১০ বছর পর্যন্ত জেল নিশ্চিত Aadhaar Card দিয়ে এই কাজ করলেই! এই ভুল করেননি তো আপনিও?

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

বর্তমানে আধার কার্ড (Aadhaar Card) হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ নথিগুলির মধ্যে একটি। এটি ছাড়া কোন রকম অফিশিয়াল কাজ সম্পূর্ণ হয় না। আর্থিক লেনদেন সহ প্রায় সমস্ত কাজেই এই ডকুমেন্টস এর প্রয়োজন হয়। তাই আধার কার্ড (Aadhaar Card) সঠিক ও সংরক্ষিত করে রাখা আমাদের প্রত্যেকের দায়িত্ব ও কর্তব্য।

আধার কার্ডের (Aadhaar Card) এই ভুলগুলি কখনোই করা উচিত নয়। না হলে শাস্তি সহ মোটা টাকা জরিমানা হতে পারে। আধার কার্ডের এই ভুল করা থেকে সব সময় বিরত থাকতে হবে। তাই আজই এই বিষয়ে সাবধান হয়ে যান।

আধার কার্ডের (Aadhaar Card) এই ভুলগুলি নিম্নে আলোচনা করা হলো-

১) কেউ যদি তার আধার কার্ড (Aadhaar Card) তৈরি করার সময় কোন তথ্য ভুল দেয় অথবা নকল বায়োমেট্রিক দেয় তাহলে সেই ব্যক্তি ধরা পড়লে তিন বছরের জেল অথবা ১০ হাজার টাকা জরিমানা হতে পারে। আবার কোন কোন ক্ষেত্রে শাস্তির সঙ্গে জরিমানা দুটোই হতে পারে।

২) কোন ব্যক্তি যদি আধার কার্ডের নম্বর (Aadhaar Number) অথবা বায়োমেট্রিকের তথ্য পরিবর্তন করে অন্য কারোর আধার নম্বর (Aadhaar Number) ব্যবহার করে তাহলে সেক্ষেত্রে ধরা পড়লে ওই ব্যক্তিকে ৩ বছরের জেল এবং সঙ্গে ১০০০০ টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে।

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

৩) আধার প্রতারণার ঘটনাগুলি বর্তমানে অহরহ ঘটে চলেছে। যদি কেউ আধার কার্ড (Aadhaar Card) তৈরি বা আধার আপডেটের নামে কোন সংস্থার সঙ্গে যুক্ত থাকে তাহলে ধরা পড়লে ওই ব্যক্তিকে ৩ বছরের জেল সঙ্গে দশ হাজার টাকা থাকে ১ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে।

৪) আবার কোন ব্যক্তি যদি আধার কার্ডের (Aadhaar Card) তথ্য বিকৃত বা টেম্পারিং করতে গিয়ে ধরা পড়ে তাহলে ওই ব্যক্তিকে ১০ বছরের জেলের সঙ্গে ১০ হাজার টাকা পর্যন্ত জরিমানা দিতে হতে পারে।

গুরুত্বপূর্ণ লিংক

👉 আরও Latest চাকরির খবর দেখুন
👉 WhatsApp Group-এ যুক্ত হন