Business Idea: প্রথম দিন থেকেই উপার্জন হবে! মাত্র ১০,০০০-এ শুরু করুন এইসব দুর্দান্ত ব্যবসা

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

Business Idea: বর্তমানে ব্যবসার দিকে মানুষের ঝোঁক বেশ বাড়ছে। বহু মানুষ চাকরির পাশাপাশি কিছু ছোটখাটো ব্যবসা করতে চান। আবার চাকরির মন্দাজনিত কারণে ব্যবসার প্রতি চাহিদা বৃদ্ধি পাচ্ছে। একাধিক মানুষের কাছে ভালো বিজনেস আইডিয়া (Business Idea) থাকা সত্বেও শুধুমাত্র মূলধনের অভাবে ব্যবসা করতে পারেন না। তাই এই প্রতিবেদনে আপনাদের জানাবো এমন কতগুলি ব্যবসা সম্পর্কে, যেগুলি আপনি মাত্র ১০,০০০ টাকাতেই শুরু করতে পারবেন।

টিফিন সার্ভিস (Tiffin Services):

আপনি যদি কম মূলধন বিনিয়োগে বেশি লাভজনক ব্যবসা করতে চান, তবে টিফিন সার্ভিস (Tiffin Services) আপনার জন্য একটু উপযুক্ত ব্যবসা। মাত্র ১০,০০০ টাকারও কম অর্থ বিনিয়োগ করে আপনি এই ব্যবসাটি শুরু করতে পারবেন। এই ব্যবসাটি মহিলাদের জন্য একটি অত্যন্ত ভালো ব্যবসা।

কলকাতা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় এমন একাধিক স্থান আছে যেখানে চাকরি বা পড়াশোনার সূত্রের কারণে মানুষজন পরিবারের থেকে বাইরে থাকে। তাদের জীবনযাপনের জন্য প্রয়োজন খাবারের। কোন ব্যক্তি বাড়িতে বসে যদি কম খরচে ব্যবসা করতে চান তবে এই ব্যবসাটি শুরু করতে পারেন।

ইউটিউব চ্যানেল (Youtube Channel):

বর্তমানে ইউটিউব চ্যানেল (Youtube Channel) অর্থ উপার্জনের জন্য একটি ভালো মাধ্যম হিসেবে বিবেচিত। সেক্ষেত্রে আপনাকে একটি ভালো কনটেন্ট তৈরি করতে হবে। যেমন আপনি গেমিং, রান্না এবং টেকনোলজির ওপর বিভিন্ন ভিডিও তৈরি করে আপলোড করতে পারেন। এর থেকে আপনি বেশ ভালো টাকা উপার্জন করতে পারবেন। ১০,০০০ টাকার থেকেও কম অর্থ খরচ করে আপনি একটি স্টুডিও করতে পারবেন। তার জন্য আপনাকে বেসিক লাইট এবং ফোন ট্রাইপ্যাড এর মত সরঞ্জাম কিনতে হবে।

আরও পড়ুন: ১০,০০০ টাকা স্টাইপেন্ড দেওয়া হবে স্নাতক বা স্নাতকোত্তরে ৬০ শতাংশ নম্বর পেলে, বড়ো ঘোষণা মুখ্যমন্ত্রীর!

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

আচারের ব্যবসা

আপনি যদি ১০,০০০ টাকার কম মূলধন বিনিয়োগে ব্যবসা শুরু করতে চান তবে আপনার জন্য একটি উপযুক্ত ব্যবসা হতে পারে আচারের ব্যবসা। বর্তমানে বহু মানুষ আচার বা চাটনি খেতে পছন্দ করেন। তাই কমবেশি সকলে বাড়িতে জার ভর্তি করে আচার কিনতে থাকেন। তাই আচার তৈরীর ব্যবসা একটি ভালো উপার্জনের মাধ্যম হতে পারে। এই ব্যবসা শুরু করতে প্রয়োজন, তাজা কাঁচামাল, নিখুঁত রেসিপি এবং কিছু প্যাকেজিংয়ের জিনিসপত্র।

বিয়েতে মেহেন্দি পরানোর কাজ

বর্তমানে প্রত্যেক বিয়ে বাড়িতেই মেহেন্দি করা হয়। আপনি নিজে অথবা আপনার সাথে কিছু জনকে নিয়ে এই ব্যবসা শুরু করতে পারেন। অবসর সময়ে বা সন্ধ্যায় এই কাজ করতে পারেন। ১০,০০০ টাকারও কম অর্থ বিনিয়োগ করে আপনি এই এই ব্যবসা শুরু করতে পারবেন। তবে এই ব্যবসা শুরু করার জন্য আপনাকে ভিন্ন ভিন্ন লেডিস বিউটি পার্লারের সঙ্গে অথবা মেকআপ আর্টিস্টদের সঙ্গে যোগাযোগ রাখতে হবে। ছেলেমেয়ে উভয়ই সমনাতালে এই কাজটি করতে পারেন।

গুরুত্বপূর্ণ লিঙ্ক (Important Link)

WhatsApp Group-এ যুক্ত হন👉যুক্ত হন