সুপ্রিম কোর্টের ২৬,০০০ চাকরি বাতিল স্থগিতাদেশে বড় মন্তব্য করলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং ব্রাত্য বসু

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

এসএসসি চাকরি বাতিল সংক্রান্ত মামলাটি এখন সুপ্রিমকোর্টে (Supreme Court) রয়েছে। সুপ্রিম কোর্টের (Supreme Court) আগে শুনানিতে বলা হয়েছে যে এই মামলার ২৬ হাজার চাকরি আপাতত ভাবে বহাল থাকবে। তবে এই সম্পর্কিত তদন্ত বহাল থাকবে। কলকাতা হাইকোর্টের তরফ থেকে যে সিদ্ধান্ত দেওয়া হয়েছিল তা অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হয়েছে শীর্ষ আদালতের পক্ষ থেকে।

সেই সঙ্গে সঙ্গে সুপ্রিমকোর্টের রায়কে স্বাগত জানিয়ে গত মঙ্গলবার রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এক্স হ্যান্ডেলে লেখেন, “সুপ্রিমকোর্টের নেয় প্রাপ্তির পর আমি বাস্তবিকই খুব খুশি এবং মানসিকভাবে তৃপ্ত। সামগ্রিকভাবে শিক্ষক সমাজকে জানাই আমার অভিনন্দন ও এবং মাননীয় সুপ্রিম কোর্টকে আমার আন্তরিক শ্রদ্ধা।”

রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে সঙ্গে বর্তমান শিক্ষা মন্ত্রী ও সুপ্রিম কোর্টের এই আদেশের পক্ষে মত দিয়ে বলেছেন, “আমি সুপ্রিমকোর্টের রায় খুশি তবে এসএসসি হাইকোর্টে যোগ্য অযোগ্যদের তালিকা দেয়নি। এটা সংবাদ মাধ্যমের তৈরি করা গল্প। এসএসসির বক্তব্য বিকৃত করা হয়েছে এসএসসি কোন পরস্পর বিরোধী কথা বলেনি।”

এই বিষয়টি নিয়ে একাধিক জন মন্তব্য করেন তবে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) এক্স হ্যান্ডেলে লেখেন, “বাংলার ভাবমূর্তি নষ্টের জন্য পশ্চিমবঙ্গ সরকারকে স্থিতিশীল করার জন্য, বিজেপি যে ‘বোমা’ ছুড়ে ছিল তা নিষ্ক্রিয় করল মাননীয় সুপ্রিম কোর্ট সত্যের জয় হয়েছে।”

আরো এক তৃণমূল নেতা কুনাল ঘোষ (Kunal Ghosh) এর সম্পর্কে বলেন যে, “রাজ্য সরকার বা তৃণমূল কংগ্রেস বারবার যে কথা বলছিল- মানবিকতার কথা, চাকরি না খাওয়া কথা তারই ইতিবাচক প্রতিফলন আপাতত সুপ্রিম কোর্টের নির্দেশে বোঝা যাচ্ছে।”

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

২০১৬ সালের এসএসসি নিয়োগে যে ২৬ হাজার চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট তা যে বৈধ ও সন্দেহাতীত এই বিষয়টি একাধিক জন বলেছে। কলকাতা হাইকোর্টের রায়কে সম্মান জানিয়ে সুপ্রিম কোর্টের (Supreme Court) প্রধান বিচারপতি বেঞ্চ মন্তব্য করেছে, “কলকাতা হাইকোর্টের রায় সম্পূর্ণ ঠিক এবং সন্দেহাতীত। চাকরি কারীদের যে সিদ্ধান্ত হাইকোর্ট নিয়েছিল, তা বৈধ। যে দুর্নীতি হয়েছে, তা যে ভবিষ্যতে আর হবে না, তাকে বলবে? এই ব্যাপারে রাজ্য বা এসএসসি কেউই এমন পর্যায়ে নেই যে, এই বিষয়টি নিশ্চিত করে বলতে পারে। সেক্ষেত্রে হাইকোর্টের সিদ্ধান্ত তো কোন ভুল নেই। নিয়োগ দুর্নীতি নিয়ে হাইকোর্ট যা রায় দিয়েছে তা যথার্থ।”

গুরুত্বপূর্ণ লিংক

👉 আরও Latest চাকরির খবর দেখুন
👉 WhatsApp Group-এ যুক্ত হন