Longest Bridge: নরেন্দ্র মোদীর হাতে উদ্বোধন ‘দীর্ঘতম ব্রিজের’! এর লম্বা কত?, এই সুদর্শন সেতু তৈরি করতে কত খরচ হল

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

(১/৬) Sudarshan Setu Bridge: ভারতের সবথেকে দীর্ঘতম সেতু বা ব্রিজ-এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। ভারতের এই দীর্ঘতম কেবল সেতুটির নামকরণ করা হয়েছে সুদর্শন সেতুপ্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি (Prime Minister Of India) এদিন এই সেতুর উদ্বোধনের জন্য দ্বারকার মন্দিরে বিশেষ একটি পুজা করেন।

(২/৬) সুদর্শন সেতুটি (Sudarshan Setu) ওখার সঙ্গে দ্বারকা দ্বীপের সংযোগ স্থাপন করেছে। উক্ত সেতুর দ্বারা আপনি ওখা থেকে দ্বারকা পৌঁছাতে পারবেন খুব সহজেই। এদিন এই সেতুরই উদ্বোধন করেন প্রধানন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। কেবল দ্বারা নির্মিত এই সেতুটির দৈর্ঘ্য ২.৩২ কিলোমিটার। বর্তমানে এটি হল ভারতের সবচেয়ে দীর্ঘতম সেতু।

(৩/৬) এই সেতুটি নির্মাণের জন্য খরচ হয়েছে প্রায় ৯৮০ কোটি টাকা। এই সেতুটিতে হাঁটার একটি লেনে শ্রী ভগবত গীতার শ্লোক এবং শ্রীরামকৃষ্ণের বিভিন্ন চিত্র দিয়ে সুসজ্জিত করা হয়েছে।

(৪/৬) প্রধানমন্ত্রী দ্বারা উদ্বোধন হওয়া এই সেতুতে রয়েছে সৌর প্যানেল। যার সাহায্যে ১ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব।

আররও পড়ুন: Google Pay: ৪ জুন থেকে আমেরিকায় গুগল পে অ্যাপ বন্ধ হয়ে যাচ্ছে! ভারতে কী হবে?

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

(৫/৬) এই সুদর্শন সেতুতে রয়েছে ৪টি লেন। গুজরাটের ভারুচ নামক স্থানে নর্মদা নদীর উপর নির্মিত হয়েছে এই সেতুটি। নতুন নির্মিত এই সেতু দিয়ে যাতায়াতের খুব সুবিধা রয়েছে। এই বৃষ্টি নির্মিত হওয়ায় আহমেদাবাদ-মুম্বাই ন্যাশনাল হাইওয়ে দিয়ে যাতায়াতে ভিড় অনেকাংশে কমবে।

আরও পড়ুন: Head Teacher Recruitment: ৯০২ শূন্যপদে প্রধান শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, কত দিন পর্যন্ত আবেদন চলবে?

(৬/৬) উক্ত সেতু নিমার্ণের সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গুজরাট বাসীর জন্য এবার মোট ৫২,২৫০ কোটি টাকার বিকাশ পরিযোজনার শুরু করবেন।

গুরুত্বপূর্ণ লিঙ্ক (Important Link)

WhatsApp Group-এ যুক্ত হন👉যুক্ত হন