৫০,০০০ টাকা স্কলারশিপ পাওয়ার সুযোগ পড়ুয়াদের! এইভাবে আবেদন করুন
Kotak Suraksha Scholarship 2024: আর্থিকভাবে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার তরফ থেকে প্রদান করা হয় স্কলারশিপ। আজকের এই প্রতিবেদনে আলোচনা করব এমন একটি স্কলারশিপ সম্পর্কে যেখানে ছাত্রছাত্রীরা সর্বাধিক এক লক্ষ টাকা অধিক স্কলারশিপ পেতে পারবে। এই স্কলারশিপে কিভাবে আবেদন করবেন? কি কি নথি লাগবে? সমস্ত বিস্তারিত তথ্য তুলে ধরবো আজকে এই প্রতিবেদনে।
কোটাক সুরক্ষা স্কলারশিপ (Kotak Suraksha Scholarship 2023-24)
কোটাক সিকিউরিটিস্ লিমিটেডের (Cuttack Security Limited) উদ্যোগে শারীরিকভাবে প্রতিবন্ধী পড়ুয়াদের পড়াশোনা এবং তাদের ভবিষ্যৎ স্বপ্ন পূরণের উদ্দেশ্যে আর্থিক সাহায্যদানের জন্যই কোটাক সুরক্ষা স্কলারশিপ (Kotak Suraksha Scholarship) প্রদান করা হয়। এই স্কলারশিপের দ্বারা নবম থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়ারা এবং স্নাতক স্তরের পড়ুয়ারা সর্বোচ্চ ১ লক্ষ টাকা অবধি স্কলারশিপ পেতে পারবে।
আবেদনের জন্য প্রয়োজনীয় যোগ্যতা:
১. কোটাক সুরক্ষা স্কলারশিপটি (Kotak Suraksha Scholarship) কেবলমাত্র শারীরিকভাবে প্রতিবন্ধী পড়ুয়াদের জন্য।
২. এই স্কলারশিপ প্রোগ্রামে আবেদন করার জন্য পড়ুয়াদের নবম থেকে দ্বাদশ শ্রেণীতে এবং স্নাতক স্তরে পাঠরত থাকতে হবে।
৩. উক্ত স্কলারশিপে আবেদন করার জন্য সর্বশেষ শিক্ষাবর্ষে পড়ুয়াদের ৫৫ শতাংশ নাম্বার পাওয়া বাধ্যতামূলক।
৩. এই স্কলারশিপে আবেদনকারী পড়ুয়ার পরিবারের বার্ষিক আয় ৩ লক্ষ ২০ হাজার টাকার মধ্যে থাকতে হবে।
৪. Kotak Securities Limited–এর কর্মতোর কর্মচারীদের ছেলেমেয়েরা এবং Buddy4Study-এর সাথে সম্পর্কযুক্ত পড়ুয়ারা এই স্কলারশিপে আবেদন করতে পারবে না।
আরও পড়ুন👉: ৫০০ শূন্যপদে রাজ্যের স্কুলগুলিতে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি! কারা আবেদন করবেন?
এই স্কলারশিপে বৃত্তির পরিমাণ এবং সুবিধা (Scholarship Amount and Facility):
এই স্কলারশিপের অধীনে নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা সর্বাধিক ৫০,০০০ টাকা বৃত্তি পাবেন। এবং স্নাতক স্তরের পড়ুয়াদের সর্বাধিক বৃত্তি প্রদান করা হবে। তবে এই স্কলারশিপের বৃত্তির মধ্যে হোস্টেল fees, books, tution fees অন্তর্ভুক্ত থাকে।
আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্র (Required Documents):
উক্ত স্কলারশিপে আবেদন করার জন্য প্রয়োজনীয় নথি গুলি হল-
১. পড়ুয়াদের বিশেষ সক্ষমতা প্রমাণপত্র।
২. পড়ুয়াদের আধার কার্ড (Aadhaar Card), রেশন কার্ড (Ration Card), এবং ভোটার কার্ড (Voter Card) যদি থাকে।
৩.পড়ুয়ার বর্তমান ক্লাসে ভর্তির অ্যাডমিশন রিসিভ।
৪. শিক্ষার্থীর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার সার্টিফিকেট।
৫. পড়ুয়াদের সর্বশেষ উত্তীর্ণ পরীক্ষার মার্কশীট।
৬. শিক্ষার্থীর পরিবারের বার্ষিক আয়ের প্রমাণপত্র (গ্রাম পঞ্চায়েত প্রধানের স্বাক্ষর ও স্ট্যাম্প সহ)।
৭. পড়ুয়ার পাসপোর্ট সাইজ রঙিন ফটো।
৮. শিক্ষার্থীর ব্যাংকের পাস বই
আরও পড়ুন👉: লক্ষীর ভান্ডার এখন অতীত, এবার মহিলাদের জন্য বড়োসড়ো ঘোষণা কেন্দ্রের, কী ভাবে সুবিধা পাবেন?
এই স্কলারশিপে আবেদন পদ্ধতি (Online Application Form Fill up Process)
১. প্রথমে আবেদনকারীকে E-mail ID, Mobile Number দিয়ে Buddy4Study-তে লগইন করতে হবে।
২. তারপর ‘Kotak Suraksha Scholarship Program 2024-25’ application অপশনটিতে যেতে হবে।
৩. তারপর স্কলারশিপ এর আবেদন প্রক্রিয়া শুরু করার জন্য ‘Start Application’ অপশনে ট্যাপ করতে হবে।
৪. এরপর সতর্কতার সঙ্গে সমস্ত তথ্য দিয়ে আবেদন পত্রটি পূরণ করতে হবে।
৫. তারপর উল্লেখিত প্রয়োজনীয় নথি গুলি স্ক্যান করে আপলোড করতে হবে।
৬. এরপর ‘Terms and Conditions’ অপশনে গিয়ে ‘Accept’ এবং ‘Preview’ অপশনে ট্যাব করতে হবে।
৭. তারপর সাবমিট অপশনে ক্লিক করে আবেদন পত্রটি জমা করতে হবে। সবশেষে একটি প্রিন্ট আউট নিজের কাছে রাখতে হবে।
আবেদনের সময়সীমা (Last Date Of Application):
কোটাক সুরক্ষা স্কলারশিপে (Kotak Suraksha Scholarship) আবেদন প্রক্রিয়া এর মধ্যেই শুরু হয়ে গিয়েছে। এই আবেদন প্রক্রিয়াটি চলবে চলতি বছরের ৩০ এপ্রিল অবধি।
আরও পড়ুন👉: ডিস্টেন্সের লার্নিং-এ এই সব কোর্স আর করা যাবে না! বিজ্ঞপ্তি জারি করলো UGC
ছাত্র-ছাত্রীদের পড়াশোনার সাহায্যার্থে এই স্কলারশিপের তথ্যটি তুলে ধরা হয়েছে। তাই ছাত্র ছাত্রদের কাছে অনুরোধ করা হচ্ছে যে তারা যদি এই স্কলারশিপে আবেদন করতে চান তবে শীঘ্রই করতে পারেন।
গুরুত্বপূর্ণ লিংক
আরও পড়ুন👉: বিশ্বের সেরা ১০ ধনী ব্যক্তির শিক্ষাগত যোগ্যতা কী জানেন? রইলো বিস্তারিত