১৬ টি সরকারি চাকরির প্রস্তাব খারিজ করে আজ IPS তৃপ্তি দেশ সেবার লক্ষ্যে কর্মরত

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

IPS Tripti Bhatt: আমাদের দেশের সবচেয়ে সম্মানীয় সরকারি চাকরী হলো IAS (Indian Administrative Service)। এরপরেই রয়েছে IPS (Indian Police Service)। এই চাকরি পাওয়ার জন্য দেশের সবথেকে কঠিনতম পরীক্ষা UPSC (Union Public Service Commission) কভার করতে হয়। প্রতিবছর প্রায় কয়েক লক্ষ পরীক্ষার্থী এই পরীক্ষার জন্য প্রস্তুত থাকেন। তার মধ্যে সাফল্য পায় মাত্র কয়েকশ জন।

যেহেতু এই পরীক্ষা দেশের সবথেকে কঠিনতম পরীক্ষা তাই এর প্রস্তুতি গ্রহণের জন্য লড়াই ও সংগ্রাম করতে হয় অনেক বেশি। আমরা দেশে এমন অনেক ছেলে-মেয়ে রয়েছে যারা এই লড়াইয়ের মুখোমুখি হয়। আজ আমরা তেমনি একজনের গল্প শুনবো, যার নাম হল তৃপ্তি ভাট (Tripti Bhatt)।

বর্তমানে তৃপ্তি ভাট (Tripti Bhatt) হলেন ভারতীয় পুলিশ সার্ভিসের (IPS) একজন দক্ষ অফিসার। কিন্তু তিনি তার ব্যক্তিগত জীবনে স্বপ্নপূরণের লক্ষ্যে অনেক ত্যাগ স্বীকার করেছিলেন ও লড়াই করেছিলেন। এই সম্মান বা পেশা পাওয়ার জন্য তিনি ১৬ টি সরকারি চাকরির প্রস্তাব খারিজ করে দিয়েছিলেন।

তৃপ্তি ভাটের (Tripti Bhatt) বাড়ি হল উত্তরাখণ্ডে (Uttarakhand)। পরিবারের সবচেয়ে বড় সন্তান তিনি। পড়াশোনা করেছেন উত্তরাখণ্ডের আলমোড়ার বীর সেবা উচ্চ প্রাথমিক বিদ্যালয় থেকে। তিনি কেন্দ্রীয় বিদ্যালয় থেকে দ্বাদশ শ্রেণী পাস করেন এবং প্রান্তনগর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস হওয়ার পর ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন (National Thermal Power Corporation)-এর সহকারী ব্যবস্থাপক হিসেবে কর্মজীবন শুরু করেন।

আরও পড়ুন👉: WBSSC: নবম-দশমে ২,০৮১ জন শিক্ষক নিয়োগে অনিয়ম! নিয়োগ দুর্নীতিতে ৩৬৫ কোটি টাকার সম্পত্তি উদ্ধার

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

তৃপ্তি ভাট (Tripti Bhatt) সম্পর্কে মিডিয়ার রিপোর্ট জানিয়েছে যে UPSC (Union Public Service Commission) পরীক্ষায় বসার আগে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (Indian Space Research Organisation বা ISRO) সহমত ১৬ টি সরকারি চাকরির প্রস্তাব নাকচ করেন।

এই চাকরিগুলির মধ্যে রয়েছে মারুতি সুজুকি ক্যাম্পের প্লেসমেন্ট-এর কাজ, টাটা মোটরস সহ একাধিক জায়গায় জবের অফার, ইসরোর স্যাটেলাইট অফিসারের পদ, এসব কিছু তিনি প্রত্যাখ্যান করেন।

২০১৩ সালে তিনি ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন-এর সিভিল সার্ভিস পরীক্ষায় বসেন এবং এই পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছিলেন আর প্রথম প্রচেষ্টার ফলে। তিনি AIR 165 অর্জন করেছিলেন সম্পূর্ণ নিজের দক্ষতাতে। প্রথম বারে এই সাফল্য অর্জন করা বলতে গেলে যথেষ্ট প্রশংসার কাজ। এরপরে তিনি উত্তরাখন্ডে (Uttarakhand) আইপিএস (IPS) হিসেবে ক্যাডার পান।

আরও পড়ুন👉: Heat Wave: পশ্চিমবঙ্গের এই ৮ জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি! আপনার জেলাও আছে কি না দেখে নিন

আর তারপরে পুলিশ সুপার (SP) হিসেবে উত্তরাখন্ড পুলিশ দেরাদুনে কাজ শুরু করেন। এরপরও দমে যাননি তিনি পরবর্তীতে এসপি হিসেবে চামোলিতে এবং তেহরি গাড়োয়ালে রাজ্য দুর্যোগ প্রতিক্রিয়া তহবিলের কমান্ডার বা এফডিআরএফ হিসেবে কাজ করেন। এখন তিনি এসপি ইন্টেলিজেন্স এন্ড সিকিউরিটি পদে দেরাদুনে (Dehradun) কর্মরত রয়েছেন।

তিনি শুধু কর্ম জীবনে এমন লড়াকু মানুষ তা নয়। তিনি ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারিনী। যখন তিনি উত্তরাখন্ডে (Uttarakhand) পুলিশ অফিসার হিসেবে নিয়োজিত ছিলেন ওই সময়ে খেলাধুলাতেও বিশেষ দক্ষতার পরিচয় দিয়েছেন। তিনি ম্যারাথন এবং রাজ্য স্তরের ব্যাডমিন্টন প্রতিযোগিতায় স্বর্ণপদক হাসিল করেছেন শুধু তাই নয়, তাইকোয়ান্দ এবং ক্যারাটেতে বিশেষ দক্ষ ছিলেন।

আরও পড়ুন👉: 7th Pay Commission: DA-এর পরে HRA! সরকারি কর্মীদের প্রচুর বেতন বৃদ্ধি! জেনে নিন বিস্তারিত

গুরুত্বপূর্ণ লিংক

👉আরও Latest চাকরির খবর দেখুন
👉WhatsApp Group-এ যুক্ত হন

আরও পড়ুন👉: LIC-এর এই স্কিমে ৮ লক্ষ টাকা পাবেন প্রতি মাসে মাত্র ১,৮০০ টাকা জমা করে, বিস্তারিত জেনে নিন