Loksabha Election 2024: পাহাড় থেকে সমতল, আজকের দ্বিতীয় দফার তিন কেন্দ্রের ভোট সম্পর্কে খুঁটিনাটি জেনে নিন
লোকসভা ভোট (Lok Sabha Election 2024) ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। প্রথম দফার ভোট ১৯ এপ্রিল সম্পূর্ণ হয়ে যাওয়ার পর আজকে ২৬ এপ্রিল শুক্রবার দ্বিতীয় দফার ভোট রয়েছে। আজকে ভোট অনুষ্ঠিত হবে রায়গঞ্জ, বালুরঘাট ও দার্জিলিং এই তিনটি লোকসভা কেন্দ্রে। ভোটগ্রহণের সময় হলো সকাল ৭ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত।
রায়গঞ্জের ভোটের একাধিক তথ্য
এবার রায়গঞ্জে তৃণমূলের তরফ থেকে দাঁড়িয়েছেন প্রার্থী কৃষ্ণ কল্যাণী, বিজেপির তরফ থেকে প্রার্থী কার্তিক পাল, বাম সর্মথিত কংগ্রেস প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন আলি ইমরান রামজ ওরফে ভিক্টর।
রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে এবার মোট প্রার্থীর সংখ্যা ২০ জন তারমধ্যে একজন মহিলা বাদে সবকটি পুরুষ। নিয়ম অনুযায়ী যদি ভোটে ১৬ জনের বেশি প্রার্থী হয়ে যায় তাহলে দু’টি ব্যালট ইউনিট থাকে। তাই এইবার রায়গঞ্জে সব বুথেই দু’টি করে ব্যালট ইউনিট থাকবে। এবার রায়গঞ্জে মোট কোম্পানি বাহিনীর সংখ্যা হচ্ছে ১১১। আবার মোট বুথের সংখ্যা ১৭৩০। এরমধ্যে স্পর্শকাতর বুথের সংখ্যা ২১০টি। ও ক্রিটিকাল বুথের সংখ্যা ২৩৬ টি।
দার্জিলিঙে ভোটের একাধিক তথ্য
দার্জিলিঙে এইবার তৃণমূলের প্রার্থী হিসেবে ভোটে দাঁড়িয়েছেন গোপাল লামা। বিজেপির হয়ে ভোটে দাঁড়িয়েছেন বিদায়ী সাংসদ রাজু বিস্তা। কংগ্রেসের হয়ে ভোটে দাঁড়িয়েছেন মুনিশ তামাং এবং এসইউসিআই-এর হয়ে ভোটে দাঁড়িয়েছেন শাহরিয়ার আলম। দার্জিলিং লোকসভা কেন্দ্রে এইবার মোট বুথের সংখ্যা ১৯৯৯। কোম্পানি বাহিনীর ব্যবহার হচ্ছে মোট ৮৮। মোট বুথের মধ্যে ক্রিটিক্যাল বুথের সংখ্যা ৮৬৬ টি এবং স্পর্শকাতর বুথের সংখ্যা ৭৩৯টি।
আরও পড়ুন👉: Big News: SSC দুর্নীতির ২৬,০০০ চাকরি বাতিল মামলার শুনানির সম্ভাব্য তারিখ জানিয়ে দিল সুপ্রিম কোর্ট
বালুরঘাটে ভোটের একাধিক তথ্য
বালুরঘাটে তৃণমূল এর তরফ থেকে ভোটে দাঁড়িয়েছেন। বিজেপি প্রার্থী হিসেবে ভোটে দাঁড়িয়েছেন বিদায়ী সাংসদ সুকান্ত মজুমদার। আরএসপি এর হয়ে ভোটে দাঁড়িয়েছে জয়দেব সিদ্ধান্ত আর আইএসএফ এর হয়ে দাঁড়িয়েছে মোজাম্মল হক। বালুরঘাটে মোট বুথের সংখ্যা হল ১৫৬৯। এই ভোটকেন্দ্রে কোম্পানি বাহিনী থাকবে ৭৩। আর স্পর্শকাতর বুথের সংখ্যা হল ১৯২টি এবং ক্রিটিক্যাল বুথের সংখ্যা ২৬৩।
আরও পড়ুন👉: ৩৪,৮০০ টাকা বেতনে সরকারি একাউন্টেন্ট পদে নিয়োগ করা হচ্ছে, এই ভাবে আবেদন করুন
গুরুত্বপূর্ণ লিংক
আরও পড়ুন👉: Fact Check: ১৮,০০০ টাকা করে প্রতি মাসে দিচ্ছে সরকার?