সরাসরি রাজ্য সরকারের জাতীয় স্বাস্থ্য মিশনে কর্মী নিয়োগ চলছে, রইল আবেদন পদ্ধতি
National Health Mission Recruitment 2024: সম্প্রতি পশ্চিমবঙ্গের জাতীয় স্বাস্থ্য মিশনের তরফ থেকে জারি করা হয়েছে নিয়োগের বিজ্ঞপ্তি (National Health Mission Recruitment 2024)। রাজ্য স্বাস্থ্য বিভাগের তরফ থেকে সংগঠিত হবে এই নিয়োগ প্রক্রিয়া। আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারেন। তবে অ্যাকাডেমিক মার্কস, ইন্টারভিউ এবং এক্সপেরিয়েন্স-এর ভিত্তিতে উক্ত চাকরিতে করা হবে কর্মী নিয়োগ।
নিয়োগকারী সংস্থার নাম (Recruitment Board):
রাজ্য সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির তত্ত্বাবধানে জাতীয় স্বাস্থ্য মিশনের (National Health Mission Recruitment 2024) পক্ষ থেকে করা হবে উক্ত চাকরিতে কর্মী নিয়োগ।
পদের নাম (Name of the Post):
মেডিক্যাল অফিসার (RKSK) পদে রাজ্য স্বাস্থ্য বিভাগের তরফ থেকে করা হবে নিয়োগ।
মাসিক বেতন (Monthly Salary):
উক্ত পদে যোগ্যতম ব্যক্তি নিয়োগের পর থেকে প্রতি মাসে ৬০,০০০ থেকে বেতন পাবেন।
নিয়োগ প্রক্রিয়া (Recruitment Process):
উক্ত চাকরির জন্য নেওয়া হবে না কোন লিখিত পরীক্ষা। অ্যাকাডেমিক নাম্বার (Academic Number), ইন্টারভিউ (Interview) এবং ওয়ার্ক এক্সপেরিয়েন্সের (Work Experience) মাধ্যমের সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া।
আবেদনকারীর বয়সসীমা (Age Limit):
উক্ত পদের জন্য ৪৫ বছর বয়স অবধি প্রার্থীরা আবেদন করতে পারবেন।
আবেদন পদ্ধতি (Application Process):
উক্ত চাকরির জন্য প্রার্থীদের প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট https://www.wbhealth.gov.in-এ অনলাইনের মাধ্যমে আবেদন করে সেই প্রিন্ট আউটটি অফলাইনে জমা করতে হবে। কিভাবে করবেন আবেদন জানুন বিস্তারিত।
১. প্রথমে অফিসিয়াল অনলাইন লিংকে গিয়ে প্রার্থীদের রেজিস্ট্রেশন করতে হবে।
২. এরপর আপনার সামনে একটি ফর্ম খুলে যাবে। সেটিতে আপনার নাম, অভিভাবকের নাম, জন্ম তারিখ, বয়স, জেন্ডার, ঠিকানা, ক্যাটাগরি, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি তথ্য দিয়ে ফর্মটি পূরণ করুন।
৩. আপনার দেওয়া তথ্য গুলো ভালোভাবে দেখে নিয়ে ফর্মটি সাবমিট করুন। শেষে ফর্মটির একটি প্রিন্ট আউট নিজের কাছে রাখুন।
৪. এবার অনলাইন থেকে প্রিন্ট আউট (Print Out) করা ফরমটি আপনার যাবতীয় নথিসহ নির্দিষ্ট ঠিকানায় নির্ধারিত তারিখের মধ্যে জমা করুন।
শিক্ষাগত যোগ্যতা (Education Qualification):
আবেদনকারী প্রার্থীকে যে কোন স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে এমবিবিএস ডিগ্রী (MBBS) কোর্স সম্পন্ন করতে হবে।
আবেদনের সময়সীমা (Last Date of Application):
আগ্রহী প্রার্থীরা ৬ ফেব্রুয়ারি ২০২৪ অবধি অনলাইন আবেদন জানতে পারবেন। ৭ ফেব্রুয়ারির ২০২৪ অবধি অনলাইনের মাধ্যমে করা আবেদনের প্রিন্ট আউট (Print Out) অফলাইনে জমা করতে পারবেন।
এই নিয়োগ সংক্রান্ত আরও বিস্তারিত জানতে সংশ্লিষ্ট সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখুন।