সরাসরি LIC-তে নিয়োগ চলছে! শীঘ্রই আবেদন করে ফেলুন, রইলো পদ্ধতি (LIC Recruitment 2024)

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

LIC Recruitment 2024: বেকার চাকরি প্রার্থীদের জন্য সুখবর। ভারতীয় জীবন বীমা (LIC) সংস্থার তরফ থেকে প্রকাশিত হয়েছে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। মহিলা ও পুরুষ উভয়ই এই চাকরির জন্য করতে পারবেন আবেদন। আগ্রহী চাকরি প্রার্থীরা এই সংস্থায় সংশ্লিষ্ট পদের জন্য আবেদন জানাতে পারেন। বিস্তারিত জানতে আজকের সম্পূর্ণ পড়ুন।

পদের নাম (Name Of The Post):

সংশ্লিষ্ট সংস্থার পক্ষ থেকে ডিপিও পদে করা হবে কর্মী নিয়োগ।

বয়সসীমা (Age Limit):

LIC সংস্থায় সংশ্লিষ্ট পদে আবেদন করার জন্য আগ্রহী প্রার্থীদের বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে।

মাসিক বেতন (Monthly Salary):

LIC সংস্থায় সংশ্লিষ্ট পদে চাকরির প্রার্থীরা নিয়োগের পর উক্ত সংস্থার বেতন কাঠামো অনুসারে নির্ধারিত বেতন পাবেন।

আরও পড়ুন👉: SSC: অবশেষে এসএসসি-র মাধ্যমে প্রচুর শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি! শীঘ্রই আবেদন করুন

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

নিয়োগ প্রক্রিয়া (Recruitment Process):

ভারতীয় জীবন বীমা সংস্থায় সংশ্লিষ্ট পদে আবেদনকারী প্রার্থীদের কোনো রকম লিখিত পরীক্ষা নেওয়া হবে না। কেবলমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে করা হবে নিয়োগ। নিউ প্রক্রিয়া সংক্রান্ত আরো বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েবসাইটটি ভালোভাবে দেখুন।

আবেদন পদ্ধতি (Application Process):

আগ্রহী আবেদনকারী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে সংশ্লিষ্ট পদে আবেদন জানাতে পারবেন। নিচের কয়েকটি ধাপ অনুসরণ করে করতে পারবেন আবেদন।

১. আপনাকে প্রথমে সংশ্লিষ্ট সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।

২. এরপর আবেদন লিংকে ক্লিক করুন।

৩. এরপর নির্ধারিত তথ্যগুলির সঠিকভাবে দিয়ে আবেদন পত্র পূরণ করুন।

৪. এরপর প্রয়োজনীয় নথি গুলি আপলোড করুন।

৫. এরপর আবেদন মুল্য জমা করে অন্যান্য তথ্য গুলি সঠিক কিনা তা যাচাই করে ফর্মটি সাবমিট করুন।

৬. এরপর প্রমাণস্বরূপ আবেদনের এক কপি প্রিন্ট আউট করে নিজের কাছে রাখুন।

আরও পড়ুন👉: DA News: ফের DA বাড়ছে রাজ্য সরকারি কর্মীদের! কত টাকা বাড়বে? জেনে নিন

প্রয়োজনীয় নথিপত্র (Important Documents):

সংশ্লিষ্ট পদে আবেদন করার জন্য যে সমস্ত ডকুমেন্টস গুলি প্রয়োজন তা হল- আপনার আধার কার্ড (Aadhaar Card), ভোটার কার্ড (Voter Card), জন্মের শংসাপত্র (Birth Certificate), বয়সের প্রমাণপত্র (Madhyamik Admit Card), এক কপি রঙিন পাসপোর্ট সাইজ ফটো, শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস (Education Qualification Document), জাতিগত শংসাপত্র (Cast Certificate) আরও অন্যান্য নথিপত্র।

শিক্ষাগত যোগ্যতা (Education Qualification): 

আগ্রহী আবেদনকারী প্রার্থীদের সরকার স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে BE বা MBA ডিগ্রি থাকতে হবে। এর সঙ্গে ডিজিটাল ট্রান্সফরমেশনে কমপক্ষে ৩ বছরের সাম্প্রতিক অভিজ্ঞতা সহ ৩ থেকে ৮ বছরের যোগ্যতার এবং কাজের অভিজ্ঞতা থাকতে হবে। প্রোডাক্ট ডেভেলপমেন্ট, UX/UI, UAT, CI/CD, Infosec, CUG, এবং অপ্টিমাইজেশন ইত্যাদি সহ SDLC বিষয়ে পারদর্শী হতে হবে।

আবেদনের শেষ তারিখ (Last Date Of Application):

আগ্রহী আবেদনকারী প্রার্থীরা সংশ্লিষ্ট পদের জন্য ৮ এপ্রিল ২০২৪ অবধি আবেদন করতে পারবেন।

আরও পড়ুন👉: Good News! ১০,০০০ টাকা অ্যাকাউন্টে ঢুকবে আবেদন করলেই! রাজ্য সরকারের নতুন প্রকল্প জেনে নিন

গুরুত্বপূর্ণ লিংক

👉আরও Latest চাকরির খবর দেখুন
👉WhatsApp Group-এ যুক্ত হন

আরও পড়ুন👉: Summer Vacation: এবার স্কুলে এই ২২ দিন থাকবে গরমের ছুটি, ‘বোনাস’ রয়েছে উত্তরবঙ্গের জন্য