Lok Sabha Election 2024: ভোটার কার্ড থাকলেও আপনি ভোট দিতে পারবেন না! কারণ জেনে নিন

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

লোকসভা ভোট (Lok Sabha Election 2024) ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। রাজ্যে এবার সাত দফায় ভোট অনুষ্ঠিত হবে। প্রথম দফার ভোট কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায় ১৯ এপ্রিল তারিখে। এরপরে বাকি দফায় ধাপে ধাপে রাজ্যের অন্যান্য জেলা গুলিতে ভোট অনুষ্ঠিত হবে।

তবে আপনার কাছে ভোটার কার্ড (Voter Card) আছে মানেই যে আপনি ভোট (Vote) দিতে পারবেন এমন কোন কথা নেই। ভোট দেওয়ার জন্য ভোটার তালিকায় (Voter list) অবশ্যই আপনার নাম থাকতে হবে, না হলে আপনি ভোট দিতে পারবেন না। তাই ভোট (Vote) শুরু হওয়ার আগে সমস্ত ভোটারদের একবার নিজেদের নামের তালিকা দেখে নিতে বললেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক।

অনেকেই হয়তো জানেন না ভোটার তালিকায় (Voter list) নিজের নাম কিভাবে দেখবেন। তার জন্য একটি খুব সহজ পন্থা রয়েছে। 1950 নম্বরে এসএমএস করে অথবা আপনি চাইলে Saksham app-র মাধ্যমে ভোটার তালিকা দেখে নিতে পারেন।

যদি আপনি দেখেন যে ভোটার তালিকায় আপনার নাম নেই তাহলে চিন্তিত বা উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। প্রয়োজনে দফা অনুযায়ী প্রার্থীদের মনোনয়ন পেশ করার ১০ দিন আগে পর্যন্ত আপনি ভোটার তালিকায় নিজের নাম নতুন করে নথিভুক্ত করতে পারবেন।

আরও পড়ুন👉: দ্রুত কোটিপতি হতে চান? এই ৪ ব্যবসায় হবে স্বপ্ন পূরণ

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

রাজ্যের প্রথম ভোট অনুষ্ঠিত হয়েছে ১৯ এপ্রিল তারিখে কোচবিহার, আলিপুরদুয়ারজলপাইগুড়ি জেলায়। এখনো ৬ দফা ভোট বাকি রয়েছে। দ্বিতীয় দফার ভোট রয়েছে আগামী ২৬ এপ্রিল রায়গঞ্জ, বালুরঘাটদার্জিলিং জেলায়।

অনেকেই হয়তো জানেন না যে রাজ্যে সপ্তম দফায় ভোট অনুষ্ঠিত হচ্ছে তা কত তারিখে কোন কোন জেলায় হচ্ছে। চলুন এক নজরে সেটা দেখে নেওয়া যাক-

প্রথম দফা ভোট- কোচবিহার আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায় (১৯ এপ্রিল)

দ্বিতীয় দফা ভোট- রায়গঞ্জ, বালুরঘাটদার্জিলিং জেলায় (২৬ এপ্রিল)

তৃতীয় দফা ভোট- মুর্শিদাবাদ, জঙ্গিপুর, মালদা উত্তর, মালদা দক্ষিণ (৭ মে)

চতুর্থ দফা ভোট- বোলপুর, বীরভূম, বর্ধমান পূর্ব, বর্ধমান দুর্গাপুর, বহরমপুর, কৃষ্ণনগর, আসানসোল, রানাঘাট (১৩ মে)

আরও পড়ুন👉: ৩৬ জন শিক্ষকের চাকরি গেল এই এক স্কুলেই! দিশাহারা প্রচুর শিক্ষার্থী

পঞ্চম দফা ভোট- ব্যারাকপুর, শ্রীরামপুর, বনগাঁ, হাওড়া, হুগলি, উলুবেড়িয়া (২০ মে)

ষষ্ঠ দফা ভোট- পুরুলিয়া, বাঁকুড়া, তমলুক, ঘাটাল, বিষ্ণুপুর, ঝাড়গ্রাম, কাঁথি, মেদিনীপুর (২৫ মে)

সপ্তম দফা ভোট- কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, দমদম, বারাসত,  মথুরাপুর, ডায়মন্ড হারবার, বসিরহাট,  যাদবপুর, জয়নগর (১ জুন)

আরও পড়ুন👉: SBI-এর গ্রাহকদের জন্য বড় উপহার! এবার থেকে মিলবে এই বিশেষ সুবিধা

গুরুত্বপূর্ণ লিংক

👉 আরও Latest চাকরির খবর দেখুন
👉 WhatsApp Group-এ যুক্ত হন

আরও পড়ুন👉: WhatsApp-এর নতুন ফিচার! ইন্টারনেট ছাড়াই এই ভাবে পাঠানো যাবে ছবি!