৯,৬, ১…! মোবাইল নম্বরে আপনার ‘সৌভাগ্য’ লুকিয়ে, নম্বরের মোট সংখ্যা যোগ করে দেখুন

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

(১/৬) আপনার মোবাইল নাম্বারের মধ্যেই অন্তর্নিহিত আছে সৌভাগ্যের প্রতীক। তাই যেমন যেমন খুশি তেমন মোবাইল নাম্বার নির্বাচন করবেন না। আজকের এই প্রতিবেদনে জানাবো কিভাবে সঠিক পদ্ধতিতে মোবাইল নাম্বার নির্বাচন করবেন। মোবাইল নাম্বার সঠিক হলে তবেই আপনি সৌভাগ্যের অধিকারী হবেন।

(২/৬) আপনার মোবাইল নাম্বারটি সঠিক হলে তবেই আপনার জীবন হয়ে উঠবে শুভ। জন্ম তারিখ অনুসারে, প্রত্যেক মানুষের জীবনে একটি করে মূলাংক ও একটি করে ভাগ্যাংক আছে। আপনি সেই মূলাংক ও ভাগ্যাংক সংখ্যা কিভাবে করবেন জানুন বিস্তারিত।

(৩/৬) ধরুন আপনার জন্মদিন ১২ মার্চ ১৮৮৫। তবে আপনার ব্যক্তির মূলাংক সংখ্যা হল ১+২ = ৩। আপনার ভাগ্যাংক (১২.৩.১৯৮৫) ১+২+৩+১+৯+৮+৫ = ২৯= (২+৯) =১১ (১+১) =২।

(৪/৬) আপনি কিভাবে আপনার মূলাংক ও ভাগ্যাংক সংখ্যার মাধ্যমে আপনার মোবাইলে নম্বরটি নির্বাচন করবেন জানুন সেটাই।

আরও পড়ুন: মাধ্যমিক পাশে কলকাতা মেট্রো রেলে কর্মী নিয়োগ চলছে, রইলো আবেদন পদ্ধতি (Kolkata Metro Recruitment 2024)

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

(৫/৬) এবার আপনার মোবাইল নম্বরের সব ডিজিট গুলি যোগ করুন। ধরুন আপনার ফোন নম্বর ৯৮১০০৯৭১০১ অর্থাৎ ৯+৮+১+০+০+৯+৭+১+০+১ = ৩৬ (৩+৬) = ৯

(৬/৬) তবে এ কথা স্মরণে রাখবে যে, আপনার মোবাইল নাম্বারটি যেন প্রথম থেকে শেষ অবধি পর পর বৃদ্ধি পায়। তবেই আপনার জীবনে সাফল্য সম্ভব।

গুরুত্বপূর্ণ লিঙ্ক (Important Link)

WhatsApp Group-এ যুক্ত হন👉যুক্ত হন