কলকাতা পুলিশে ডাটা এন্ট্রি অপারেটর হিসেবে চাকরির সুযোগ! শীঘ্রই আবেদন করুন

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

Kolkata Police Data Entry Operator Recruitment 2024: কলকাতা পুলিশের (Kolkata Police Recruitment 2024) তরফ থেকে প্রকাশিত হয়েছে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। সংশ্লিষ্ট সংস্থার তরফ থেকে ডেটা এন্ট্রি অপারেটর (Data Entry Operator) পদের জন্য নিয়োগ করা হবে কর্মী। এর মধ্যেই শুরু হয়ে গিয়েছে আবেদন প্রক্রিয়া। যদিও হাতে সময় খুবই সীমিত, আসন্ন আবেদন জমা করার শেষ তারিখ। তাই আগ্রহী আবেদনকারী প্রার্থীরা অবিলম্বে আবেদন করুন। সংশ্লিষ্ট চাকরি সম্পর্কিত আরও বিস্তারিত তথ্য জানতে আজকের এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

পদের নাম (Name Of The Post):

কলকাতা পুলিশের তরফ থেকে Data Entry Operator পদে করা হবে কর্মী নিয়োগ।

শূন্যপদের সংখ্যা (Number Of Vacancy):

সংশ্লিষ্ট পদে ২২৫ টি শূন্যপদে কর্মীকে নিয়োগ করা হবে। (জেনারেল ক্যাটাগরি প্রার্থীদের জন্য শূন্যপদের সংখ্যা ১০০ টি। SC ক্যাটাগরির প্রার্থীদের জন্য ৫০, ST ক্যাটাগরির প্রার্থীদের জন্য ১৪ টি, OBC-A ক্যাটাগরির প্রার্থীদের জন্য OBC-B ক্যাটাগরির প্রার্থীদের জন্য ১৬টি এবং EBC ক্যাটাগরির জন্য ২৩ টি শূন্যপদ রয়েছে।)

মাসিক বেতন (Monthly Salary):

সংশ্লিষ্ট পদে প্রার্থীদের নিয়োগ করার পর প্রতি মাসে ১৬,০০০ টাকা বেতন দেওয়া হবে।

আরও পড়ুন👉: Post Office Scheme: কোটিপতি হয়ে উঠুন পোস্ট অফিসের এই স্কিমে ৫০০০ টাকা বিনিয়োগ করে, রইল হিসেব

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

বয়সের সময়সীমা (Age Limit):

সংশ্লিষ্ট পদে আবেদনের জন্য আবেদনকারী প্রার্থীদের বয়স ১৮ বছর থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। তবে সরকারের নিয়ম অনুসারে, রয়েছে সংরক্ষিত শ্রেণীদের জন্য বয়সের ছাড়।

আবেদন পদ্ধতি (Application Process):

আগ্রহী আবেদনকারী প্রার্থীরা কলকাতা পুলিশের DEO (Data Entry Operator) পদের জন্য অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। গত মাসে অর্থাৎ ১৫ মার্চ তারিখ থেকে শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া। আগ্রহী আবেদনকারী প্রার্থীকে আবেদন করার জন্য প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট https://prb.wb.gov.in, wbpolice.gov.inkolkatapolice.gov.in তিনটির মধ্যে একটিতে যেতে হবে। সেখানে আবেদন লিংকে ক্লিক করতে হবে। তারপর অ্যাপ্লিকেশন ফর্মটি যথাযথ তথ্য দিয়ে সঠিকভাবে পূরণ করতে হবে। এরপর প্রয়োজনীয় নথি গুলি স্ক্যান করে আপলোড করার পর সাবমিট করলেই আবেদন পত্রটি জমা হয়ে যাবে।

আরও পড়ুন👉: Mukesh Ambani: ৫০ লক্ষ চাকরি দেবেন মুকেশ অম্বানী, তাঁর মাস্টারপ্ল্যান কী? রইলো বিস্তারিত

প্রয়োজনীয় নথিপত্র (Important Documents):

সংশ্লিষ্ট পদে আবেদন করার জন্য যে সমস্ত ডকুমেন্টস গুলি প্রয়োজন সেগুলি হল-

১. জন্মের প্রমাণ পত্র (Birth Certificate)

২. আধার কার্ড (Aadhaar Card) বা ভোটার কার্ড (Voter Card)

৩. শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র।

৪. পেশাদার ডিগ্রী সার্টিফিকেট।

৫. আবেদনকারীর পাসপোর্ট সাইজ ফটো।

৬. ইমেইল আইডি (E-mail ID)

৭. মোবাইল নাম্বার এবং অন্যান্য প্রয়োজনীয় নথিপত্র।

আরও পড়ুন👉: প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে হাইকোর্টের বিরাট পর্যবেক্ষণ! কোন জেলায় কত শূন্যপদ?

নিয়োগ প্রক্রিয়া (Recruitment Process):

কলকাতা পুলিশের (Kolkata Police) তরফ থেকে ডাটা এন্ট্রি অপারেটর (DEO) পদে কোনরকম লিখিত পরীক্ষা ছাড়াই কেবলমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে করা হবে কর্মী নিয়োগ। তবে চুক্তিভিত্তিক ভাবে সংশ্লিষ্ট পদে নিয়োগ করা হবে কর্মীদের।

শিক্ষাগত যোগ্যতা (Education Qualification):

সংশ্লিষ্ট পদে আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীদের সরকার স্বীকৃত যেকোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্নাতকোত্তর উত্তীর্ণ হতে হবে। এর সঙ্গেই কম্পিউটারে দ্রুত টাইপিংয়ের অভিজ্ঞতা থাকতে হবে। আবেদনকারী প্রার্থীকে অবশ্যই বাংলা লিখতে ও পড়তে জানতে হবে।

আরও পড়ুন👉: SSC-TET: নিয়োগ দুর্নীতি মামলায় মুখ্যসচিবকে এই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট

আবেদনের সময়সীমা (Age Limit):

সংশ্লিষ্ট পদে আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীদের কাছে সময় খুবই সীমিত। আগ্রহী আবেদনকারী প্রার্থীরা ৪ এপ্রিল ২০২৪ অবধি আবেদন করতে পারবেন। তবে আবেদনকারী প্রার্থীরা ১ এপ্রিল থেকে ৭ এপ্রিল অবধি আবেদন পত্র সংশোধন করতে পারবেন। তবে সেখানে সংশোধনের সময় প্রার্থীর নাম, বাবা-মায়ের কোন পরিচয় বা জন্ম তারিখ সংশোধন করা যাবে না। সুতরাং আবেদনকারীদের খুব সতর্কতার সঙ্গে আবেদন পত্রটি পূরণ করতে হবে।

আরো বিস্তারিত তথ্য জানতে কলকাতা পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটটি দেখুন।

গুরুত্বপূর্ণ লিংক

👉আরও Latest চাকরির খবর দেখুন
👉WhatsApp Group-এ যুক্ত হন

আরও পড়ুন👉: Lok Sabha Election 2024: আজ থেকেই ভোট দিতে পারবেন বাড়ি থেকে! রইলো পদ্ধতি