IPL শুরু হবে এই দিন থেকে! বড় সিদ্ধান্ত নিতে চলেছে BCCI
(১/৫) উইমেন্স প্রিমিয়ার লিগ (WPL)-এর খেলা সমাপ্ত হবার ৫ দিন পর ২২ মার্চ থেকে শুরু হতে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়াম লীগের (Indian Premier League) ১৩তম খেলা। ওয়েস্ট ইন্ডিজ (West Indies) ও ক্যারিবিয়ানে টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup) খেলা শুরু হওয়ার ৫ দিন পূর্বে অর্থাৎ ২৬ মে অবধি এবছরের IPL খেলা চলতে পারে বলে অনুমান করা হচ্ছে। যদিও এবারের বিশ্বকাপ শুরুর ৯ দিন পর ভারতীয় দল ৫জুন তারিখ খেলবে বিশ্বকাপের প্রথম ম্যাচ।
(২/৫) ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বা BCCI (Board of Control for Cricket in India) তার স্টেক হোল্ডারদের সাথে একটি বৈঠকের মাধ্যমে WPL-এর দ্বিতীয় দফায় খেলার তারিখ ২২ থেকে ১৭ মার্চ অবধি নির্ধারণ করা হয়েছে। পূর্বেই জানানো হয়েছিল উক্ত খেলাটি অনুষ্ঠিত হবে বেঙ্গালুরু ও দিল্লিতে। অনুমান করা হচ্ছে যে, কয়েকদিনের মধ্যেই উক্ত তারিখ ঘোষিত হবে সর্বসম্মুখে।
(৩/৫) যদিও পূর্বে একটি সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছিল IPL খেলার সময়সূচি সাধারণ নির্বাচনের সময়সূচির সঙ্গে অঙ্গাঙ্গী ভাবে জড়িত। BCCI বিবেচনা পূর্বক ২২ মার্চ থেকে ২৬ মে-র মধ্যে উইন্ডোতে টুর্নামেন্ট (Window Tournament) করার কথা ভেবেছ। নির্বাচনের দিন নির্ধারণের পরই ঘোষিত উক্ত হতে পারে সময়সূচী। ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) আত্মবিশ্বাসের সাথে পুরো লিগ পরিচালনা করে চলেছে।
(৪/৫) বিভিন্ন ক্রিকেট বোর্ডের তরফ থেকে BCCI-কে আশ্বস্ত করা হয়েছে যে, ভারতীয় ক্রিকেটারা ফাইনাল অবধি টিকে থাকবেন। ১ জুন থেকে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ (T-20 World Cup) । তাই আশঙ্খা করা হচ্ছে যে, কিছু ক্রিকেটার ক্লাব থেকে আগাম বিদায় নিতে পারে। তবে ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) মূল উদ্দেশ্য হলো নির্বাচনের কথা স্মরণ রেখেই ক্রিয়ার সময়সূচি নির্ধারণ করা।
আরও পড়ুন: আপনার ফোন চুরি হয়ে গেলে খোঁজ পাবেন ঘরে বসেই! শুধু করতে হবে এই ছোট্ট কাজ
(৫/৫) সূত্রের খবর অনুযায়ী, BCCI ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL) সকল ম্যাচগুলি ভারতে আয়োজন করতে চলেছে। বর্তমানে IPL খেলার একাধিক দলগুলি খেলার প্রস্তুতি পর্ব শুরু করে দিয়েছে। রোহিত শর্মা (Rohit Sharma)মুম্বাই ইন্ডিয়ানস (MI)-এর হয়ে করছেন নেট প্র্যাক্টিস। এ বছর মুম্বাই ইন্ডিয়ান্স-এর অধিনায়ক হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)।