LIC-এর এই স্কিমে ৮ লক্ষ টাকা পাবেন প্রতি মাসে মাত্র ১,৮০০ টাকা জমা করে, বিস্তারিত জেনে নিন

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

LIC Aadhaar Shila Policy: দেশের প্রতিটি বয়সের নাগরিকদের জন্য একাধিক স্কিম চালু করে রেখেছে এলআইসি (LIC)। বর্তমানে দেশের অধিকাংশ মানুষ এলআইসি তে নিজেদের সঞ্চিত অর্থ বিনিয়োগ করে থাকেন। মহিলাদের জন্যও একাধিক স্কিম চালু করা হয়েছে। তবে তার মধ্যে অন্যতম স্কিম হলো এলআইসি আধার শিলা পলিসি (LIC Aadhaar Shila Policy)। থেকে ৫৫ বছর বয়স পর্যন্ত মহিলারা এই স্কিমের সুবিধা পাবে। নিম্নে এই স্কিমের ব্যাপারে বিস্তারিত বিবরণ উল্লেখ করা হলো-

স্কিমের নাম ও বিবরণ

LIC-এর এই নতুন স্কিমের নাম হলো এলআইসি আধার শিলা পলিসি (LIC Aadhaar Shila Policy)। এই স্কিমে দেশের যেকোনো মহিলা সর্বনিম্ন ৭৫ হাজার টাকা থেকে সর্বোচ্চ ৩ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারবে। এই স্কিমে ত্রৈমাসিক, অর্ধবার্ষিক এবং বার্ষিক ভিত্তিতে বিনিয়োগ করা যায়।

কারা এই স্কিমে বিনিয়োগ করতে পারবে?

LIC-এর আধার শিলা পলিসি (LIC Aadhaar Shila Policy) শুধুমাত্র মেয়েদের জন্য। যেসব মহিলাদের আধার কার্ড (Aadhaar Card) রয়েছে তারা এই স্কিমে বিনিয়োগ করতে পারবে।

কত বছরের জন্য বিনিয়োগ করতে হবে?

এই স্কিমে সর্বনিম্ন ১০ বছর থেকে সর্বোচ্চ ২০ বছরের জন্য বিনিয়োগ করা যায়।

আরও পড়ুন👉: মোট 2.34 কোটি টাকা জরিমানা ১৮,০০০ জনেরও বেশি শিক্ষককে! কারণ জানলে অবাক হবেন

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

বিনিয়োগের নিয়মাবলী

উদাহরণস্বরূপ ধরা যাক আপনি যদি এই স্কিমে ৩০ বছর বয়স থেকে প্রতিদিন ৫৮ টাকা করে বিনিয়োগ করা শুরু করেন তাহলে ১ বছরে আপনি বিনিয়োগ করবেন মোট ২১,৯১৮ টাকা। মোট ২০ বছরে বিনিয়োগ করবেন ৪,২৯,৩৯২ টাকা। আর মেয়াদ পূরণের পর আপনি সুদ সহ মোট ৭,৯৪,০০০ টাকা রিটার্ন পাবেন।

আরও পড়ুন👉: Madhyamik Result 2024: এই সময়ের মধ্যেই মাধ্যমিকের রেজাল্ট! নম্বর দেওয়া নিয়ে বড় নির্দেশ পর্ষদের!

গুরুত্বপূর্ণ লিংক

👉আরও Latest চাকরির খবর দেখুন
👉WhatsApp Group-এ যুক্ত হন