লক্ষীর ভান্ডার এখন অতীত, এবার মহিলাদের জন্য বড়োসড়ো ঘোষণা কেন্দ্রের, কী ভাবে সুবিধা পাবেন?

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

Lakhpati Didi Yojana: দেশের মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করার জন্য রাজ্য সরকার (State Government) ও কেন্দ্রীয় সরকার (Central Government) একাধিক প্রকল্প চালু করেছে। এই প্রকল্পগুলোর মাধ্যমে মহিলারা এখনো উপকৃত হয়ে চলেছে। তবে এইবার মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করে তোলার জন্য দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) নতুন একটি প্রকল্প চালু করেছেন। ইতিমধ্যেই এই প্রকল্পে দেশের প্রায় ২ কোটি মহিলা নিজেদের নাম নথিভুক্ত করেছে। আপনি যদি এই প্রকল্পের আবেদন করেন তাহলে আপনিও পেতে পারেন প্রকল্পের বিশেষ সুবিধা। নিম্নে প্রকল্পের ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হলো-

প্রকল্পের নাম ও বিবরণ

কেন্দ্রীয় সরকারের (Central Government) চালু করা এই প্রকল্পের নাম হল ‘লাখপতি দিদি যোজনা’ (Lakhpati Didi Yojana)। এই প্রকল্প চালু করার প্রধান উদ্দেশ্য হল দেশের মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করে তোলা।

এই প্রকল্পটি প্রথম চালু করেছিলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজন লাল শর্মা (Bhajan Lal Sharma)। রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের সময় জয়সালমীরের শহীদ পুনম সিং স্টেডিয়ামে তিনি এই প্রকল্পের কথা জানিয়েছিলেন। তার জন্য একটু সম্মেলনও অনুষ্ঠিত হয়েছিল। ওই সম্মেলনে উপস্থিত ছিলেন দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Droupadi Murmu) । ওই সম্মেলনেই তিনি ঘোষণা করেছিলেন যে রাজস্থানের ১১.২৪ লক্ষ মহিলাদের এই প্রকল্পের সুবিধা প্রদান করা হবে।

এই প্রকল্পের মাধ্যমে মহিলাদের স্কিল ডেভেলপমেন্ট প্রশিক্ষণ দিয়ে আর্থিক স্বনির্ভর করে তুলতে সাহায্য করা হবে। ইতিমধ্যে এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের প্রায় ৩ লাখ মহিলা সুবিধা গ্রহণ করেছেন। যার জন্য সরকার প্রায় ১৫০ কোটি টাকা ব্যয় করেছে। রাজস্থানের সরকারের পর ২০২৩ সালের স্বাধীনতা দিবসের দিন লালকেল্লা থেকে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) এই প্রকল্পের কথা ঘোষণা করেন।

প্রকল্পের সুবিধা

যেসব মহিলারা কোনরকম স্বনির্ভর গোষ্ঠীর  সঙ্গে যুক্ত থাকবেন তাদের এই প্রকল্পের সাহায্য প্রদান করা হবে। গোষ্ঠীগুলোর মধ্যে বিশেষ উল্লেখযোগ্য হলো ব্যাংকওয়ালি দিদি, অঙ্গনওয়াড়ি দিদি, মেডিসিনওয়ালি দিদি ইত্যাদি। এই প্রকল্পের মাধ্যমে স্বনির্ভর গোষ্ঠীগুলিতে মহিলাদের এলইডি বাল্ব, প্লাম্বিং, ড্রোন মেরামত এগুলোর মত একাধিক প্রযুক্তিগত কাজে প্রশিক্ষণ দেওয়া হবে।

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

এই কাজগুলি শিখে মহিলারা যাতে স্বনির্ভর হয়ে উঠতে পারে তার জন্যই এই প্রকল্পের সূচনা। শুধু তাই নয় এই প্রকল্পের মাধ্যমে মহিলারা বিজ্ঞান ও প্রযুক্তিগত দিক থেকে অনেক এগিয়ে যাবে। সেই সঙ্গে মহিলাদের আত্মবিশ্বাস তৈরি হবে।

এই প্রকল্পের মাধ্যমে এই সুবিধা ছাড়াও মহিলাদের বীমা ও ঋণ নেওয়ার সুবিধাও থাকবে।

আবেদনের শর্ত

এই প্রকল্পে আবেদনের কিছু শর্ত রয়েছে সেগুলি হল-

১) আবেদনকারী অবশ্যই সংশ্লিষ্ট রাজ্যের স্থায়ী বাসিন্দা হবে।

২) আবেদনকারী একজন মহিলা হবে।

৩) আবেদনকারী মহিলা অবশ্যই কোন স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত থাকবে।

আবেদন প্রক্রিয়া

আপনিও যদি এই প্রকল্পে আবেদন করতে চান তাহলে অনলাইন (Online) মাধ্যমে আবেদন করতে পারেন। তার জন্য আপনাকে এই প্রকল্পের মূল অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে।

প্রয়োজনীয় নথিপত্র

আবেদন করতে হলে যেসব নথিপত্রের দরকার হবে সেগুলি হল আবেদনকারীর আধার কার্ড, আয় এবং বসবাস পত্রের শংসাপত্র, ব্যাংকের পাস বই, একটি বৈধ ফোন নম্বর, আবেদনকারী পাসপোর্ট সাইজ ছবি ইত্যাদি।

গুরুত্বপূর্ণ লিংক

WhatsApp Group-এ যুক্ত হন👉যুক্ত হন