Paytm থেকে এই ৫ উপায়ে প্রচুর আয় করুন! পদ্ধতিগুলি জেনে নিন

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

Make Money Through Paytm: বর্তমান সময়ে অনলাইন পেমেন্ট অ্যাপ Paytm-এর নাম কম বেশি সকলেই জানেন। একাধিক মানুষ Paytm-এর মাধ্যমে নিয়মিত পেমেন্ট (Payment) করতে থাকেন। অনেকেই Paytm থেকে পেমেন্ট করেও ক্যাশব্যাক না পেয়ে নিরাশ হয়ে এই অ্যাপের মাধ্যমে পেমেন্ট করা বন্ধ করেছেন। এমন কতগুলি পন্থা আছে যেগুলো অবলম্বণ করে  আপনি পেতে পারেন ক্যাশব্যাক।

Google pay, Phone pay থেকে Paytm অ্যাপটিতে অতিরিক্ত সুবিধা হল, এই অ্যাপটির মাধ্যমে পেমেন্ট করলে আপনি পেতে পারেন একটি নির্দিষ্ট অংকের ক্যাশব্যাক (Cash Back)। অ্যাড মানি কিংবা মোবাইল রিচার্জ বা বিল পেমেন্ট সব কিছুতেই আছে নির্দিষ্ট ক্যাশব্যাক। Paytm-এ কোন কোন পদ্ধতিতে পেমেন্ট করে পাবেন সর্বাধিক ক্যাশব্যাক সেটাই জেনে নিন এই প্রতিবেদনে।

আরও পড়ুন: ৫ সহজ উপায়ে Google থেকে প্রচুর আয় করুন, পদ্ধতি জেনে নিন

পেটিএম অ্যাড মানি (Paytm Add Money)

বর্তমানে এই ডিজিটাল যুগে অধিকাংশ মানুষ মোবাইল রিচার্জ, বিদ্যুতের বিল পেমেন্ট, গ্যাস বুকিং, টিভি রিচার্জ সমস্ত কিছুই অনলাইন পেমেন্টের মাধ্যমে সম্পন্ন করেন। যদি আপনি চান তবে উক্ত পেমেন্ট গুলি Paytm ওয়ালেট দিয়ে সম্পন্ন করতে পারেন। তবে এর জন্যও অধিকাংশ সময় অনেক অফার Paytm অ্যাপের তরফ থেকে।

নির্দিষ্ট পরিমাণ অর্থ ওয়ালেটে অ্যাড করলে আপনি ৩০০ টাকা ক্যাশব্যাক বা ক্যাশব্যাক পেমেন্ট পেতে পারেন। এই অফারটির জন্য আপনাকে প্রথমে ক্লিক করতে হবে Paytm হোম পেজ তারপর ডিলস অ্যান্ড ক্যাশব্যাক পেমেন্টে অপশনে ক্লিক করতে হবে তারপর ওয়ালেটে অফারস অপশনটি পাবেন সেখান থেকে টাকা অ্যাড করলেই পাবেন ক্যাশব্যাক।

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

আরও পড়ুন: RBI on UPI: UPI ব্যবহারকারীদের জন্য দারুণ খবর! রিজার্ভ ব্যাঙ্ক নিল এই সিদ্ধান্ত

পেটিএম বিল পেমেন্ট ক্যাশব্যাক (Paytm Bill Payment Cash Back)

মোবাইল রিচার্জ (Mobile Recharge), DTH রিচার্জ, বিদ্যুৎ বিল (Electric Bill), ক্রেডিট কার্ড পেমেন্ট (Credit Card Payment), গ্যাস বুকিং (Gas Booking), সিনেমার টিকিট (Cinema Ticket) ইত্যাদি পেমেন্ট করার সময় আগে থেকে পাওয়া অসংখ্য প্রোমো কোড এবং ক্যাশব্যাক অফার গুলি ব্যবহার করে পেমেন্ট করুন। এইভাবে আপনি পেতে পারেন ক্যাশব্যাক এবং সেগুলি ব্যবহার করতে পারেন পরবর্তী পেমেন্টের সময়।

পেটিএম ক্যাশব্যাক পয়েন্টস (Paytm Cash Points)

Paytm অ্যাপের মাধ্যমে পেমেন্ট করলে আপনি পেতে পারেন ক্যাশব্যাক বা ক্যাশব্যাক পয়েন্ট। এই পয়েন্টে গুলি আপনি চাইলেই Paytm ভাউচার কিনতে পারেন যেটি মোবাইল রিচার্জের সময় ব্যবহার করতে পারেন কিংবা শপিংয়ের সময় পেমেন্টের কাজে ব্যবহার করতে পারেন। ১১০০ ক্যাশব্যাক পয়েন্ট দিয়ে আপনি ১০ টাকার একটি ভাউচার ক্রয় করতে পারবেন।

পেটিএম UPI অফার, স্ক্যান অ্যান্ড পে (Paytm UPI Offer)

বর্তমান এই উন্নত প্রযুক্তির যুগে অধিকাংশ মানুষ UPI অনলাইন পেমেন্ট (UPI Online Payment) ব্যবহার করেন। Paytm এর তরফ থেকে অনেকসময় অনেক UPI পেমেন্টস অফার থাকে যা ব্যবহার করে আপনি পেতে পারেন ক্যাশব্যাক বা ক্যাশব্যাক পয়েন্ট। এর সাথে সাথেই কোনো দোকানে গিয়ে QR কোড (মার্চেন্ট) স্ক্যানিং করে পেমেন্ট করলে পেতে পারেন ক্যাশব্যাক।

Make Money Through Paytm in 5 ways

পেটিএম অনলাইন শপিং অফার (Paytm Online Shopping)

অনলাইন শপিং এবং অনলাইন ফুড অর্ডারের মাধ্যমে পেতে পারেন ক্যাশব্যাক অফার। এর জন্য আপনি যে অনলাইন অ্যাপ থেকে খাবার অর্ডার করবেন তার পেমেন্ট অপশনে গিয়ে Paytm অপশনটি নির্বাচন করুন  এবং প্রোমো কোড ব্যবহার করুন। তাহলেই পেয়ে যাবেন ক্যাশব্যাক।

গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ (Important Links)

WhatsApp Group-এ যুক্ত হন👉যুক্ত হন