বেতন বেড়ে গেল লোকসভা ভোটের আগেই! এরা পাচ্ছেন এই ‘উপহার’
গত শনিবার দিন ঘোষণা হয়েছে লোকসভা নির্বাচনের (Lok Sabha Election 2024) তারিখ। প্রত্যেকটি দল নিজেদের মতো করে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। তবে অনেক কর্মচারী দায় লোকসভা নির্বাচনের পূর্বেই হয়েছে লাভবান।
সরকারের তরফ থেকে গৃহীত পদক্ষেপ:
নির্বাচনের আগে কেন্দ্রীয় সরকার (Government Of India) এবং রাজ্য সরকারের (State Government Of India) তরফ থেকে একাধিক পপুলিস্ট স্কিমের কথা ঘোষণা করা হয়েছে। উক্ত উক্ত ঘোষণায় রয়েছে বেতন বৃদ্ধি থেকে শুরু করে মহার্ঘভাতা এবং চুক্তিভিত্তিক কর্মচারীদের শুনানির জন্য কমিটি গঠন ইত্যাদি আরও একাধিক বিষয়। সরকারের এই ঘোষের মাধ্যমে কারা উপকৃত হয়েছেন জানুন আজকের এই প্রতিবেদনে।
LIC ও ব্যাঙ্ক কর্মচারীদের বেতন বৃদ্ধি:
কেন্দ্রীয় সরকারের (Central Government Of India) তরফ থেকে ৮ মার্চ তারিখে ব্যাংক কর্মীদের বেতন বৃদ্ধির কথা ঘোষণা করা হয়েছে। লোকসভা নির্বাচনের আগে সরকারি ব্যাংকের প্রায় ৮.৫ লক্ষ কর্মচারী ও কর্মকর্তাদের বেতন বৃদ্ধি পেয়েছে।
LIC কর্মীদের বেতন বৃদ্ধি:
সরকারের তরফ থেকে গৃহীত এই সিদ্ধান্তের ফলে কর্মীদের বেতন ১৭ শতাংশ বৃদ্ধি করা হবে। এটি ২০২২ সালের নভেম্বর মাস থেকে কার্যকরী হবে। তাই কর্মচারীরা তাদের বকেয়া বেতনের বাড়তি অর্থও পাবেন। সরকারের তরফ থেকে ভারতীয় জীবন বীমা সংস্থা লাইফ ইন্সুরেন্স কর্পোরেশনের কর্মরত কর্মীদের বেতন ১৭ শতাংশ বৃদ্ধি করা হয়েছে।
আরও পড়ুন👉: West Bengal Job: রাজ্যে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে চাকরির সুযোগ! আজই আবেদন করুন
১ লক্ষেরও অধিক কর্মচারীরা পাবেন সুবিধা:
সরকারের তরফ থেকে গৃহীত এই সিদ্ধান্তটি ১ আগস্ট ২০২২ সাল থেকে কার্যকর হবে বলে জানানো হয়েছে। এর ফলে ১ লক্ষ LIC সংস্থায় কর্মরত কর্মচারী এবং ৩০ হাজার পেনশন ভোগী, প্রাক্তন কর্মচারীদের সুবিধা প্রদান করা হবে। ভারতীয় জীবন বীমা সংস্থায় কর্মরত প্রাক্তন কর্মচারীদের জাতীয় পেনশন সিস্টেমে ভাতা ২০ শতাংশ থেকে বৃদ্ধি করে ১৪ শতাংশ করা হয়েছে। ২০১০ সালে ১ এপ্রিল তারিখে নিযুক্ত ২৪ হাজার কর্মচারীদের এই সুবিধা প্রদান করা হবে।
DA বৃদ্ধি:
কেন্দ্রীয় সরকারের (Central Government Of India) অধীনে কর্মরত কর্মচারীদের DA-এর পরিমাণ বৃদ্ধি করা হয়েছে। এই ঘটনার পরপরই একাধিক রাজ্যে সরকারি কর্মচারী এবং পেনশন ভোগীদের মহার্ঘ ভাতা ৪ শতাংশ বৃদ্ধি করা হয়েছে।
আরও পড়ুন👉: শীঘ্রই ধনী হতে চান? তবে এই কাজ করলে আসবে অঢেল টাকা
মহার্ঘ ভাতা বৃদ্ধি হয়েছে যে সমস্ত রাজ্যে:
যে সমস্ত রাজ্যের মহার্ঘ ভাতার পরিমাণ বৃদ্ধি করা হয়েছে সেই রাজ্যগুলি হল উত্তর প্রদেশ কর্ণাটক (Karnatak), আসাম (Asam), হরিয়ানা (Haryana), রাজস্থান (Rajasthan), মধ্যপ্রদেশ (Madhya Pradesh), ছত্রিশগড় (Chhattisgarh), তামিলনাড়ু (Tamil Nadu) এবং উত্তরাখন্ড (Uttarakhand)। উক্ত সকল রাজ্যে সরকারি কর্মচারীদের মহার্ঘ্য ভাতার পরিমাণ ৪ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। এর দ্বারা অসংখ্য কর্মচারীর বেতন বৃদ্ধি পাবে ও পেনশনভোগীর উপকৃত হবেন।