WhatsApp-এর নতুন ফিচার! ইন্টারনেট ছাড়াই এই ভাবে পাঠানো যাবে ছবি!

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

সচরাচর ফোনে ইন্টারনেট (Internet) না থাকলে হোয়াটসঅ্যাপে (WhatsApp) কোনরকম ছবি পাঠানো যায় না। তবে এই সমস্যার দিন শেষ। আবারো নতুন অ্যাপ ফিচার নিয়ে হাজির হয়েছে মেটা (Meta)। আর এই নতুন ফিচারে থাকছে একাধিক সুযোগ সুবিধা। এবার থেকে অফলাইনে ফাইল ও ডকুমেন্ট কোনরকম সমস্যা ছাড়াই ট্রান্সফার (transfer) করা যাবে। এই সুযোগ-সুবিধা খুব শীঘ্রই চালু করবে মেটা, তার জন্য পরীক্ষা-নিরীক্ষা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।

যদি এই ফিচার বাস্তবে কিভাবে চালু হয়ে যায় তাহলে এতে উপকৃত হবে লক্ষ লক্ষ মানুষ।  কোনরকম ইন্টারনেট বা ডেটা কানেকশন ছাড়াই অফলাইনে ছবি, ফাইল ও ডকুমেন্ট শেয়ার করা যাবে। তবে কিভাবে তার সম্ভব? চলুন আজকের এই প্রতিবেদন থেকে সেটা জেনে নেওয়া যাক।

সম্প্রতি সেই তথ্য প্রকাশ করেছে Wabetainfo। এর তরফ থেকে সম্প্রতি এমনই একটি তথ্য প্রকাশিত হয়েছে। যেখানে বলা হয়েছে কোন রকম ডেটা বা ইন্টারনেট ছাড়াই ছবি শেয়ার করা যাবে।

কোনরকম ডাটা ছাড়াই অফলাইনে শেয়ার হওয়া ওই ফাইল সম্পূর্ণ এন্ড-টু-এন্ড এনক্রিপটেড থাকবে। অর্থাৎ এতে প্রাইভেসি সম্পূর্ণ নিরাপদ থাকছে।  

আরও পড়ুন👉: কীভাবে শুরু হবে নতুন নিয়োগ? বেতন ফেরত কাদের দিতে হবে? SSC মামলার রায় নিয়ে সব প্রশ্নের উত্তর জেনে নিন

আমাদের WhatsApp Group-এ যুক্ত হন👉 Join Now

সম্প্রতি হোয়াটসঅ্যাপে (whatsapp) এই ফিচার সম্পর্কিত একটি স্ক্রিনশট সকলের সামনে এসেছে। তবে এই সুবিধাটি পাওয়া যাবে তখনই যদি আপনি যাকে নির্দিষ্ট ফাইলটি সেন্ড করতে চান তার ডিভাইস আপনার কাছাকাছি থাকে। সঙ্গে সঙ্গে ফাইল সেন্ড করতে হলে  তাতে অফলাইন ফাইল-শেয়ারিং ফিচার চালু থাকতে হবে। তাহলে এটা কাজ করবে নচেৎ না। আর ফাইল শেয়ারিং ফিচার এই সুবিধাটি ইতিমধ্যে এন্ড্রয়েড ফোনে চলে এসেছে।

ব্লুটুথ (Bluetooth) এর মাধ্যমে যে রকম ফাইল সেন্ড করা যায় এই ফিচারও অনেকটা সেই রকম তবে এটি ব্যবহার করার সময় কয়েকটি বিষয় মনে রাখতে হবে।

ফাইল শেয়ারিং ফিচার (File sharing feature) ব্যবহার করতে গেলে আপনার হোয়াটসঅ্যাপকে আপনার ফোনের গ্যালারি, ফাইল ও ডকুমেন্ট অ্যাক্সেস করার অনুমতি অন করে রাখতে হবে। যদি আপনি এটা না করেন তাহলে এই ফিচার কাজ করবে না। এই ফিচার ব্যবহার অত্যন্ত নিরাপদ। কারণ ইউজারের নম্বর গোপন থাকে ও শেয়ার করা ফাইল এনক্রিপট করা যাই।

আরও পড়ুন👉: Loksabha Election 2024: পাহাড় থেকে সমতল, আজকের দ্বিতীয় দফার তিন কেন্দ্রের ভোট সম্পর্কে খুঁটিনাটি জেনে নিন

Shareit অ্যাপের মতোই অনেকটা কাজ করবে এই ফিচার। যার ব্যবহার এখন বেশ কমে গিয়েছে। নেট কানেকশন বা ওয়াইফাই না থাকলেও পাঠানো যাবে ছবি, ভিডিয়ো, ডকুমেন্ট সব। যা ইউজারদের অনেক ডেটা এবং সময় বাঁচাবে বলে মনে করা হচ্ছে।

কবে আসবে হোয়াটসঅ্যাপের অফলাইন ফাইল শেয়ারিং ফিচার?

হোয়াটসঅ্যাপের নতুন এই ফিচার সম্পর্কে বিটা ভার্সনে পরীক্ষা করা হচ্ছে। এটি অ্যান্ড্রয়েড ও আইওএস ফোনে কবে থেকে চালু হবে তা এখনো জানানো হয়নি। পরীক্ষা শেষ করার পর আশা করা যাচ্ছে খুব শীঘ্রই এটি চালু করা হবে। তবে ইউজাররা যারা এটি ব্যবহার করতে চান তাদের whatsapp লেটেস্ট ভার্সনে আপডেট করে নিতে হবে।

গুরুত্বপূর্ণ লিংক

👉 আরও Latest চাকরির খবর দেখুন
👉 WhatsApp Group-এ যুক্ত হন