Lok Sabha Election 2024: আপনার কেন্দ্রের প্রার্থীর নামে কী কী কেস আছে? মোবাইলে চেক করুন এইভাবে
দেশজুড়ে লোকসভা নির্বাচনের দিন ঘোষণা হয়েছে গত শনিবার। ১৯ এপ্রিল তারিখে হবে প্রথম নির্বাচনী ভোট। বিভিন্ন রাজনৈতিক দলগুলি ইতিমধ্যে প্রস্তুতি নিচ্ছে। প্রস্তুতি শুরু হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকেও। লোকসভা নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের তরফ থেকে একটি অ্যাপ সামনে আনা হয়েছে। অ্যাপ সামনে এনেছেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার।
অ্যাপটির নাম Know Your Candidate (KYC)। একটি ব্যবহার করে ভোটাররা উপকৃত হবেন বলেই জানা যাচ্ছে। অ্যাপটির মাধ্যমে ভোটাররা তার নিজের এলাকায় লোকসভার আসনে নির্বাচিত প্রার্থীর সমস্ত তথ্যই জানতে পারবেন। ওই প্রার্থীর কোন ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড আছে কিনা? বা এর পূর্বে কোন অপরাধ করেছেন কিনা? তা এই অ্যাপের সাহায্যে জানতে পারবেন ভোটাররা।
Know Your Candidate (KYC) অ্যাপ:
ভোটাররা চাইলে এই অ্যাপ ব্যবহার করে তার নিজের লোকসভার আসনে নির্বাচিত সকল প্রার্থীদের তথ্য খুব সহজেই জানতে পারবেন। তার সঙ্গে ভোটাররা চাইলে ওই প্রার্থীর কোন ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড আছে কিনা? তা উক্ত অ্যাপের মাধ্যমে জানতে পারবেন। একটি সামনে আনার সময় নির্বাচন কমিশনার জানান, ভোটারদের অধিকার রয়েছে তার নিজের এলাকায় যে প্রার্থী নির্বাচনের দাঁড়িয়েছেন তার কোন ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড আছে কিনা? সে বিষয়ে জানার।
গুগল প্লে স্টোর ও অ্যাপেল প্লে স্টোর আছে অ্যাপটি:
Know Your Candidate (KYC) অ্যাপটি গুগল প্লে স্টোর (Google Play Store) এবং অ্যাপেল প্লে স্টোর (Apple Play Store) থেকে ডাউনলোড করতে পারবেন ভোটাররা। উক্ত অ্যাপটিতে রয়েছে একাধিক ফিচারস। এই অ্যাপে আপনার এলাকায় নির্বাচিত প্রার্থীর নাম লিখে সার্চ করতে পারবেন।
আরও পড়ুন👉: Aadhaar-Mobile Link: আধারের সঙ্গে মোবাইল নম্বর কী ভাবে লিঙ্ক করবেন? UIDAI-এর দেওয়া সহজ পদ্ধতি জেনে নিন
ওই প্রার্থীর যদি কোন ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড থেকে থাকে তবে সেটি এই অ্যাপ দেখাবে। উক্ত প্রার্থীর বিরুদ্ধে যদি কোন কেস ফাইল হয়ে থাকে সেটিও এই অ্যাপে দেখাবে এবং কেস সম্পর্কিত সম্পূর্ণ তথ্য জানতে পারবেন ভোটাররা।
৭ দফায় লোকসভা নির্বাচন হবে ২০২৪ সালে:
চলতি বছর লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে ৭ দফায়। প্রথম দফার ভোট অনুষ্ঠিত হবে ১৯ এপ্রিল তারিখে। জুন মাসের ৪ তারিখে হবে লোকসভা নির্বাচনের ভোট গণনা। নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, ভারতের রাজধানী দিল্লিতে লোকসভার ভোট অনুষ্ঠিত হবে ২৫ মে। মুম্বাইতে লোকসভার ভোট অনুষ্ঠিত হবে ২০ মে তারিখে।
১৯ এপ্রিল তারিখে প্রথম দফায় ভোট অনুষ্ঠিত হবে ২১ টি রাজ্য এবং কেন্দ্রশাসিত রাজ্যের ১০২ টি আসনে।
২৬ এপ্রিল তারিখে অনুষ্ঠিত হবে দ্বিতীয় দফায় ভোট। ওই দিন নির্বাচন হবে ১৩টি রাজ্য এবং কেন্দ্রশাসিত রাজ্যের ৮৯ টি আসনে।
৭ মে তারিখে অনুষ্ঠিত হবে তৃতীয় দফায় ভোট। ওই দিন নির্বাচন হবে ১২ টি রাজ্য এবং কেন্দ্রশাসিত রাজ্যের ৯৪ টি আসনে।
আরও পড়ুন👉: মোবাইলের স্পিড কমে গিয়েছে? এই সেটিংস-এই পুরনো ফোন হবে নতুনের মতো
১৩ মে তারিখে অনুষ্ঠিত হবে চতুর্থ দফায় ভোট। ওই দিন নির্বাচন হবে ১০টি রাজ্য এবং কেন্দ্রশাসিত রাজ্যের ৯৬ টি আসনে।
২০ মে তারিখে অনুষ্ঠিত হবে পঞ্চম দফায় ভোট। ওই দিন নির্বাচন হবে ৮ টি রাজ্য এবং কেন্দ্রশাসিত রাজ্যের ৪৯ টি আসনে।
২৫ মে তারিখে অনুষ্ঠিত হবে ষষ্ঠ দফায় ভোট। ওই দিন নির্বাচন হবে ৭টি রাজ্য এবং কেন্দ্রশাসিত রাজ্যের ৫৭ টি আসনে।
১ জুন তারিখে অনুষ্ঠিত হবে সপ্তম দফায় ভোট। শেষ দফায় নির্বাচন হবে ৮টি রাজ্য এবং কেন্দ্রশাসিত রাজ্যের ৫৭ টি আসনে।
আরও পড়ুন👉: ৮টি সহজ উপায় কোটি কোটি টাকা ইনকাম করার! জেনে নিন পদ্ধতিগুলি