৫০,০০০ টাকা বেতনে বিভিন্ন পদে মেট্রো রেলে নিয়োগ চলছে, রইলো আবেদন পদ্ধতি (Metro Rail Recruitment 2024)

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

Metro Rail Recruitment 2024: চাকরি প্রার্থীদের জন্য সুখবর। মেট্রো রেলের তরফ থেকে প্রকাশিত হয়েছে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। মেট্রোরেল সংস্থার তরফ থেকে একাধিক শূন্য পদে করা হবে কর্মী নিয়োগ। আগ্রহে চাকরিপ্রার্থীরা সংশ্লিষ্ট সংস্থার আবেদন করতে পারেন। আরো বিস্তারিত তথ্য জানতে আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

নিয়োগকারী সংস্থা (Recruitment Board): 

মেট্রোরেল কর্পোরেশন লিমিটেড সংস্থার তরফ থেকে শূন্যপদে করা হবে কর্মী নিয়োগ।

পদের নাম (Name Of The Post):

মেট্রোরেল সংস্থার তরফ থেকে একধিক পদে করা হবে কর্মী নিয়োগ। যে সমস্ত পথগুলোতে কর্মী নিয়োগ করা হবে সেগুলি হল-

১. অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (Assistant Manager).

২. অ্যাসিস্ট্যান্ট কোম্পানি সেক্রেটারি (Assistant Company Secretary)।

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

৩. জুনিয়র ইঞ্জিনিয়ার (Junior Engineer)।

৪. অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট (Account Assistant)।

৫. মেইনটেইনার ও বিভিন্ন (Maintenarand Others)।

শূন্যপদের সংখ্যা ( Number Of Vacancy): 

মেট্রোরেল সংস্থার তরফ থেকে একাধিক পদে ৪৩৯ জন কর্মী নিয়োগ করা হবে।

আরও পড়ুন👉: Big News: WB SSC-এর মাধ্যমে শিক্ষক নিয়োগ ও নতুন নিয়ম নিয়ে বড় খবর সামনে এলো

বয়সের সময়সীমা (Age Limit):

সংশ্লিষ্ট পদে আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীদের বয়স ২১ বছর থেকে ২৮ বছরের মধ্যে হতে হবে।

মাসিক বেতন (Monthly Salary):

সংশ্লিষ্ট সংস্থার নিয়োগ করা প্রার্থীদের যে পদে নিয়োগ করা হবে তার ভিত্তিতে প্রদান করা হবে মাসিক বেতন। নিয়োগ করার প্রার্থীদের পদ অনুযায়ী মাসিক বেতন হবে ৫০,০০০ টাকা, ৩৩,০০০ টাকা, ২৫ হাজার টাকা এবং ১৯,৫০০ টাকা।

আরও পড়ুন👉: ১০,০০০ টাকা করে প্রতি মাসে পাবেন, কেন্দ্র সরকারের এই স্কিম সম্পর্কে জেনে নিন

আবেদন পদ্ধতি (Application Process):

সংশ্লিষ্ট পদে আবেদনের জন্য আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নিচের ধাপ গুলি অনুসরণ করে সহজেই আবেদনকারী প্রার্থীরা করতে পারবেন আবেদন।

১. প্রথমে আবেদন করার লিংকে গিয়ে সেখানে নিজের নাম, ইমেইল আইডি এবং মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করাতে হবে।

২. অনলাইন ফর্মে নিজের নাম, ঠিকানা, জেন্ডার, ক্যাটাগরি, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি নির্ধারিত তথ্যগুলি সঠিকভাবে দিয়ে ফর্মটি পূরণ করতে হবে।

৩. নির্ধারিত নথি এবং সিগনেচার ও পাসপোর্ট সাইজ ফটো স্ক্যান করে আপলোড করতে হবে।

৫. এরপর সাবমিট অপশনে ক্লিক করে আবেদন পত্রটি জমা করুন এবং শেষে নিজের কাছে একটি প্রিন্ট আউট নিজের কাছে রাখুন।

আরও পড়ুন👉: India Post Office Recruitment 2024: সরাসরি ভারতীয় পোস্ট অফিসে নিয়োগ চলছে! এই দিন পর্যন্তই আবেদন করতে পারবেন

শিক্ষাগত যোগ্যতা (Education Qualification):

উক্ত পদে আগ্রহী আবেদনকারী প্রার্থীদের সংশ্লিষ্ট ক্ষেত্রে ডিগ্রী কিংবা ডিপ্লোমা অথবা আইটিআই (ITI) কোর্স থাকতে হবে।

আবেদনের সময়সীমা (Last Date Of Application): 

আগ্রহী আবেদনকারী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে সংশ্লিষ্ট পদের জন্য ১৯ এপ্রিল অবধি আবেদন জানাতে পারবেন।

আরও পড়ুন👉: UPI Transactions: বদলে গেলো UPI লেনদেনের নিয়ম! এই নিয়ম চালু করলো সরকার

গুরুত্বপূর্ণ লিংক

👉আরও Latest চাকরির খবর দেখুন
👉WhatsApp Group-এ যুক্ত হন

আরও পড়ুন👉: ICDS অঙ্গনওয়াড়ি প্রচুর চাকরির সুযোগ! শীঘ্রই আবেদন করুন