এককালীন বিনিয়োগের প্রকল্প। উক্ত প্রকল্পের আওতায় কোন ব্যক্তি অর্থ বিনিয়োগ করলে সেটি নির্দিষ্ট সময় অন্তর দ্বিগুণ হয়ে যায়। ১৯৮৮ সালে এই প্রকল্পটি চালু হয়।