Lakhpati Didi Yojana: লাখপতি হবে দেশের প্রত্যেক মহিলা! এই প্রকল্পে কী ভাবে আবেদন করবেন?

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

দেশের মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করে তোলার জন্য কেন্দ্রের সরকার (Central Government) নতুন একটি প্রকল্প চালু করেছে। এই প্রকল্পের নাম হল ‘লাখপতি দিদি যোজনা’ (Lakhpati Didi Yojana)। এই প্রকল্পের মাধ্যমে দেশের দুই কোটি মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করার লক্ষ্যে অনুদান দেওয়া হবে।

প্রশিক্ষণের ব্যবস্থা

এই প্রকল্পের মাধ্যমে দেশের মোট ২ কোটি মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করার জন্য প্রশিক্ষণ দেওয়া হবে। কেন্দ্রীয় সরকারের স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং দিয়ে দেশের ২কোটি মহিলাকে স্বনির্ভর করে গড়ে তোলা হবে।

‘লাখপতি দিদি যোজনা’ কী? (About Lakhpati Didi Yojana)

কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পের (Lakhpati Didi Yojana) বাস্তবায়ন করা শুরু করেছে রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা (Bhajan Lal Sharma) । তিনি মুখ্যমন্ত্রী পদে আসীন হওয়ার পর পরেই জয়সলমীরের শহিদ পুনম সিং স্টেডিয়ামে লাখপতি দিদি সম্মেলন অনুষ্ঠিত করে সেখানে এই প্রকল্প বাস্তবায়নের কথা তুলে ধরেন। ঐদিন সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Droupadi Murmu)। তিনি ঘোষণা করেন যে কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পের সুবিধা রাজস্থানের ১১.২৪ লাখ মহিলাকে দেওয়া হবে।

আবার ইতিমধ্যে এই প্রকল্পের কাজ শুরু হয়ে গিয়েছে এখনো পর্যন্ত প্রায় ৩ লাখ মহিলা এই প্রকল্পে শামিল হয়েছেন। তাদের প্রায় ১৫০ কোটি টাকার চেকও বিতরণ করা হয়ে গিয়েছে।

কারা এই প্রকল্পের সুবিধা পাবে?

এই প্রকল্পটি কেন্দ্রীয় সরকার শুধুমাত্র দেশের মহিলাদের জন্য চালু করেছে। বিশেষ করে যেসব মহিলারা আর্থিকভাবে অসচ্ছল তাদের স্বনির্ভর করে গড়ে তোলার লক্ষ্যেই এই প্রকল্প চালু করা। যেসব মহিলারা স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত রয়েছে তারা এই প্রকল্পের সুবিধা পাবেন। অর্থাৎ এই প্রকল্পের সুবিধা পেতে গেলে আপনাকে যে কোন স্বনির্ভর গোষ্ঠীর সদস্য হতে হবে।

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

প্রকল্পের লক্ষ্য

গত বছর অর্থাৎ ২০২৩ সালের স্বাধীনতা দিবসের দিন লালকেল্লার থেকে ‘লাখপতি দিদি’ প্রকল্পর কথা ঘোষণা করেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জানান যে এই প্রকল্পটি দেশে চালু হলে স্বনির্ভর গোষ্ঠী যেগুলি রয়েছে (‘ব্যাঙ্কওয়ালি দিদি’, ‘মেডিসিনওয়ালি দিদি’, ‘অঙ্গনওয়াড়ি দিদি’) তার সঙ্গে যুক্ত প্রায় ১০ কোটি মহিলা বিশেষভাবে উপকৃত হতে পারবে।

প্রকল্পের সুবিধা

প্রধানমন্ত্রীর লাখপতি দিদি যোজনা প্রকল্পের মাধ্যমে দেশের মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করে গড়ে তোলার জন্য বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হবে। বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত মহিলাদের LED বাল্ব, প্লাম্বিং, ড্রোন মেরামতের মতন প্রযুক্তিগত কাজ শেখানো হবে। এছাড়াও বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রেও মহিলাদের সাহায্য করা হবে। এছাড়া প্রশিক্ষণের সঙ্গে সঙ্গে এই প্রকল্পের মাধ্যমে মহিলাদের বীমা ও ঋণের সুবিধাও প্রদান করা হবে।

প্রয়োজনীয় নথিপত্র

এই প্রকল্পে আবেদন করতে হলে যেসব নথিপত্রগুলি লাগবে সেগুলি হল নিম্নরূপ-

  • আধার কার্ড
  • মোবাইল নম্বর
  • আয় এবং বসবাসের শংসাপত্র
  • ব্যাঙ্ক অ্যাকাউন্ট
  • পাসপোর্ট সাইজ ছবি।

গুরুত্বপূর্ণ লিঙ্ক (Important Link)

WhatsApp Group-এ যুক্ত হন👉যুক্ত হন