লঞ্চের পরেই কমে গেল ৮,০০০ টাকারও কম দামে এই ফোন! 6,000mAh Battery কী রয়েছে এই ফোনে?
চলতি বছরে জানুয়ারি মাসে ভারতীয় বাজারে আত্মপ্রকাশ করে Motorola কোম্পানির Moto G24 Power স্মার্টফোনটি। মুক্তির সময় ফোনটির দাম ছিল ৮,৯৯৯ টাকা। মুক্তির ২১ দিনের মধ্যেই ফোনটির দাম সংস্থার তরফ থেকে ১ হাজার টাকা কম করা হয়। বর্তমানে ফোনটির বাজার মূল্য ৭,৯৯৯ টাকা। উক্ত ফোনটির দাম এবং স্পেসিফিকেশন সম্পর্কিত কিছু তথ্য নিচে দেওয়া হল।
Moto G24 Power ফোনটির মূল্য:
Moto G24 Power ফোনটির ৪জিবি র্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ যুক্ত মডেলটির দাম মুক্তির সময় ছিল ৮,৯৯৯ টাকা। তবে বর্তমানে ফোনটির ওয়েবসাইটে অনুসারে বাজার মূল্য ৮,৪৯৯ টাকা এবং Flipkart অনলাইন প্ল্যাটফর্মের ফোনটির দাম ৭,৯৯৯ টাকা।
Moto G24 Power ফোনটির ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ যুক্ত মডেলটির দাম মুক্তির সময় ছিল ৯,৯৯৯ টাকা। তবে বর্তমানে ফোনটির ওয়েবসাইটে অনুসারে বাজার মূল্য ৯,৪৯৯ টাকা এবং Flipkart অনলাইন প্ল্যাটফর্মের ফোনটির দাম ৮,৯৯৯ টাকা।
Moto G24 Power ফোনটির আত্মপ্রকাশের সময় বাজার মূল্য:
Moto G24 Power ফোনটির ২টি মডেল বাজারে আত্মপ্রকাশ করেছে। একটি ভ্যারিয়েন্ট ৪জিবি র্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ যুক্ত। আর অন্যটি ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ যুক্ত। মুক্তির সময় ভ্যারিয়েন্ট দুটির দাম ছিল (4GB RAM+ 128 GB ROM) ৮,৯৯৯ টাকা এবং (8 GB RAM+128 GB ROM) ৯,৯৯৯ টাকা।
Moto G24 Power ফোনের ছাড়ের পর মূল্য:
বর্তমানে Motorola কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে ফোনটির দুটি মডেলের উপরই ৫০০ টাকা ছাড় দিচ্ছে। উক্ত ছাড়ের ফোনটির দাম দাঁড়িয়েছে 4GB RAM+ 128 GB ROM মডেলটির দাম ৮,৪৯৯ টাকা এবং 8 GB RAM+128 GB ROM মডেলটির দাম ৯,৪৯৯ টাকা।
বর্তমানে জনপ্রিয় অনলাইন প্লাটফর্ম ফ্লিপকার্টে (Flipkart) Moto G24 Power ফোনটির উপর দিচ্ছে ১,০০০ টাকার ছাড়। উক্ত ছাড়ের পর ফোনটির মডেল দুটোর দাম হয়েছে 4GB RAM+ 128 GB ROM মডেলটির দাম ৭,৯৯৯ টাকা। 8 GB RAM+128 GB ROM মডেলটির দাম ৮,৯৯৯ টাকা।
Moto G24 Power ফোনের স্পেসিফিকেশন:
ডিসপ্লে(Display):
Moto G24 Power ফোনটিতে রয়েছে ৯০ হার্টজ রিফ্রেশ রেট যুক্ত ৬.৬ ইঞ্চির HD Plus ডিসপ্লে।
আররও পড়ুন: Google Pay: ৪ জুন থেকে আমেরিকায় গুগল পে অ্যাপ বন্ধ হয়ে যাচ্ছে! ভারতে কী হবে?
প্রসেসর (Processor):
উক্ত ফোনটিতে ব্যবহৃত হয়েছে MediaTek helio G85 OctaCore প্রসেসর যেটি ২.০GHz গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত। উক্ত ভালো গ্রাফিক্সের জন্য উপলব্ধ আছে মালী G52 MP2
স্টোরেজ (Storage):
Moto G24 Power ফোনটির ২টি মডেল বাজারে আত্মপ্রকাশ করেছে। একটি ভ্যারিয়েন্ট ৪জিবি র্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ যুক্ত। আর অন্যটি ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ যুক্ত।
ক্যামেরা (Camera):
Moto G24 Power ফোনটিতে রয়েছে ডুয়েল রিয়ার ক্যামেরা যেটি LED ফ্ল্যাশলাইট যুক্ত। উক্ত ফোনে রয়েছেন ৫০ এমপি প্রাইমারি ক্যামেরা সেন্সর ২ এমপি সেকেন্ডারি ক্যামেরা সেন্সর। সেলফি এবং ভিডিও কলিংয়ের সুবিধার জন্য রয়েছে ১৬ এমপি ফ্রন্ট ক্যামেরা সেন্সর।
ব্যাটারি (Battery):
Moto G24 Power ফোনটিতে উপলব্ধ আছে ৬,০০০ mAh একটি শক্তিশালী ব্যাটারি। ফোনটিতে রয়েছে ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট-এর সুবিধা।
কানেক্টিভিটি (Connectivity):
উক্ত ফোনটিতে রয়েছে ডুয়েল ৪ জি সিম কার্ড ব্যবহারের সুবিধা। ব্লুটুথ v5.0 সাপোর্ট সিস্টেম, GPS, USB C Type সাপোর্ট সিস্টেম, 3.5mm অডিও জ্যাক এবং FM রেডিও সুবিধা রয়েছে।
অন্যান্য ফিচারস:
উক্ত ফোনের সাইড প্যানেলে রয়েছে ফিঙ্গার প্রিন্ট সেন্সর। উপলব্ধ থাকছে ফেসলক সিস্টেম। জল ও ধুলো থেকে ফোনকে সুরক্ষিত রাখার জন্য রয়েছে IP52 রেটিং সিস্টেম। এছাড়াও ফোনটিতে রয়েছে ডলবি অ্যাটমস সাপোর্টেড স্টেরিও স্পিকারের সুবিধা।
OS:
এই ফোনটি Android 14 অপারেটিং সিস্টেমের কাজ করতে সক্ষম।