১১ লক্ষ টাকা পেয়ে যাবেন প্রতিদিনে ৮৭ টাকা জমা করে, LIC-র এই বিশেষ প্ল্যান জেনে নিন
(১/৬) বর্তমানে দেশের সব থেকে বড় রাষ্ট্রায়ত্ত বীমা সংস্থা ভারতীয় জীবন বিমা নিগম (LIC) প্রায়শই তাদের গ্রাহকদের জন্য একাধিক নতুন নতুন পলিসি নিয়ে আসে। তবে সব থেকে উল্লেখযোগ্য ব্যাপার হল LIC-তে বিনিয়োগ সম্পূর্ণ নিরাপদ এবং এতে বিনিয়োগকারীরা নিশ্চিত ভাবে অর্থ ফেরত পান।
(২/৬) এলআইসি-তে (LIC) শিশু থেকে শুরু করে প্রবীণ এমনকি মহিলাদের জন্যও রয়েছে একাধিক আকর্ষণীয় পলিসি। LIC সম্প্রতি মহিলার জন্য একটি দুর্দান্ত পলিসি নিয়ে এলো যার নাম এলআইসি আধার শিলা যোজনা (LIC Aadhaar Shila Plan)।
(৩/৬) উক্ত পলিসিটি হল একটি নন-লিঙ্কড ব্যক্তিগত জীবন বিমা যোজনা। আপনি যদি উক্ত পলিসির আওতায় দীর্ঘ সময়ের জন্য বিনিয়োগ করেন তবে সুরক্ষার সাথে মোটা অঙ্কের অর্থ রিটার্ন পাবেন। এই পলিসিটি ৮ বছর থেকে ৫৫ বছর বয়সী সকল মহিলারাই করতে পারবেন বিনিয়োগ।
(৪/৬) আপনি উক্ত পলিসিতে কমপক্ষে ১০ বছর থেকে সর্বোচ্চ ২০ বছর অবধি বিনিয়োগ করতে পারবেন। উক্ত বীমা প্ল্যানের মেয়াদ শেষে বিনিয়োগকারীর বয়স ৭০ বছর অবধি করা হয়েছে। এবার কোনো মহিলা যদি তাঁর ৫৫ বছর বয়সে উক্ত পলিসির আওতায় বিনিয়োগ করে তবে তিনি ১৫ বছর অবধি বিনিয়োগ করতে পারবেন। এই পলিসিতে বার্ষিক, ত্রৈমাসিক ও মাসিক ভিত্তিতে জমা করতে পারবেন অর্থ।
আরও পড়ুন: অবশেষে সুখবর! নতুন করে ৮৬ হাজার শূন্যপদে প্রাইমারি ও আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ
মাত্র ৮৭ টাকা বিনিয়োগে হয়ে যাবে ১১ লক্ষ টাকা:
(৫/৬) এলআইসি আধার শিলা যোজনা (LIC Aadhaar Shila Plan) পলিসিতে আপনি পাবেন বেশ মোট অংকের টাকা রিটার্ন। উক্ত পলিসির আওতায় যদি আপনি দৈনিক ৮৭ টাকা করে বিনিয়োগ করেন তবে আপনি পলিসির মেয়াদ শেষে হতে পারেন ধনী।
(৬/৬) আপনি যদি প্রত্যহ ৮৭ টাকা করে জমান তবে মাস শেষে হয় ২৬১০ টাকা অর্থাৎ বছরে ৩১৩২০ টাকা। আপনি ওই পরিমাণ অর্থ ১০ বছর ধরে উক্ত পলিসির আওতায় জমা করেন তবে আপনার মোট জমা করা অর্থরাশির পরিমাণ হবে ৩ লক্ষ ১৩ হাজার ২০০ টাকা। আপনি উক্ত পলিসির মেয়াদ শেষে পাবেন ১১ লক্ষ টাকার অধিক অর্থ।