Business Idea: ২,০০০ টাকা প্রতিদিন লাভ হবে এই ব্যবসা করে! বাড়িতে বসেই প্রচুর ইনকাম করতে পারবেন
Business Ideas in Bengali: বর্তমানে মানুষ চাকরির আশা ছেড়ে দিয়ে ব্যবসা করতে আগ্রহী হয়ে পড়েছে। তবে বেশিরভাগ মানুষই একটা দ্বিধাদ্বন্দে পড়ে যান যে কোন ব্যবসা করলে বেশি লাভজনক হবে। আজকে আমরা এই প্রতিবেদনে আপনাদের সেই বিষয়েই জানাবো। বর্তমানে LED বাল্ব ব্যবসা দারুন লাভজনক হিসেবে জনপ্রিয় হয়ে উঠেছে। আপনিও যদি LED বাল্ব তৈরির ব্যবসা শুরু করেন তাহলে নিশ্চিত লাভবান হবেন। এই ব্যবসা শুরু করাও খুব একটা কঠিন কাজ নয় কারণ একাধিক সংস্থা বর্তমানে এর প্রশিক্ষণ দিচ্ছে।
বর্তমান বাজারে বাল্বের চাহিদা প্রচুর রয়েছে। মানুষ এখন ঘরে ঘরে এই বাল্ব ব্যবহার করছে। এর জনপ্রিয়তা এতটাই বৃদ্ধি পেয়েছে যে এই বাল্ব বাজারে আসার পর থেকে সিএফএল এবং টাংস্টেন বাল্বের চাহিদা অনেক কমে গেছে।
কীভাবে শুরু করবেন ব্যবসা?
LED বাল্বের ব্যবসা শুরু করতে হলে তার জন্য কিছু জিনিসপত্রের প্রয়োজন হয়। তবে সব আগে যেটি প্রয়োজন হয় তা হল প্ল্যান্ট বসানোর জন্য একটি জায়গা। ব্যবসা শুরু করার জন্য আপনার মোটামুটি ৫০ হাজার টাকা প্রয়োজন হবে। এই টাকা বিনিয়োগ করে আপনি প্রতি মাসের শেষে ২৫ হাজার টাকা পর্যন্ত আয় করতে পারবেন।
বর্তমানে একাধিক সংস্থা LED বাল্ব তৈরির প্রশিক্ষণ দিচ্ছে। এই ব্যবসা শুরু করতে গেলে আপনাকে ওই সংস্থা থেকে এই প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। এরপরে আপনি বাড়িতে বসে এই ব্যবসা শুরু করতে পারবেন।
কোন সংস্থা কর্তৃক আপনি যখন বাল্ব তৈরি প্রশিক্ষণ নেবেন তখন সেখান থেকেই সরকারি ভর্তুকি সম্পর্কে একাধিক তথ্য আপনাকে জানিয়ে দেওয়া হবে। এই তথ্যগুলি আপনাকে ব্যবসায় সাহায্য করবে।
আরও পড়ুন👉: ১৮ লাখ টাকা পাবেন এই ৫ টাকার নোট থাকলে! পদ্ধতি জেনে নিন
বাজারে LED বাল্বের চাহিদার কারণ
বাজারে এই LED বাল্বের চাহিদা রয়েছে আকাশছোঁয়া। চাহিদার অন্যতম কারণ হলো এই বাল্বগুলি দ্রুত ফিউজ হয় না আর তাছাড়া অন্যান্য বাল্বের চেয়ে আলো খুব ভালো দেয়। আবার এগুলো সিএফএলের মতো মাটিতে পড়ে গেলে দ্রুত ভেঙেও যায় না। এর পাশাপাশি এই লাইট ব্যবহার করলে খুব কম বিদ্যুৎ খরচ হয়। এলইডি বাল্বগুলি টাংস্টেন বাল্বের চেয়ে দীর্ঘস্থায়ী এবং সিএফএলের চেয়ে অনেক বেশি শক্তিশালী যার কারনে বাজারে এখন অন্যান্য বাল্বের চেয়ে এই বাল্বের চাহিদা অনেক বেশি।
আরও পড়ুন👉: SC/ST/OBC 2024: অনলাইনে এস সি, এস টি এবং ওবিসি সার্টিফিকেটের জন্য কী ভাবে আবেদন করবেন? রইলো পদ্ধতি
এই ব্যবসায় কীভাবে লাভবান হবেন?
আপনি যদি এই ব্যবসা শুরু করেন তাহলে ব্যবসা শুরু করার পর দেখবেন আপনার একটি এলইডি বাল্ব তৈরি করতে বিনিয়োগ করতে হচ্ছে প্রায় ৫০ টাকা। কিন্তু এটা সম্পূর্ণ হবে তৈরি করার পর আপনি সর্বনিম্ন ১০০ টাকাতে এটি বিক্রি করতে পারবেন। হিসেবে একটি বাল্ব থেকে আপনি লাভ করতে পারছেন কমপক্ষে ৫০ টাকা। আপনি যদি একদিনে ২০ টি বাল্ব বিক্রি করতে পারেন তাহলে একদিনেই ২০০০ টাকা লাভ করতে পারবেন।