Lok Sabha Election 2024: আজ থেকেই ভোট দিতে পারবেন বাড়ি থেকে! রইলো পদ্ধতি

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

Lok Sabha Election 2024: পশ্চিমবঙ্গে শুরু হয়েছে লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ (West Bengal Loksabha Election 2024)। শুনে আশ্চর্য হলেন। তবে কথাটি অবাক মনে হলেও সত্যি। ১৯ এপ্রিল থেকে লোকসভা নির্বাচন শুরু হওয়ার কথা হলেও আজ শুক্রবার থেকে শুরু হয়েছে পশ্চিমবঙ্গের লোকসভা ভোটগ্রহণ। ভাবছেন কিভাবে? ৮৫ বছরের বেশি বয়সী প্রবীণ নাগরিক বিশেষভাবে সক্ষম এবং দৃষ্টিহীন ভোটাররা আজ থেকে বাড়িতে বসেই ভোট দিতে পারবেন।

আজ থেকে বাড়িতে বসেই দিতে পারবেন ভোট:

নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে যে, ৮৫ বছর বয়সী প্রবীণ দৃষ্টিহীন ভোটারদের ভোট বাড়িতে গিয়ে সংগ্রহ করা হবে। ৫ এপ্রিল অর্থাৎ আজ থেকেই শুরু হয়েছে ভোট সংগ্রহের প্রক্রিয়া। এই ভোট সংগ্রহ করা হবে ১৪ এপ্রিল অবধি চলবে। পশ্চিমবঙ্গের প্রথম দফায় কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে নির্বাচন শুরু হচ্ছে ১৯ এপ্রিল থেকে।

বাড়িতে বসে কিভাবে ভোট দেবেন?

পশ্চিমবঙ্গের নির্বাচন কমিশনের (West Bengal Election Commission) তরফ থেকে জানানো হয়েছে যে, ৮৫ বছর বয়সী প্রবীণ দৃষ্টিহীন ভোটাররা বাড়িতে বসেই ভোট দিতে পারবেন। সংশ্লিষ্ট ভোদারদের থেকে ভোট নিতে যাবেন ২জন নির্বাচনী আধিকারিক, একজন ভিডিওগ্রাফার ও একদল নিরাপত্তা রক্ষী। ভোট সংগৃহীত হবে পোস্টাল ব্যালাটে। নির্বাচনী নীতি ২৭এ (27a) ধারাটি ২০২০ সালের সংশোধিত হয়।

সংশোধিত নিয়মে আরো কিছু ভোটারদের পোস্টাল ব্যালাটে ভোট দানের সুবিধা প্রদান করবার কথা উল্লেখিত হয়েছে। এই সংশোধিত নিয়মের তালিকায় রয়েছে ৮০ বছরের বেশি বয়সী প্রবীণ নাগরিক যারা ৪০ শতাংশ শারীরিকভাবে অক্ষম, নির্বাচনী আধিকারিক এবং কোভিড আক্রান্ত ভোটাররা।

আরও পড়ুন👉: Gold Price Today: সোনার দাম উর্ধ্বমুখী, প্রতিদিন রেকর্ড উচ্চতায়, আজ কলকাতায় দাম কত?

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

বাড়ি বসে ভোট দেওয়ার জন্য আবেদন করবেন কিভাবে?

যে সকল ভোটাররা বাড়ি বসে ভোট দিতে আগ্রহী তাদের জাতীয় নির্বাচন কমিশনের কাছে একটি আবেদন করতে হবে। বাড়ি থেকে ভোট দেওয়ার উপযুক্ত কারণ এবং সংশ্লিষ্ট ব্যক্তি কমিশনের নিয়মের আয়তায় পড়ছেন কিনা তার উপযুক্ত নথিপত্র জমা করতে হবে। আবেদন মঞ্জুর হলেই দুজন নির্বাচনী গ্রাহক যাবেন সংশ্লিষ্ট ভোটারের বাড়িতে ভোট সংগ্রহের জন্য। যদিও তাদের মধ্যে একজন হবেন রিটার্নিং অফিসার।

দেশব্যাপী ৯৭ কোটি ভোটার ভোট দেবেন এই লোকসভা নির্বাচনে। তার মধ্যে পশ্চিমবঙ্গে ভোটারের সংখ্যা ৭.৫৮ কোটি। এরমধ্যে পুরুষ ভোটের সংখ্যা ৩.৮৫ কোটি এবং মহিলা ভোটার ৩.৭৩ কোটি

আরও পড়ুন👉: SSC CHSL: ৫০০০ শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি এসএসসি-র, এইভাবে আবেদন করুন

গুরুত্বপূর্ণ লিংক

👉আরও Latest চাকরির খবর দেখুন
👉WhatsApp Group-এ যুক্ত হন

আরও পড়ুন👉: Bandhan Bank Recruitment 2024: সরাসরি বন্ধন ব্যাংকে হাজার হাজার নিয়োগ চলছে! শীঘ্রই আবেদন করুন