Mukesh Ambani: ৫০ লক্ষ চাকরি দেবেন মুকেশ অম্বানী, তাঁর মাস্টারপ্ল্যান কী? রইলো বিস্তারিত

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

বর্তমানে দেশের সবথেকে প্রথম সারির টেলিকম সংস্থা হল রিলায়েন্স টেলিকম সংস্থা। আর এই সংস্থার মালিক হলেন শিল্পপতি মুকেশ আম্বানি (Mukesh Ambani)। তিনি শুধুমাত্র ভারতেরই নন বরং এখন পৃথিবীর তাবড় ধনী ব্যক্তিদের মধ্যে একজন। বর্তমানে তার সংস্থায় লক্ষ লক্ষ মানুষ কাজ করে। রিলায়েন্স সংস্থা দেশের একাধিক বেকার যুবকদের কর্মসংস্থান তৈরি করেছে। তবে সম্প্রতি রিলায়েন্স সংস্থার কর্ণধার মুকেশ আম্বানি আরও একাধিক একাধিক পদে কর্মসংস্থানের কথা ঘোষণা করেছেন।   

সম্প্রতি জেমস অ্যান্ড জুয়েলারি এক্সপোর্ট প্রমোশন কাউন্সিলে একটি অনুষ্ঠান সম্পন্ন হয়েছিল আর সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুকেশ অম্বানি। ঐদিনই তিনি জানান যে আগামী কয়েক দশকের মধ্যেই রিলায়েন্স সংস্থা ১০০ বিলিয়ন ডলারের রফতানি করবে। এর ফলে দেশে প্রচুর শূন্য পদের তৈরি হবে।

ভারত মূলত শিল্পে মোটামুটি ভাবে উন্নত একটি দেশ। বিগত কয়েক দশকের মধ্যে ভারতে হিরে ও অন্যান্য বহুমূল্য রত্ন ও রপ্তানির হার অনেক গুণ বেড়েছে। মুকেশ আম্বানি জানিয়েছেন যে এই শিল্প রপ্তানিতে ৪০ বিলিয়ন ডলার থেকে ৫০ লক্ষেরও বেশি কর্মসংস্থান তৈরি করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

তার মতে, “ব্যবসায়ী সম্প্রদায় হিসাবে আমাদের সকলের সম্মিলিতভাবে একটি শক্তিশালী, উন্নত এবং আরও অন্তর্ভুক্ত ভারত গড়ে তোলার দায়িত্ব রয়েছে। আমাদের প্রধানমন্ত্রী আমাদের জন্য একটি উন্নত ভারতের স্বপ্ন দেখেছেন, যা আগামী দশকে আমাদের অর্জন করতে হবে।”

আরও পড়ুন👉: প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে হাইকোর্টের বিরাট পর্যবেক্ষণ! কোন জেলায় কত শূন্যপদ?

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

রিলায়েন্স কর্ণধারের মতে পালানপুরের সাধারণ মানুষের নেতৃত্বে যে ছোট একটি শিল্প অগ্রগতি লাভ করেছে সেই শিল্পের কথা জানিয়ে তিনি বলেছেন যে এই শিল্পের জন্য তিনি গর্বিত। আম্বানি পরিবারের শিকড় রয়েছে তাই পালানপুরের সাধারণ মানুষের সঙ্গে তিনি কাজ করার একটি সম্ভাব্য ইঙ্গিত দিয়েছেন। এই ব্যাপারে কথা বলতে গিয়ে তিনি তার পুত্রবধূ শ্লোকা মেহতার (Shloka Mehta) কথা বলে জানান, শ্লোকাকে পেয়ে ভাগ্যবান অম্বানী পরিবার।

এই বিষয়ে অনেকেরই মনে হতে পারে যে তিনি তার বড় পুত্রবধূর নাম কেন নিয়েছেন। প্রসঙ্গত উল্লেখ্য মুকেশ আম্বানির বড় পুত্রবধূ শ্লোকা মেহতা হলেন রোডবাই ব্লু-এর রাসেল মেহতার মেয়ে। ইনি পেশায় একজন হিরেরত্ন সেক্টরের ব্যবসায়ী। রাসেল মেহতার (Russell Mehta) এই শিল্পের একটি শীর্ষস্থানীয় সংস্থা রয়েছে।

আরও পড়ুন👉: SSC-TET: নিয়োগ দুর্নীতি মামলায় মুখ্যসচিবকে এই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট

গুরুত্বপূর্ণ লিংক

👉আরও Latest চাকরির খবর দেখুন
👉WhatsApp Group-এ যুক্ত হন

আরও পড়ুন👉: Lok Sabha Election 2024: আজ থেকেই ভোট দিতে পারবেন বাড়ি থেকে! রইলো পদ্ধতি