১ লক্ষ ৪০ হাজার টাকা পর্যন্ত বেতনে এই সংস্থায় অ্যাসিসট্যান্ট ম্যানেজার নিয়োগ করা হচ্ছে, বিস্তারিত জেনে নিন
ইরকন ইন্টারন্যাশনাল লিমিটেড (IRCON International Limited)- এ তরফ থেকে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বা এইচআরএম (HRM) পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মোট ৬ টি শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে। এই চাকরির পদে নিয়োগকারী প্রার্থীদের প্রতি মাসে ৪০ হাজার টাকা থেকে সর্বোচ্চ ১,৪০,০০০ টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে। ইচ্ছুক ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবে অফলাইন মাধ্যমে। নিম্নে এই পদের ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হলো-
নিয়োগকারী সংস্থার নাম (Name of the Recruitment Organisation)
ইরকন ইন্টারন্যাশনাল লিমিটেড (IRCON International Limited)- এ তরফ থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
পদের নাম (Name of the Post)
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বা এইচআরএম (HRM) পদে কর্মী নিয়োগ করা হবে।
মোট শূন্যপদ (Total Vacancy)
সংশ্লিষ্ট চাকরির ক্ষেত্রে মোট শূন্য পদ রয়েছে ৬ টি।
আরও পড়ুন👉: Home Loan: ২০ লাখ টাকার হোম লোন নিলে প্রতি মাসে কত EMI দিতে হবে? দেখে নিন হিসেব
বেতন (Salary)
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বা HRM পদে যাদের নির্বাচন করা হবে তাদের সর্বনিম্ন মাসিক ৪০ হাজার টাকা থেকে সর্বোচ্চ ১,৪০,০০০ টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে।
আবেদন প্রক্রিয়া (Application Process)
এই চাকরির পদে আবেদন করতে হলে অফলাইনে আবেদন করতে হবে। এর নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইট ircon.org/index.php?lang=en-এ গিয়ে আবেদনের ফর্ম সংগ্রহ করতে হবে তারপর সেটি ডাকযোগে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে।
আবেদন ফি (Application Fee)
যারা এই চাকরির পদে আবেদন করবে তাদের ফি হিসেবে ১০০০ টাকা প্রদান করতে হবে।
নির্বাচন প্রক্রিয়া (Selection Process)
যেসব প্রার্থীরা এই চাকরির পদে আবেদন করবে তাদের একটি লিখিত পরীক্ষা নেওয়া হবে। তবে লিখিত পরীক্ষা নেওয়ার পরে ইন্টারভিউ নেওয়া হবে কিনা এই ব্যাপারে স্পষ্ট বলে দেওয়া হয়নি, হয়তো ইন্টারভিউ নেওয়া হতে পারে আবার নাও হতে পারে।
আরও পড়ুন👉: SSC Recruitment 2024: ৩,৭১২ শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ SSC-র, বেশি দিন নেই আবেদনের
শিক্ষাগত যোগ্যতা (Education Qualification)
এই চাকরির পদে আবেদন করতে হলে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা হিসেবে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে HR/ Personnel IR / PM & IR বিষয়ে স্নাতক বা ডিপ্লোমার ডিগ্রি করে রাখতে হবে। এর পাশাপাশি হিউম্যান রিসোর্স বিষয়ে জ্ঞান অপূর্ব অভিজ্ঞতা থাকতে হবে।
আবেদনের শেষ তারিখ (Last date of application)
অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ২০ এপ্রিল তারিখে এবং এই চাকরির পদে আবেদন করা যাবে আগামী ১০ মে ২০২৪ তারিখ পর্যন্ত।
আরও পড়ুন👉: Salary Hike: সুখবর সরকারি কর্মীদের জন্য! ডিএ-র পর বাড়ল আরও এই দু’টি ভাতা
গুরুত্বপূর্ণ লিংক
আরও পড়ুন👉: LIC Policy: ১ কোটি টাকা পেতে পারেন LIC-র এই স্কিমে, কী ভাবে দেখে নিন