LPG Cylinder Rate: ফেব্রুয়ারিতেই বেড়ে গেলো LPG সিলিন্ডারের দাম! রান্নার গ্যাসের দাম কত এখন?

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

(১/৫) ফেব্রুয়ারি (February) মাস শুরু হতে না হতেই দেশের একাধিক রাজ্যের বাড়ল বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম (LPG Gas Cylinder price)। মঙ্গলবার মধ্যরাত থেকেই ধার্য্য হয়েছে এটি। রাষ্ট্রায়ত্ত সংস্থা ইন্ডিয়ান অয়েল (Indian Oil)-এর পক্ষ থেকে দেশের একাধিক শহরে ভিন্ন ভিন্ন হারে দাম বৃদ্ধি পেয়েছে এলপিজি গ্যাস সিলেন্ডারের (LPG Gas Cylinder)। কলকাতায় এলপিজি গ্যাস সিলিন্ডার (LPG Gas Cylinder Price in Kolkata) প্রতি দাম বৃদ্ধি পেয়েছে ১৮ টাকামুম্বাইয়ে গ্যাস সিলিন্ডার (LPG Gas Cylinder Price in Mumbai) পিছু দাম বৃদ্ধি পেয়েছে ১৫ টাকাচেন্নাইতে গ্যাস সিলেন্ডার কিছু দাম বৃদ্ধি পেয়েছে ১২.৫ টাকা

(২/৫) ইন্ডিয়ান অয়েল সংস্থা তরফ থেকে বলা হয়েছে, কলকাতায় ১ ফেব্রুয়ারি থেকে ভর্তুকি বাদে ১৯ কেজি বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের (LPG Gas Cylinder Price in Kolkata) কিনতে পারবেন ১,৮৮৭ টাকায়। যেখানে জানুয়ারি মাসে ভর্তুকি বাদে গ্যাস সিলিন্ডারের কিনতে পারতেন ১,৮৬৯ টাকা। অর্থাৎ এই মাস থেকে প্রতি সিলিন্ডারে দাম বৃদ্ধি পেয়েছে ১৮ টাকা। এ মাসে ভর্তুকি দিয়ে ১৯ কেজি বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম ১,৭৬৯.৫ টাকা। পূর্বে ভর্তুকি দিয়ে ১৯ কেজি গ্যাস সিলিন্ডারের দাম ছিল ১,৭৫৫.৫ টাকা

দেশের আরও দুটি উল্লেখযোগ্য বৃহত্তম মহানগরী মুম্বাই (Mumbai)এবং চেন্নাইতে (Chennai) বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম কত?

(৩/৫) দেশের উল্লেখযোগ্য মহানগরী মুম্বাইতে ১৯ কেজি বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডার (LPG Gas Cylinder Price in Mumbai) আপনি কিনতে পারবেন ১,৭২৩.৫ টাকায়। যেটি পূর্বের মাসেই কিনতে পারতেন ১,৭০৮.৫ টাকায়। অর্থাৎ এই মাসে মূল্যবৃদ্ধি ১৫ টাকা। আরেকটি উল্লেখযোগ্য নগরী চেন্নাইতে ১৯ কেজি গ্যাস সিলিন্ডার (LPG Gas Cylinder Price in Chennai) ভর্তুকি বাদে আপনি কিনতে পারবেন ১,৯৩৭ টাকায়। পূর্বের মাসেই এই গ্যাস সিলিন্ডারের দাম ছিল ১,৯২৪.৫ টাকা। অর্থাৎ মূল্যবৃদ্ধি হয়েছে ১২.৫ টাকা

(৪/৫) যদিও ১৪.২ কেজি ভর্তুকি বাদে এলপিজি গ্যাস সিলিন্ডার অর্থাৎ রান্নার গ্যাস সিলিন্ডারের দামের (LPG Cooking Gas Cylinder Price) কোন পরিবর্তন করা হয়নি। বর্তমানে কলকাতায় ভর্তুকি বাদে ১৪.২ কেজি ওজনের রান্নার গ্যাস সিলিন্ডারের দাম (Cooking Gas Cylinder Rate in Kolkata) ৯২৯ টাকা। যেটি ২০২৩ সালের ৩০ আগস্ট থেকে একই রয়েছে। উজ্জ্বলা যোজনার অন্তর্ভুক্ত গ্রাহকদের জন্য প্রতি গ্যাস সিলিন্ডার দাম ৬২৯ টাকা। কারণ তাদের ভর্তুকি বাবদ ৩০০ টাকা করে সরকারের তরফ থেকে প্রদান করা হয়।

আরও পড়ুন: Job News: চাকরি নিয়ে বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের! কোন কোন পদে চাকরি?

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

(৫/৫) বর্তমানে দেশের রাজধানী দিল্লিতে ভর্তুকি বাদে ১৪.২ কেজি ওজনের রান্নার গ্যাস সিলিন্ডারের দাম (Cooking Gas Cylinder Price in Delhi) ৯০৩ টাকামুম্বাইতে ভর্তুকি বাদে ১৪.২ কেজি ওজনের রান্নার গ্যাস সিলিন্ডার (Cooking Gas Cylinder Price in Mumbai) আপনি কিনতে পারবেন ৯০২.৫ টাকায়চেন্নাইতে ১৪.২ কেজি ওজনের রান্নার গ্যাস সিলিন্ডার দাম (Cooking Gas Cylinder Price in Chennai) ৯১৮.৫ টাকা

আরও পড়ুন: ফেব্রুয়ারিতে আছে লক্ষ্মী-নারায়ণ যোগ, এই ৩ রাশি পাবেন প্রচুর টাকা ও উন্নতি

গুরুত্বপূর্ণ লিঙ্ক (Important Link)

WhatsApp Group-এ যুক্ত হন👉যুক্ত হন

আরও পড়ুন: Double Your Money: আপনার টাকা হবে দ্বিগুণ! SBI-এর এই স্কিম সম্পর্কে জেনে নিন