Double Your Money: এই সরকারী স্কিমে টাকা রাখলে কয়েক বছরেই টাকা ডবল! ফায়দা তুলতে জেনে নিন বিস্তারিত

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

বর্তমান বাজারে মুদ্রাস্ফীতি যেভাবে ঘটছে তাতে বিনিয়োগ না করলে ভবিষ্যৎ সুরক্ষার কোন পথ নেই। অনেক মানুষ এই ব্যাপারটি বুঝলেও এখনো অনেক মানুষ আছে যারা বিনিয়োগের প্রতি অনিহা দেখায় বা বিনিয়োগের জন্য ভালো কোন প্রকল্পই তাদের কাছে বিশ্বাসযোগ্য মনে হয় না।

এদিক থেকে বলে রাখি পোস্ট অফিসে একাধিক স্কিম রয়েছে যেগুলিতে নিঃসন্দেহে বিনিয়োগ করা যায়।  এখানে কোনরকম ঝুঁকি ছাড়াই বিনিয়োগ শেষে টাকা ফেরত দেওয়া হয়।

পোস্ট অফিসে এমন একটি স্কিম রয়েছে যেখানে টাকা রাখলে বিনিয়োগ শেষে সেটি দ্বিগুণ হয়ে ফিরে আসে। কোনরকম ঝুঁকি ছাড়াই। পোস্ট অফিসের এই স্কিমের নাম হল কিষাণ বিকাশ পত্র স্কিম (Kisan Vikas Patra Scheme)। এই স্কিমে আপনি যদি অর্থ বিনিয়োগ করেন তাহলে ৯ বছর ৭ মাসে সেটি দ্বিগুণ হয়ে ফিরে আসে।

বর্তমানে কেন্দ্রীয় সরকার (Government of India) এই স্কিমের উপর ৭.৫ শতাংশ হারে সুদ দিচ্ছে। সে হিসেবে আপনি যদি এই স্কিমে বিনিয়োগ করেন তাহলে নিশ্চিত লাভবান হবেন। আর নিয়োগ শেষে দ্বিগুণ টাকা ফিরে আসবে। এই স্কিমে এককালীন টাকা বিনিয়োগ করতে হয় অর্থাৎ আপনি যা বিনিয়োগ করবেন তা একবারেই জমা করতে হয়।

অনেকেই ভাবেন যে এই স্কিমের নাম যেহেতু কিষাণ বিকাশ পত্র স্কিম তাই এই টিমে শুধুমাত্র কৃষকরা বিনিয়োগ করতে পারবে এমন কোন ব্যাপার নেই সাধারণ মানুষ সকলেই এই স্কিমে নিজেদের সঞ্চিত অর্থ বিনিয়োগ করতে পারে।

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

প্রথমদিকে কৃষকদের জন্য এই ক্রিম চালু করা হলেও পরবর্তীতে সর্বসাধারণের জন্য এটি চালু করা হয়।  আপনি যদি এই স্কিমে বিনিয়োগ করার পরে টাকা তুলতে চান তাহলে বিনিয়োগের আড়াই বছর পরে তুলতে পারেন।

তবে এই স্কিমের পাশাপাশি পোস্ট অফিসের ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট স্কিমেও টাকা রাখলে লাভবান হতে পারবেন। এই স্কিমে ফিক্সড ডিপোজিটের তুলনায় সুদের হার বেশি পাওয়া যায়। যদি আপনি পাঁচ বছরের জন্য এই স্কিমে বিনিয়োগ করেন তাহলে ৭.৫ শতাংশ হারে সুদ পাবেন।

আবার অন্যদিকে ফিক্সড ডিপোজিটে যদি বিনিয়োগ করতে চান তাহলে ১ বছরের বিনিয়োগে ৬.৯ শতাংশ সুদ, ২ বছরের বিনিয়োগে ৭ শতাংশ সুদ এবং ৩ বছরের জন্য বিনিয়োগ করলে ৭.১ শতাংশ হারে সুদ পাওয়া যাবে। এখন পোস্ট অফিসের এই স্কিমগুলির মধ্যে থেকে আপনি যে কোন একটিতে বিনিয়োগ করতে পারেন।

গুরুত্বপূর্ণ লিংক

👉 আরও Latest চাকরির খবর দেখুন
👉 WhatsApp Group-এ যুক্ত হন