Madhyamik Routine 2025: ২০২৫-এর মাধ্যমিক নিয়ে বিরাট ঘোষণা! কী জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু?

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

Madhyamik Routine 2025: চলতি বছর ফেব্রুয়ারি মাসের ২ তারিখ থেকে শুরু হয়েছিল মাধ্যমিক পরীক্ষা। পরের বছর অর্থাৎ ২০২৫ সালে মাধ্যমিক পরীক্ষা আরও ১২ দিন পিছিয়ে অর্থাৎ ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হবে। গত সোমবার একটি সাংবাদিক সম্মেলন করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেই বৈঠকেই ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষার দিন ঘোষণা করেন শিক্ষামন্ত্রী।

সোমবার সাংবাদিক বৈঠকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, “এবছর মাধ্যমিক পরীক্ষার শেষের দু-তিন দিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একটি বৈঠক হয়। মুখ্যমন্ত্রীর সম্মতিক্রমে ২০২৫ সালের ১৪ই ফেব্রুয়ারি মাধ্যমিক পরীক্ষা শুরু হবে। এই নিয়ে মাধ্যমিক শিক্ষা পর্ষদকেও সোমবার জানিয়ে দিয়েছি।” এরপর শিক্ষামন্ত্রী আরও বলেন, কবে কোন পরীক্ষা অনুষ্ঠিত হবে? তা শীঘ্রই পর্ষদের তরফ থেকে ওয়েবসাইটে প্রকাশ করা হবে এবং ২০২৫ সালের পরীক্ষা শেষ হবে ২৪ ফেব্রুয়ারি।

সোমবার সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন, ২০২৫ সালে ১৪ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Exam 2025) শুরু হবে এবং শেষ হবে ২৪ ফেব্রুয়ারি। উক্ত দিন গুলির মধ্যে পরীক্ষা অনুষ্ঠিত হবে ৮ দিন। ১৪ ফেব্রুয়ারি, ১৫ ফেব্রুয়ারি, ১৭ ফেব্রুয়ারি, ১৮ ফেব্রুয়ারি, ১৯ ফেব্রুয়ারি, ২০ ফেব্রুয়ারি, ২২ ফেব্রুয়ারি এবং ২৪ ফেব্রুয়ারি দিনগুলিতে হবে মাধ্যমিক পরীক্ষা।

এবছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে ২ ফেব্রুয়ারি থেকে এবং শেষ হয়েছে ১২ ফেব্রুয়ারিতে। পরীক্ষার শেষ একটি সাংবাদিক বৈঠকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, গতবারের তুলনায় এবার মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। ভালোভাবেই পরীক্ষা সম্পন্ন হয়েছে।

আরও পড়ুন: পুরুষদের ৬০০০ ও মহিলাদের ১২০০০ টাকা দেবে কেন্দ্রীয় সরকার! কারা পাবেন? জেনে নিন

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

শিক্ষামন্ত্রী আরও বলেন, “প্রত্যেকবার মোবাইলে প্রশ্ন বেরিয়ে যেত। আমরা এবার পরীক্ষার আগে ২০টি বৈঠক করেছি। বাইরের কিছু গ্যাং এটা করছিল। আমরা অনেক আলোচনা করে প্রশ্ন কিউআর কোড দিয়েছিলাম। এবার প্রত্যেকে যারা ছবি তুলেছে তাদের ধরা গেছে।”

আরও পড়ুন: Upper Primary Latest News: শীঘ্রই হবে উচ্চ প্রাথমিকে নিয়োগ! ইঙ্গিত কলকাতা হাইকোর্টের

তিনি জানান, মোট ৩৬ জনের পরীক্ষা বাতিল করা হয়েছে। ২ টি জেলা থেকে একটি গ্যাং এই কাজটি পরিচালনা করছিল। মোট ৩৭ টি মোবাইল নিয়ে নেওয়া হয়েছে।

আরও পড়ুন: Lottery Tricks: রাতারাতি মালামাল হবেন এইভাবে লটারি কাটলে, গোপন সূত্র জেনে নিন

গুরুত্বপূর্ণ লিঙ্ক (Important Link)

WhatsApp Group-এ যুক্ত হন👉যুক্ত হন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *